অস্ট্রে꧟লিয়া সফরে উইকেটকিপিং করার সময় ঋষভ পন্তের স্পাইডারম্যান গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে 🥃যায়। তার পর থেকেই পন্তকে স্পাইডারম্যান বলেও ডাকা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটমহলে। আইসিসি সোশ্যাল মিডিয়ায় পন্তের স্পাইডারম্যান রূপের একটি ছবিও পোস্ট করে।
এবার চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে উইকেটকিপিং করার সময় নতুন একটি গান গাইতে শোনা গেল পন্তকে। যদিও এটাকে গান না বলে স্বরচিত কবিতা বলাও ভুল হবে না। অভিষেককারী অক্ষর প্যাটেলকে উদ্🥂দীপ্ত করতেই উইকেটকিপিংয়ের সময় পন্ত হাস্যকর কব꧑িতা আবৃত্তি করেন।
দ্বিতীয় টেস্টে অস্ট্রে🅺লিয়ার প্রথম ইনিংসে জ্যাক লিচ ব্যাট করার সময় বল করছিলেন অক্ষর প্যাটেল। ৫৩তম ওভারের চতুর্থ বল করার পর পন্ত অক্ষরকে আরও আগে বল ফেলতে বলেন। আরও একটু ফুল লেনথ বল করার পরামর্শ দেওয়ার সময় পন্তকে বলতে শোনা যায়, ‘থোড়া সা আগে, ౠথোড়া সা আগে/ মিলখা সিং ভাগে/ প্যায়ারা অক্ষর থোড়া জাগে।’
তার আগে ওলি পোপ ব্যাট করার সময় ঋষভকে বলতে শোনা যায়🤡, ‘🍸ওলি পোপ কো ললিপপ দো/ বল ঘুমেগা তো ইয়ে ঝুমেগা।’
ব্রিসবেন টেস্টে টিম 🐎পেইন ব্যাট করার সময় পন্তকে অদ্ভূত একটি গান গাইতে শোনা যায়। উইকেটের পিছনে পন্ত গেয়ে ওঠেন, ‘অ্যাইসে ওয়েব ফেকো ওয়েব/ স্পাইডারম্যান, স্পাইডারম্যান/ তুনে চুরায়া মেরে দি♎ল কা চ্যান।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।