পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ২টি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়🐼েছে ভারত। এবার বি-গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছেন হরমনপ্রীত কউররা। এই ম্যাচ জিতলেই ভারতের মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। স্বাভাবিকভাবেই ব🉐্রিটিশদের বিরুদ্ধে লিগের তৃতীয় ম্যাচটি ভারতের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে।
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম ইংল্যান্ড মহিলা টি-২০ বিশ্বকাপের বি-গ্রুপের ম্য়াচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে𓃲 নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। চোখ রাখা যাক দু'দলের সম্ভাব্য একাদশে।
ভারতের সম্ভাব্য একাদশ: স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর (ক্যাপ্ট𒆙েন), দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, রিচᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚা ঘোষ (উইকেটকিপার), রাধা যাদব, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: সোফিয়া 🦄ডাঙ্কলি, ড্যানি ওয়াট, অ্যালিস ক্যাপসি, ন্যাট সিভার, হেথার নাইট (ক্যাপ্টেন)🌳, অ্যামি জোনস (উইকেটকিপার), ক্যাথেরিন ব্রান্ট, সোফি একলেস্টোন, চার্লি ডিন, সারা গ্লেন ও লরেন বেল।
আরও পড়ুন:- WPL 2023: উইমেন্স প্রিমিয়র লিগে RCB-র ক্যাপ্টেন কে? জানিয়🍸ে দিলে♏ন কোহলি-ডু'প্লেসি
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ:-
১৮ ফেব্রুয়ারি, ২০২৩ (শনিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ-বি'র ম্যাচটি:-
সেন্টಞ জর্জেস পার্ক (পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা)।
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম🌸্যাচ। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভ🐲ারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি এদেশে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হ🤡বে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে। এছাড়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
উল্লেখ্য, ভারত যদি এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে বি-গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। ইংল্যান্ডকে হারালে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে ইংল্যান্ড অথবা পাকিস্তান, কোনও এক দলের পক্ষে ৬ পয়েন্টে পৌঁছ♚নো সম্ভব হবে।
বি-গ্রুপের পয়েন্ট টেবিল:-
১. ইংল্যান্ড: ২ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট +২.৪৯৭)
২. ভারত: ২ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট +০.৫৯০)
৩. পাকিস্তান: ২ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +১.৫৪২)
৪. ওয়েস্ট ইন্ডিজ: ৩ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট -০.৯১৩)
৫ আয়ারল্যান্ড: ৩ 𝓀ম্যাচে ০ পয়েন্ট (নে🔯ট রান-রেট -১.৯৮৯)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।