ভারতের ৫০তম ওয়ান ডে কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করার দিনে রায়পুরে অভিনব এক ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রে𒁏মীরা। এমন এক ঘটনা, যা আগে কখনও দেখা গিয়েছে কিনা সন্দেহ।
টস জেতার পরে ব্যাটিং নেবেন নাকি বোলিং, সেটা নির্ধারণ করতে এত সময় লাগাতে দেখা যায়নি আর কোনও ক্যাপ্টেনকে, যেমনটা দেখা গেꦿল রোহিতের ক্ষেত্রে। হায়দরাবাদের মতো রায়পুরেও টস জেতেন রোহিত শর্মা। তবে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ যখন তাঁর কাছে জানতে চান যে, তিনি শুরুতে ব্যাটিং করবেন নাকি ফিল্ডিং করবেন, রোহিতকে মাথায় হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সচরাচর ম্যাচের আগে টিম মিটিংয়েই স্থির হয়ে যায় যে, টস জিতলে দল ব্যাটিং করবে নাকি বোলিং। ক্যাপ্টেন আগে থেকেই নিশ্চিত থাকেন বলে টস জয়ের সঙ্গে সঙ্গেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এক্ষেত্রে রোহিত ভুলে গিয়েছিলে🐻ন যে, টসের আগে টিম মিটিংয়ে কী স্থির করা হয়েছিলꦆ।
আরও পড়ুন:- ILT20: ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি ꦚআন্দ্রে রাসেলের, তবু লজ্জার হার নাইট রাইডার্সের
হিটম্যানকে টস জয়ের পরে গভীর চিন্তায় মগ্ন দেখায়। আসলে তিনি মনে করার চেষ্টা করছিলেন টিম মিটিংয়ে কী আলোচনা হয়েছিল। পাশে দাঁড়িয়ে রীতিমতো হাসতে থাকেন কিউয়ি দলনায়ক টম লাথাম এবং ম্যাচ রেফারি শ্রীনাথ। ভাবনা-চিন্তাꦿর পরে রোহিত শেষে জান⛎িয়ে দেন যে, তাঁরা শুরুতে বোলিং করবেন।
আ🐎রও পড়ুন:- U19 Women's World Cup: বি🐎শ্বকাপে জিম্বাবোয়েকে হারিয়ে ইতিহাস গড়ল ইন্দোনেশিয়া
রোহিত যখন মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, পিছনে দাঁড়িয়ে মজা দেখছিলেন যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দররা। তাঁরা সম্ভবত বুঝে উঠতে পারছিলেন না যে, টসের পরে কী চꦏলছে। পরে রবি শাস্ত্রী রোহ💯িতের কাছে জানতে চান, তিনি কী ভাবছিলেন। জবাবে রোহিত বলেন, ‘দলের মধ্যে অনেক কিছু আলোচনা হয়েছিল। আমি মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’
পরক্ষণে হিটম্যান টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে বলেন, ‘গত ম্যাচে আমরা বোলারদের চ্যালেঞ্জের মুখে ফেলার জন্যই টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। শিশিরের মাঝে ফ্ℱলাডলাইটে ব্যাট করা সহজ হয়। ব্রেসওয়েল অসাধারণ ব্যাট করে গত ম্যাচে। শেষমেশ আমরা স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হই। এখানে আগের দিন প্র্যাক্টিসের সময় শিশির পড়তে দেখেছি। কিউরেটর বলছিলেন ম্যাচের দিন তেমন একটা শিশির থাকবে না। তবে কিউরেটরের কথায় নয়, আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ীই রান তাড়া করার সিদ্ধান্ত নিই।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।