ভারত-পাকিস্তান𒊎 ম্যাচকে ঘিরে হুহু করে বাড়ছে উন্মাদনা। মেয়েদের ক্রিকেট ম্যাচকে ঘিরে সমান উন্মাদনা রয়েছে। কমনওয়েলথ গেমসের আকর্ষণের কেন্দ্রে এই ম্যাচ। ইতিমধ্যে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচক ঘিরে ইংল্যান্ডে উন্মাদনার পারদ তুঙ্গে। হুহু করে বিকোচ্ছে টিকিট।
যা তথ্য পাওয়া গিয়েছে তার থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বার্মিংহ্যাম গেমসের ১২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের প্রায় সব টিকিট। এর থেকেই পরিষ্কার এই ম্য⭕াচকে ঘিরে উন্মাদনা কতটা তুঙ্গে।
আরও পড়ুন: CWG 2022-মূল দলে নেই রিচা ঘোষ, পাকিস্তানের সঙ্গে𝐆 খেলা ৩১ জুলাই
এ বারের কমনওয়েলথ গেমস প্রথম বার ক্রিকেট খেলা হচ্ছে। তাও রোহিত শর্মা🌼, বিরাট কোহলি, বাবর আজমদের লড়াই নয়। হবে মহিলাদের ক্রিকেট। কিন্তু তাতে উন্মাদনার এতটুকু ঘাটতি নেই।
আর🌼ও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে টপকে ICC ওমেনস চ্যাম্পিয়ন꧒শিপ টেবিলের এক নম্বরে ভারত
৩১ জুলাই হরমনপ্রীত কাউর, স্মৃতি মন্ধানারা মুখোমুখি হবেন পাকিস্তানের। তার আগে থেকেই সুদূর ইংল্যান্ডেই উত্তাপ ছড়াচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে রোহিত শর্মার দলের সাফল্য ভারতের মহিলা দলকেও তাতিয়ে দিয়েছে। তাদের নিয়েও বেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚড়েছে আগ্রহ।
বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড বলেছেন, ‘ক্রিকেটর তিন-চারটি ম্যাচের প্রায় সব টিকিট শেষ। সেমিফাইনাল, ফাইনাল ছাড়া ভারত-পাক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমি নিজেও ক্রিকেটের বড় ভক্ত। ভারত এবং পাকিস্তান এক গ্রুপে থাকা আগ্রহ তুঙ্গে। ভারতের ছেলে𝕴দের দল দারুণ ক্রিকেট খেলে যাওয়ায় উৎসাহ আরও বেড়েছে। কয়েক দিনের মধ্যে বাকি থাকা অল্প টিকিটও বিক্রি হয়ে যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।