বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে হারতে হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। তবে নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচে জয় তুলে নেয় ভারত। সুতরাং, বিশ্বকাপ শুরুর আগে প্রয়োজ🧔নীয় আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পেরেছিলেন মিতালিরা। যদিও বিশ্বকাপ অভিযানের শুরুতেই ভারতকে সামলাতে হয় পাকিস্তানের কঠিন চ্যালেঞ্জ। ভারত-পাকিস্তান ম্যাচে যে ক্রিকেটারদের বাড়তি স্নায়ুর চাপ সামলাতে হয়, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তবে সেই চাপ সামলে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নেন মিতালিরা।
ম্যাচের সেরা পূজা
দলের প্রয়োজনের সময় ৫৯ বলে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচের স༒েরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পূজা বস্ত্র♔কার।
কোহলিদের হারের বদল নিলেন মিতালিরা
গত টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারতের ছেলেরা। এবার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তাকে হারিয়ে সেই হারের বদলা নিলেন মিতালিরা। মেয়েদের বিশ্বকাপে এই নিয়ে চারবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ৪টি ম্যাচেই জয় তুলে নেয় ভরত। উল্লেখযোগ্য বিষয় হল, মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প🍌াকিস্তান কখনও হারাতে পারেনি ভ🍒ারতকে। এই নিয়ে ১১টি ম্যাচে মুখোমুখি হয় দুই প্রতিদ্বন্দ্বী দেশ। ১১ বারই ভারতের কাছে হারতে হয় পাকিস্তানকে।
১০৭ রানে জয় ভারতের
ভারতের ৭ উইকেটে ২৪৪ রানর জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৩ ওভারে🥀 ১৩৭ রানে অল-আউট হয়ে যায়। ভারত ১০৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে পাকিস্তানকে। ডায়না বেজ ২টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ২৪ রান করে মেঘনা সিংয়ের শিকার হন। তিনি হরমনপ্রীত কউরের হাতে ধরা পড়েন। আমিন ১০ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ঝুলন ২৬ রানে ২টি, মেঘনা ২১ রানে ১টি, রাজেশ্বরী ৩১ রানে ৪টি, দীপ্তি ৩১ রানে ১টি ও স্নেহ রানা ২৭ রানে ২টি উইকেট দখল করনে।
ঝুলন গোস্বামী ২৬/২
পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম💧্যাচে ঝুলন গোস্বামী ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন🌜 ১টি মেডেন-সহ ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে।
৪০ ওভারে পাকিস্তান ১২৭/৯
৪০ ওভার শেষে পাকি🔯স্তানের সংগ্রহ ৯ উইকেটে ১২৭ রান। জয়ের জন্য ভারতের দরকার ১টি মাত্র উইকেট। ডায়না ২২ বলে ১৭ রান করেছেন। ২ রানে ব্যাট করছেন আমিন।
সান্ধুর উইকেট তুলে নিলেন রানা
৩৬.৫ ওভারে নাশরা সান্ধুর উইকেট তুলে নিলেন স্নেহ রানা। ৫ বল খেলে খাতা খোলার আগেই রিচার দস্তানায় ধরা পড়েন সান্ধু। পাকিস্তান ১১৪ রানে ৯ উই꧃কেট হারায়। ক্রিজে শেষ ব্যাটার আনাম আমিন।
নওয়াজকে ফেরালেন রাজেশ্বরী
৩৫.৫ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সিদরা নওয়াজ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১২ রান করেন পাক তারকা। পাকিস্তান ১১৩ রানে ৮ উইকেট হারায়। ৪ উইকেট নেন রাজেশ্বরী। ক্রিজে নতুন ব্🥀যাটার নাশরা সান্ধু।
রাজেশ্বরীর তৃতীয় শিকার ফতিমা
৩৩.১ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে এলবিডব্লিউ হন ফতিমﷺা সা💜না। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ১৭ রান করেন ফতিমা। পাকিস্তান ৯৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ডায়না বেজ। ম্যাচে রাজেশ্বরীর এটি তৃতীয় শিকার। ৩৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১০৪/৭।
আলিয়ার উইকেট তুলে নেন রাজেশ্বরী
২৯.৬ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে আলিয়া রিয়াজকে স্টাম্প আউট করেন রিচা ঘোষ। ২৩ বলে ১১ রান করে মাঠ ছাড়েন আলিয়া। পাকিস্তান ৮৭ রানে ৬ উ🐠ইকেট হারায়। ক্রিজে 🍌নতুন ব্যাটার সিদরা নওয়াজ।
নিদার উইকেট তুলে নিলেন ঝুলন
২৩.১ ওভারে ঝুলনের বলে ✤রিচার দস্তানায় ধরা পড়েন নিদা দার। ১০ বলে ৪ রান করে মাঠ ছাড়েন পাক তারকা। পাকিস্তান দলগত ৭০ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্ꦦযাটার ফতিমা সানা।
সিদরা আমিনকে ছেঁটে ফেললেন ঝুলন
২🦹১.২ ওভারে ঝুল গোস্বামীর বলে উইকেটকিপার রিচার দস্তানায় ধরা পড়েন সিদরা আমিন। ৩টি🤪 বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৩০ রান করেন আমিন। পাকিস্তান দলগত ৬৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার আলিয়া রিয়াজ।
ওমাইমার উইকেট তুলে নিলেন রানা
১৯তম ওভারে প্রথমবার স্নেহ রানার হাতে বল তুলে দেন মিতালি। রানা দ্বিতীয় বলেই তুলে নেন ওমাইমার উইকেট। ১৮.২ ওভারে রানার বলে দীপ্তির হাতে ধরা পড়েন পাক তারকা। ৪ বলে ৫ রান করেন তিনি। পাকিস্তান ৫৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্য🍬াটার নিদা দার। ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৬ꦫ৫ রান।
দীপ্তির শিকার মারুফ
১৭.৪ ওভারে দীপ্তি শর্মার বলে রিচা ঘোষের দস্তানায় ধরা পড়েন বিসমাহ মারুফ। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৫ রান করেন পাক তারকা। পাকিস্তান✅ ৫৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ওমাইমা।
১৫ ওভারে পাকিস্তান ৪৩/১
১৫ ওভার শেষে পাকিস্তান ১ উইকেটের বিনিময়ে ৪৩ রা🐼ন তুলেছে। ৪৭ বলে ২৩ রান করেছেন সিদরা꧂ আমিন। ১৫ বলে ৮ রান করেছেন মারুফ।
জাভেরিয়া আউট
জাভেরিয়াকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন রাজেশ্বরী। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন গায়কোয়াড়। ১০.৬ ওভারে ঝুলনের হাতে ধরা পড়েন জাভেরিয়া। ১টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১১ রান করেন তিনি। পাকিস্তান দলগত ২৮ রানে ১ উইকে🍎ট হারায়। ক্রিজে নতুন ব্যাটার বিসমাহ মারুফ।
৭ ওভারে পাকিস্তান ৮/০
আঁটোসাটো বোলিং ভারতের। ৭ ওভারে কোনও উইকেট না হারালেও মাত্র ৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তা🅺ন। সিদরা ২৬ বলে ৬ রান করেছেন। ১৬ বলে ১ রান করেছেন জাভেরিয়া। ঝুলন ৪ ওভারে ১টি মেডেন-সহ🌳 মাত্র ৭ রান খরচ করেছেন। মেঘনা ৩ ওভারে ২টি মেডেন নিয়েছেন। তিনি মাত্র ১ রান খরচ করেছেন।
পাকিস্তানের রান তাড়া করা শুরু
পাকিস্তানের হয়ে ওপেন♉ করতে নামেন জভেরিয়া খান ও সিদরা আমিন। ভারতের হয়ে বোলিং🤪 শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে ৪ রান ওঠে।
ভারত ৫০ ওভারে ২৪৪/৭
ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য পাকিস্তানের দরকার ২৪৫। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন স্নেহ রানা। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৬ রান করে নট-আউট থাকেন ঝুলন গোস্🍸বামী।
পূজা আউট
৪৯.১ ওভারে ফতিমা সানার বলে বোল্ড হন পূজা বস্ত্রকার। স্নেহ রানাকে সঙ্গে নিয়ে রেকর্ড পার্টনারশিপ গড়া পূজা ৮টি বাউন্ডার⭕ির সাহায্যে ৫৯ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। ভারত ২৩৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ঝুলন গোস্বামী।
হাফ-সেঞ্চুরি স্নেহ রানার
৪টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্নেহ রানা। ভা✤রত ৪৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩৬ রান তুলেছে। পূজা ܫ৬৭ ও রানা ৫১ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি পূজার
৬টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পূজা বস্ত্রকার। ভারত ৪৭ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৫ রান তুলেছে। পূজা ৫১ বলে ৫৫ রান করেছেন। রানা অপরাজিত রয়েছেন ৪১ বলে ৪৩ রান করে। সপ্তম উইকেটেꦚর জুটিতে দু'জনে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন।
২০০ টপকাল ভারত
ভারতকে বিপর্যয়ের 🐟হাত থেকে উদ্ধার করেন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার। একসময় ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে বসা ভারতকে অবিচ্ছেদ্য জুটিতে ২০০ রানের গণ্ডি পার করালেন দুই তারকা। ৪৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২০৭ রান। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন পূজা। তিনি ৪৭ বলে ৪৯ রান করেছেন। ৩৯ বলে ৪১ রান করেছেন স্নেহ রানা। পূজা ৬টি ও রানা ৩টি বাউন্ডারি মেরেছেন।
১৫০ টপকাল ভারত
এ🌺কসময় ভারতের স্কোর ছিল ১ উই🐎কেটে ৯৬ রান। সেখান থেকে ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। ২১ থেকে ৩৪ ওভার পর্যন্ত কোনও বাউন্ডারি মারতে পারেনি ভারত। পূজা ব্যাট হাতে ক্রিজে আসার পর ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে। ইনিংসের ৪০তম ওভারে ভারত দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায়। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৬০। ২৯ বলে ৩৩ রান করেছেন পূজা। তিনি ৫টি বাউন্ডারি মেরেছেন। ২১ বলে ১০ রান করেছেন স্নহ রানা।
মিতালি আউট
৩৩.১ ওভারে সান্ধুর বলে ডায়নার হাতে ধরা পড়েন মি💝তালি রাজ। ৩৬ বলে ৯ রান করেন ভারতের ক্যাপ্টেন। ভারত ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। ক্রিজে নতুন ব্যাটার♕ পূজা বস্ত্রকার। ৩৬ ওভারে ভারতের স্কোর ১২৯/৬।
রিচা ঘোষ আউট
৩০.৫ ওভারে নিদা দারের বলে বোল্ড হলেন রিচা ঘোষ। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন ভারতের উ♍ইকেটকিপার। ভার♏ত দলগত ১১২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা।
হরমনপ্রীত আউট
২৮.৪ ওভারে নিদা দারের বলে এলবিডব্লিউ হলেন হরমনপ্রীত কউর। প্রস্তুতি ম্যাচে শতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন হরমনপ্রীত। তবে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বক🙈াপের প্রথম ম্যাচে ১৪ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি। ভারত ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে। ক্রিজে নতুন ব্যাটার রিচা ঘোষ। ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১১১ রান। মিতালি ৭ রানে ব্যাট করছেন।
স্মৃতি মন্ধনা আউট
বড়সড় ধাক্কা লাগল ভারতীয় শিবিরে। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে আউট হয়ে বসেন স্মৃতি মন্ধনা। ২৪.১ ওভারে আনাম আমিনের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন স্মৃতি। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৫ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন ভারꦓতীয় ওপেনার। ভারত দলগত ৯৮ রানের মাথায় তিন উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর। সুতরাং, ব্যাট হাতে লড়াই 🐷শুরু ভারতের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন জুটির। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১০০/৩।
দীপ্তি আউট
মন্ধনা হাফ-সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরের বলেই আউাট হন দীপ্তি শর্মা। ২১.৬ ওভারে সান্ধুর বলে বোল্ড হন দীপ্তি। ২টি বাউন্ডারির সাহায্যে ৫☂৭ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত দলগত ৯৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটܫার ক্যাপ্টেন মিতালি।
হাফ-সেঞ্চুরি মন্ধনার
৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি ⛄মন্ধনা। ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় তারকার এটি ২১ নম্বর হাফ-সেঞ্চুরি। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করার পরেই মন্ধনা 𒀰ওয়ান ডে ক্রিকেটে ২৫০০ রানের মাইলস্টোন টপকে যান। মাত্র ৬৫টি ইনিংসে এমন মাইলস্টোন টপকে যান তিনি।
২০ ওভারে ভারত ৮৭/১
জমাট পার্টনারশিপ স্মৃতি মন্ধনা ও দীপ্তি ওশর্মার। ভারত ২০ ওভার শেষে ১ উইকেটের বিনিম🦄য়ে ৮৭ রান তুলেছে। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন মন্ধনা। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ৪৭ রান করেছেন। ৪৮ বলে ৩৪ রান করেছেন দীপ্তি শর্মা।
৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত
ইনিংসের ১৩তম ওভার দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। স্মৃতি মন্ধনা ৪৬ বলে ৩০ রান করেছেন। ২৮ বলে ১৬ রান🐼 করেছেন দীপꦉ্তি শর্মা।
১০ ওভারে ভারত ৩৩/১
শুরুতেই শেফালির উইকেট খুইয়ে সতর্ক শুরু ভারতের। ১🔴০ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩৩ রান তুলেছে। স্মৃতি মন্ধনা ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ২৩ রান সংগ্রহ করেছেন। দীপ্তি শর্মা করেছেন ১৬ বলে ৮ রান।
৫ ওভার শেষে ভারত ১৫/১
৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ১৫ রান তুলেছে। স্মৃতি মন্ধনা ১১ রানে অপরাজিত রয়েছেন। ২২ বলে💮র ইনিংসে তিনি ১টি বাউন্ডারি মেরেছেন। দীপ্তি শর্মা ব্যাট করছেন ব্যক্তিগত ২ রানে।
শেফালি আউট
২.৬ ওভারে ডায়নার বলে বোল্ড হয়ে🐟 সাজঘরে ফিরলেন শেফালি বর্মা। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি শেফালি। ভারত দলগত ৪ রানে ১ উইকেট হারায়। মন্ধনার সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন দীপ্তি শর্মা।
ম্যাচ শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেন ডায়না বেজ। প্রথম ওভারে ৩ রান ওঠে। দ্বি๊তীয় ওভারে বল করতে এসে আনাম আমিন কোনও রান খরচ করেননি। সুতরাং, ২ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩ রান।
পাকিস্তানের প্রথম একাদশ
জাভেরিয়া খান, সিদরা আমিন, বিসমাহ মারুফ (ক্যাপ্টেন), ওমাইমা সোহেল, নিদা দার, আলিয়া রিয়াজ, ফতিমা সানা, সিদরা নওয়াজ (উইকেটকিপার), ডায়না বেজ,ཧ নাশরা সান্ধু, আনাম আমিন।
ভারতের প্রথম একাদশ
স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, মিতালি রাজ (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, হরমনপ্রীত কউর, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, ম🐈েঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার।
টস জিতল ভারত
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ক্যাপ্টেন মিতালি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, মাউন্ট মাউনগানಌুইয়ে রান তাড়া করবে পাকিস্তান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।