পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচটি ছিল বিরাট কোহলির কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। অর্থাৎ বাবর আজমদের বিরুদ্ধে শেষ ম্যাচে বিরাট আন্তর্জাতꦇিক টি-২০ খেলার সেঞ্চু𒐪রি করেছেন। এবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে আরও একটি বিরল 'সেঞ্চুরির' সামনে দাঁড়িয়ে রয়েছেন কোহলি।
পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ছক্কা হাঁকানোর সেঞ্চুরি করতে পারেন বিরাট। ১০০ ছক্কার মাইলস্টোন ছুঁতে কোহলির দরকার মাত্র ৩টি ছক্কা। বিরাট এখনও পর্যন্ত কেরিয়ারের ১০১টি আন্তর্জাতিক টি-২০ ম্🐲যাচের ৯৩টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে ৯৭টি ছক্কা হাঁকিয়েছেন।
রবিবার বাবরদের বিরুদ্ধে ৩টি ছক্কা হাঁকালে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-༺২০ ক্রিকেটে ১০০টি ছক্কা মারার নজির গড়বেন কোহলি। তাঁর আগে কেবল রোহিত শর্মা এমন কৃতিত্ব অর্জন করেছেন। হিটম্যান ১৩৪টি ম্যাচের ১২৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৫টি ছক্কা মেরেছেন।
মাইলস্টোনে পৌঁছলে সার্বিকভাবে ইতিহাসের দশম ব꧒্যাটসম্যান হিসেবে এমন নজির গড়বেন কোহলি। দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কারা এই বিরল নজির গড়তে সক্ষম হয়েছেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ বা তারও বেশি ছক্কা মারা ক্রিকেটাররা:-১. মার্টিন গাপ্তিল: ১৭২২. রোহিত শর্মা: ১৬৫৩. ক্রিস গেইল: ১২৪৪. ইয়ন মর্গ্যান: ১২০৫. অ্যারন ফিঞ্চ: ১১৭৬. পল স্টার্লিং: ১১১৭. এভিন লুইস: ১১০৮. কলিন মুনরো: ১০৭৯. ডেভিড ওয়ার্নার: ১০০
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।