প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছিল, কেপ টাউনে ৪ রানে তৃতীয় ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকার বির🐼ুদ্ধে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতীয় দলকে। এরপরেই ভারতীয় দল তথা লোকেশ রাহুলের অধিনায়কত্বের দিকে তীব্র সমালোচনা ধেয়ে এসেছে। তবে রাহুল দ্রাবিড় কিন্তু এসব নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করছেন না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই নিয়ে নিজেদের দ্বিতীয় সিরিজ খেলছে ভারতীয় দল। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে একগুচ্ছ সিনিয়ার ক্রিকেটার অনুপস্থিত ছিলেন। সেইদিক বিচার করে দেখতে গেলে এই দক্ষিণ আফ্রিকা সিরিজই অনেকের কাছে প্রথম সিরিজ। সেইদিকে ইঙ্গিত করে সিরিজ হারের পর ভারতীয় কোচ দ্রাবিড় জানান, ‘গত বিশ্বকাপের পর থেকে আমরা খুব বেশি ওয়ান ডে ক্রিকেট খেলিনি। আমাদের হাতে পরের বিশ্বকাপের আগে এখনও অনেকটা সময়🌸 রয়েছে। আমার মনে হয় এটাই নিজেদের ভুলত্রুটি থেকে শিক্ষা নেওয়ার ভাল সময়। আমরা নিঃসন্দেহে আরও ভাল করব।’
প্রোটিয়াদের হয়ে কুইন্টন ডি ককের শতরানের জবাবে শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি অর্ধশতরান করার পর দীপক চাহারের ৩৪ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে জয়ের দোরগোড়ায় চলে আসে ভারতীয় দল। তবে তীরে এসেই তরী ডুবল। চাহারের ব্যাꦏটিংয়ে কিন্তু বেশ প্রভাবিত দ্রাবিড়। তাঁর মতে চাহাররা ভারতীয় দলকে গভীরতা প্রদান করবে। ‘ওর (চাহার) এবং শার্দুলের মতো ক্রিকেটারদের ব্যাট করতে পারাটা নিঃসন্দেহে আমাদের বিকল্প বাড়ায়। এমন অনেকেই আছে যারা পরবর্তী বছরের মধ্যে নিজেদের আরও উন্নতি ঘটিয়ে আমাদের দলকে প্রয়োজনীয় গভীরতা প্রদান করতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।