ꦉ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে রাসি ভ্যান ডার দাসেনের আউটকে ঘিরে উত্তাল ক্রিকেটমহল। লাঞ্চের ঠিক আগে শার্দুল ঠাকুরের বলে দাসেন ঋষভ পন্তকে ক্যাচ দিয়ে আউট হন। তবে পরে রিপ্লেতে বল পন্তের দস্তানায় পৌঁছানোর আগে মাটিতে ড্রপ খেয়েছে বলেই মনে হয়। এই নিয়েই যত বিতর্ক।
🍨দাসেন বিতর্কিত আউটের পর কোনো প্রতিবাদ না জানিয়েই ক্রিজ ছাড়ার প্রসঙ্গে ধারাভাষ্যরত সুনীল গাভাসকর বলেন, ‘ও তো ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আজকাল কেউ আউট হয়েও ক্রিজ ছাড়তে চায় না। সম্ভবত সকলেরই আজকাল দামি দামি গাড়ি রয়েছে এবং সেই কারণেই ওরা হাঁটায় অভ্যস্ত নয়। আমি জানি না কেন ভ্যান ডার দাসেন ক্রিজ ছেড়ে বেরিয়ে যায়। হয়তো এর মাধ্যমে এটাই বোঝাচ্ছে যে এত দূর থেকে আমরা স্লো মোশনে দেখে মনে করছি বল ঠিকভাবে কিপারের কাছে পৌঁছয়নি, তবে সেই নিয়ে দাসেনের কোনো দ্বিমত রয়েছে বলে তো ওকে দেখে মনে হয়নি।’
💎গাভাসকরের বিরুদ্ধে গিয়ে আরেক ধারাভাষ্যকার মাইক হেজমান কিন্তু স্পষ্ট জানিয়ে দেন, যে তাঁর মতে বল আগে মাটিতে পৌঁছে গিয়েছে। ওই ঘটনার ঠিক পরেই লাঞ্চের সময় আলোচনা সভায় আরেক ধারভাষ্যকার পমি এমবাঙ্গুয়া সরাসরি গাভাসকরের মন্তব্য টেনে বলেন, ‘যদি দামি গাড়ি এবং হাঁটা, ইত্যাদি তত্ত্ব নিয়ে কথা উঠে, তাহলে বলব, আম্পায়ার কিন্তু ওকে আগেই আউট দিয়ে দিয়েছিল। নতুবা, ওর ক্রিজ ছাড়ার কোনো দরকার ছিল না। তারপরেই মাঝরাস্তায় রিপ্লে দেখে মনে হয়ছে হয়তো, বলটাতো কিপারের কাছে পৌঁছয়নি।’
꧅এই বিষয়ে প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটার আরেও জানান, ‘ভাল করে ভ্যান ডার দাসেনের মাথাটা লক্ষ্য করলে বোঝা যাবে ও বলের দিকে তাকায়নি, তাই ও জানেও না কী হয়েছে। আর রিভিউয়ের কথা উঠলে বলব যদি ব্যাটের কোণা না লাগে, তাহলেই লোকে রিভিউ নেয়, বল আগে পড়েছে বলে নয়। ওর ব্যাটের কোণায় বল লেগেছিল এবং তাইজন্য ওর মনে হয়েছে ও আউট।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।