আইপিএল শেষের ﷽পরেই শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ভারত। আইপিএলে ফিটনেস এবং ফর্ম, দুইই প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরেছেন হাꦆর্দিক পান্ডিয়া। আর পান্ডিয়া ফিরতেই বেঙ্কটেশ আইয়ারের ভবিষ্যত নিয়ে শুরু হয়ে জল্পনা।
হার্দিকের অনুপস্থিতিতে দলে অলরাউন্ডার হিসাবে বেঙ্কটেশকে সুযোগ দেওয়া হয়েছিল। তবে তারকা অলরাউন্ডার ফেরায়, বেঙ্কটেশের যে দলের বাইরে বসার সম্ভাবনাই বেশি, তা সকলেই জানেন। তবে বেঙ্কটেশ কিন্তু হার্দিককে প্রতিযোগী হিসাবে মনে করছেন না, বরং তাঁর থেকে শিখতেই আগ্রহী তিনি। Sports ⭕Tiger-কে এক সাক্ষাৎকারে বেঙ্কটেশ বলেন, ‘হার্দিক একজন সুপারস্টার। ওর থেকে অনেক ক༒িছু শেখার আমার কাছে এটা বড় সুযোগ। ও দেশের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছে এবং আশা করছি আগেও জেতাবে। আমাদের মধ্য়ে কোনও প্রতিযোগিতা নেই। ও আমার থেকে অনেক এগিয়ে। আমি বরং ওর সঙ্গে খেলতেই মুখিয়ে রয়েছি।’
এ বারের আইপিএলে ইতিমধ্যেই হার্দিক ৪১৩ রান করার পাশাপাশি চারটি উইকেটও নিয়েছেন। অপরদিকে, ১৬.০৫-র গড় ও ১০৭.৬৯-র স্ট্রাইক রেটে মাত্র ১৮২ রান করা বেঙ্কটেশের এই মরশুমটা অনেকটা দুঃস্বপ্নের মতোই কেটেছে। এই বিষয়ে কেকেআর তারকার মত, ‘আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে🐈ছি এবং আমার প্রক্রিয়া এবং অ্যাপ্রোচ, দুইই সঠিক ছিল। নিজের সাধ্যমতো সবটা করায় আমার কোনও আক্ষেপ নেই। তবে হ্যাঁ, মানত꧂ে অসুবিধা নেই ম্যাচে ঠিকঠাক ফলাফল পাইনি আমরা, যা খুবই হতাশাজনক। তবে পরবর্তী মরশুমগুলিতে আমরা ভাল করব, কারণ আমাদের দলে সঠিক ধরনের খেলোয়াড়রাই রয়েছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।