শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নেওয়ার সুবাদে কিংবদন্তি কপিল দেবেকে টপকে যান রবিচন্দ্রন অশ্বিন। আপাতত ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হলেন অশ্বিন। তাঁর সংগ্♔রহে রয়েছে ৮৫ টেস্টে ৪৩৬টি উইকেট। কপিল দেব ১৩১টি টেস্টের বর্ণোজ্জ্বল কেরিয়ারে ৪৩৪টি উইকেট নিয়েছেন।
ভারতীয়দের মধ্যে অশ্বিনের সামনে রয়েছেন শুধু অনিল কুম্বলে। তিনি ১৩২টি টেস্টে ৬১৯টি উইকেট নিয়েছেন। সার্বিকভাবে টেস্টে সব থেকে বেশি উইক🌼ღেট নেওয়া বোলারদের তালিকায় ৯ নম্বরে রয়েছেন অশ্বিন।
কপিল দেবের মতো কিংবদন্তির রেকর্ড ভাঙা নিঃসন্দেহে তৃপ্তি দেবে যে কোনও ক্রিকেটারকে। সেই সঙ্গে আরও সামনের দি﷽কে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করাও স্বাভাবিক। অশ্বিনও ব্যতিক্র💟ম নন। কপিলকে টপকে যাওয়ার পর নিজের অনুভূতি লুকিয়ে রাখেননি রবিচন্দ্রন।
সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ‘২৮ বছর আগে গ🌊্রেট কপিল দেবের উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডের পরে আমি আনন্দে মেতে উঠেছিলাম। তখন আমার বিন্দুমাত্র ধারণা ছি🦄ল না যে, আমি একজন অফ-স্পিনার হব, দেশের হয়ে ক্রিকেট খেলব এমনকি মহান মানুষটির উইকেট সংখ্যাকে ছাপিয়ে যাব। এখনও পর্যন্ত এই খেলা আমাকে যা দিয়েছে, তাতে আমি অভিভূত এবং কৃতজ্ঞ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।