মুম্বই এবং পুনের উত্তেজনাপূর্ণ ম্যাচের পর, ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের অ্যাকশন শেষ পর্যায়ে পৌঁছে ছিল। গুজরাতের রাজকোট শহরের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচের পরে ১-১ এ সমতায় ছিল। সকলেই জানতেন সিদ্ধান্ত হবে রাজকোটে। সেটাই হল জিতল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারত তার প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন না করলেও ভানুকা রাজাপক্ষকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা।
৪৪ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। প্রথম উইকেট শিকার করলেন অক্ষর প্যা🐎টেল। কুশল মেন্ডিস ১৫ বল খেলে ২🎶৩ রান করে উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মেন্ডিস।
07 Jan 2023, 09:09 PM IST
৪ ওভারে শ্রীলঙ্কা ৩৭/০
চতুর্থ ওভারে বল করতে আসেন শিবম মাভি। তিনি এসে শ্রীলঙ্কার ইনিংসের রান♋ে ব্রেক কোষেছেন। দিলেন ছয় রান।
07 Jan 2023, 09:04 PM IST
৩ ওভারে শ্রীলঙ্কা ৩১/০
বড় রান তাড়া করতে নেমে ধীরে ধীরে ইনিংসকে এগ🦄িয়ে নিয়ে যাচ্ছেন শ্꧑রীলঙ্কার ব্যাটর মেন্ডিস ও নিসাঙ্কা।
07 Jan 2023, 08:59 PM IST
২ ওভারে শ্রীলঙ্কা ১৭/০
আ꧅র্শদীপের উপর ভরসা দেখালেন হার্দিক পান্ডিয়া। তবে নো বল না করলেও তিনটে ওয়াইড দিলেন তিনি। নিজের এ🉐ই ওভারে দিলেন ১১ রান।
২ বলে চার রান করে সাজঘဣরে ফিরলেন দীপক হুডা। ভারত হারা🤡ল তাদের পঞ্চম উইকেট।
07 Jan 2023, 08:17 PM IST
১৬ ওভারে ভারতের স্কোর ১৭৮/৪
এই ওভারে হার্দিক আউট হলেও সূর্যের ঝড় চল꧅ছেই। ১৪ ꧋রান নিল ভারত।
07 Jan 2023, 08:14 PM IST
আউট হার্দিক
মাত্র চার রান করে রাজিথার বলে ধনঞ্জꩲয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হার্দিক♌ পান্ডিয়া।
07 Jan 2023, 08:11 PM IST
১৫ ওভারে ভারতের স্কোর ১৬৪/৩
১৫ ওভারের শেষ ভারত ১৬৪ করেছ🍌েন। তবে এই ওভারে গিলের উইকেট নিলেন হাসারাঙ্গা💝।
07 Jan 2023, 08:09 PM IST
বোল্ড. আউট গিল
হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল। ৩৬ বলে ৪৬ রান করলেন তিনি। চার রানের🌜 জন্য অর্ধশতরান মিস করলেন।
07 Jan 2023, 08:07 PM IST
১৪ ওভারে ভারতের স্কোর ১৫৪/২
ব্যাট হাতে ঝড় তুলেছেন সূর্যকুমার যাদব। এই ওভারে ২৩ রান নিল ভারত। এই ওভারে দুটো ছক্ক🌠া ও ২ চার হাঁকালেন দুই ব্যাটার।
07 Jan 2023, 08:02 PM IST
১৩ ওভারে ভারতের স্কোর ১৩১/২
দিশান মধুশঙ্কার এই ওভারে ১৮ রান নিল ভারত। সূর্য করলেন অর্ধশতরান। গিল খেলছেনꦯ ৩২ বলে ৩৪ রান করে।
07 Jan 2023, 08:00 PM IST
২৬ বলে ৫১ রান
অর্ধশ𒊎তরান করলেন সূর্যকুমার যাদব। ১৩তম ওভারে অর্ধশতরান করলেন তিনি। চার ও ছক্কার বন্যা বয়ে চলেছে। চারটে চার ও ত
07 Jan 2023, 07:56 PM IST
১২ ওভারে ভারতের স্কোর ১১৩/২
১২তম ওভারে ৯ রান নিল ভ༒ারত। হাসারাঙ্গার এই ওভারে চার বা ছক্কা মারতে পারেননি গিল ও♈ সূর্য।
07 Jan 2023, 07:53 PM IST
১১ ওভারে ভারতের স্কোর ১০৪/২
গিল করেছেন ২৮ বলে ২৯ রান, সূর্যকুমার যাদব করেছ💟েন ২০ বলে ৩৬ রান। চামিকা করুনারত্নের ওভারে ১২ রান নিল ভারত।
07 Jan 2023, 07:45 PM IST
১০ ওভারে ভারতের স্কোর ৯২/২
দারুণ শুরু করল টিম ইন্ডিয়া। ইশান𒀰-রাহুল আউট হয়ে যেতে সূর্য-গিল ইনিংসের হাল ধরেছেন। বড় ইনিংসের পথে
07 Jan 2023, 07:42 PM IST
৯ ওভারে ভারতের স্কোর ৮৫/২
শুভমন গিল ২৫ বল✅ে ২৬ রান করেছেন এবং ১১ বলে ২০ রান করে খেলছেন সূর্যকুমার যাদব।
07 Jan 2023, 07:39 PM IST
৮ ওভারে ভারতের স্কোর ৭৭/২
করুনারত্নের ওভারে ১৪ রান নিল ভারত।
07 Jan 2023, 07:34 PM IST
৭ ওভারে ভারতের স্কোর ৬৩/২
হাসারাঙ্গা সপ্তম ওভারে বল করতে এসেছিলেন। এই ওভারে ভারত ১০ রান নিল। ꦡএই ওভারে গিল একটি বড় ছক্কা হাঁকালেন।
07 Jan 2023, 07:30 PM IST
৬ ওভারে ভারতের স্কোর ৫৩/২
ভালো মন্দ মিশিয়ে শেষ হ𝓰ল প্রথম পাওয়ার প্লে। যাতে ভারত করল ৫৩ রান কিন্তু ২টি উইকেট তুলে নিল শ্রীলঙ্কা।
07 Jan 2023, 07:29 PM IST
আউট রাহুল ত্রিপাঠী
করুনারত্নের বলে দিলশান মধুশঙ্কার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রাহ🍸ুল ত্রিপাঠী। ১৬ বলে ৩৫ রান করলেন তিনি।
07 Jan 2023, 07:23 PM IST
পঞ্চম ওভার ৩৯/১
মাহিশ থিকসানাকে বলে আনলেন শ্রীলঙ্কা🤪র অধিনায়ক দাসুন শানাকা। তবে থিকসানার পরীক্ষা নিলেন রাহুল ত্রিপাঠী। এই ওভারে তিনটি চার মারলেন রাহুল।
07 Jan 2023, 07:20 PM IST
চতুর্থ ওভার ২৭/১
ম্যাচের রাশ ধরা👍🍷র চেষ্টা করছেন গিল ও ত্রিপাঠী। ইশান কিষাণ আউট হতে একটু চাপে রয়েছে টিম ইন্ডিয়া।
07 Jan 2023, 07:16 PM IST
তৃতীয় ওভার ২২/১
জ্বলে উঠ🦩লেন শুভমন গিল। তৃতীয় ওভারে ১ꦗ৫ রান লিন ভারত। ১১ বলে ১০ রান করলেন গিল। রাহুল ত্রিপাঠী ৫ বলে ৯ রান করলেন।
07 Jan 2023, 07:11 PM IST
দ্বিতীয় ওভার ৭/১
দ♔্বিতীয় ওভারে কোনও রানই করতে পারলেন না গিল ও ত্রিপাঠী। মেডেন নিলেন রাজিথা।
07 Jan 2023, 07:07 PM IST
প্রথম ওভার ৭/১
প্রথ💞ম ওভারে ৭ রান দিয়ে এক উইকেট তুলল শ্রীলঙ্কা। দিলশান মধুশঙ্কার বলে ধনঞ্জয় দি সিলভার হাতে ক্যাচ দিলেন 🐽ইশান কিষাণ।
07 Jan 2023, 07:05 PM IST
আউট
ভারতের প্র🐓থম উইকেটের পতন, আউট হলেন ইশান কিষাণ। ২ বলে ১ রান করে আউট হলেন ইশান।𝓡 ভারতের স্কোর ০.৪ ওভারে ৩/১ রান। মধুশঙ্কার বলে ধনঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তি
07 Jan 2023, 07:00 PM IST
টস জিতল ভারত
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারত তার প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন না করলেও ভানুকা রাজাপক্ষকে বꩵাদ দ🐬িয়েছে শ্রীলঙ্কা।