র🐷ান-আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন বললেও কম বলা হবে। বরং বলা 𓄧ভালো যে, ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে রান-আউট করলেন না ওবেদ ম্যাককয়। যদিও কেন করলেন না, সেই প্রশ্নের জবাব দিতে পারবেন কেবল ক্যারিবিয়ান তারকাই।
ম্যাককয়ের এমন ভুলকে ব্রেনফেড বলা ছাড়া উপায় নেই। ব্যাটসম্যান ক্রিজের অনেক বাইরে। ফিল্ডারের ছোঁড়া বল ধরে স্টাম্পে লাগানোর উপক্রমও করেন ওবেদ। তবে কোনও কারণে বল স্টাম্পে লাগাননি 🌺তিনি। পিছন ফিরে দেখেন ব্যাটসম্যান তখনও🥃 পৌঁছননি ক্রিজে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম𓂃 টি-২০ ম্যাচে𒅌র লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
ভারতীয় ইনিংসের ১৭.৩ ওভারে ঘটে এমন অবাক করা ঘটনা। দীনেশ কার্তিক লংয়ে শট খেলেই রান নিতে দৌড়ন। কার্তিক দু'রানের ডাক দিলে তাতে সাড়া দেন অশ্বিন। তবে শরীর ছুঁড়েও তাঁর পক্ষে যথা সময়েꦬ ক্রিজে পৌঁছনো সম্ভব ছিল না। এক্ষেত্রে বল ধরে দাঁড়িয়ে থাকেন ওদেব। তিনি কোনওভাবে বেল ফেলে দিলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হতো অশ্বিনকে।
আরও পড়ুন:- পন্ত থাকতে গুরুদায়𒁃িত্📖ব কেন পান্ডিয়ার হাতে? তবে কি দৌড়ে পিছিয়ে পড়ছেন ঋষভ?
অশ্বিন শেষমেশ ১০ বলে ১৩ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি ছক্কা হাঁকান। ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। টিম ইন্ডিয়ার হয়ে সব থেকে বেশি ৬৪ রান করেন♚ ক্যাপ্টেন রোহিত শর্মা। দীনেশ কার্তিক ১৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।