প্রথম সারির তারকাদের ছাড়াই তিন ম্যাচের 💧ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার প্রায় পূর্ণ শক্তির টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ টি-২০꧒ সিরিজে ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করার। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বরাবর শক্তিশালী দল। তাই কাজটা সহজ হবে না রোহিত শর্মাদের। যদিও সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের একতরফাভাবে পরাজিত করে টিম ইন্ডিয়া।
ম্যাচের সেরা কার্তিক
৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে অপরাজিত🎃 ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্য༒াচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দীনেশ কার্তিক।
৬৮ রানে জয় ভারতের
ভারতের ৬ উইকেটে ১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২২ রানে আটকে যায়। ৬৮ রানের বড় ব্যাবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেন রোহিত শর্মারা। কীমো পল ১৯ ও জোসেফ ৫ রানে নট-আউট থাকেন। 🐼বিষ্ণোই ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইেকট দখল করেন।
শেষ ওভারে দরকার ৮০ রান
জౠয়ের জন্য শেষ ওভারে ৮০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। তারা ১৯ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১১ রান সংগ্রহ করেছে। অর্শদীপ সিং ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। কীমো পল ৯ ও আলজারি জোসেফ ৪ রানে ব্যাট করছেন।
২ ওভারে দরকার ৮৫ রান
জয়ের জন্য শেষ ২ ওভারে ৮৫ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। তারা ১৮ ওভারে ৮๊ উইকেটের বিনিময়ে ১০৬ রান সংগ্রহ করেছে। জাদেজা ৪ ওভারে ২৬ রানের বিনিমಌয়ে ১ উইকেট নিয়েছেন।
অর্শদীপের শিকার আকি
১৬.৩ ওভারে আকিল হোসেনকে বোল্ড করে সাজঘরে ফেরান অর্শদীপ সিং। ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১১ রান করেন আকিল। ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলজ🔜ারি জোসেফ। ১৭ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৮ܫ উইকেটে ১০৪ রান।
১০০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ
কষ্ট করে ১০০ ছুঁল ওয়েস্ট ই꧅ন্ডিজ। ১৬ ওভারে তাদের স্কোর ৭ উইকেটে ১০০ রান। ১৪ বলে ১১ রান করেছেন আকিল হোসেন। ১০ বলে ৩ রান করেছেন কীমো প♍ল। জয়ের জন্য ৪ ওভারে ৯১ রান দরকার ক্যারিবিয়ানদের।
স্মিথের উইকেট তুলে নিলেন বিষ্ণোই
১৩.২ ওভারে বিষ্ণোইয়ের বলে স্মিথকে স্টাম্প আউট করেন ঋষভ পন্ত। ২ বল খেলে কোনও রান করেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৮৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কীমো পল। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন আকিল। ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ৯৬ রান। বিষ্ণোই ২ ওভারে ১৩ রানে ২ উইক𒀰েট নিয়েছেন।
অশ্বিনের শিকার হেতমায়ের
১২.৪ ওভারে অশ্বিনের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন হেতমায়ের। ১টি চার ও ১টি ছক্কার সাহা꧂য্যে ১৫ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন শিমরন। ওয়েস্ট ইন্ডিজ ৮৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওডিন স্মিথ। অশ্বিন ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
পাওয়েলকে ফেরালেন বিষ্ণোই
১১.১ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পাওয়েল। ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৪ রান করেন রোভম্যান। ওয়েস্ট ইন্🅺ডিজ ৮২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকিল হোসে𝓡ন। ১২ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৫ উইকেটে ৮৫ রান।
সাজঘরে পুরান
৮.২ ওভারে অশ্বিনের বলে পন্ত🌞ের দস্তানায় ধরা পড়েন পুরান। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন নিকোলাস। ওয়েস্ট ইন্ডিজ ৬৬ রানে ৪ উইকেট হ♏ারায়। ব্যাট করতে নামেন হেতমায়ের। ৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৬৭ রান।
৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর 🌟৩ উইকেটে ৫২ রান। ১২ বলে ১৩ 📖রান করেছেন পুরান। ৬ বলে ২ রান করেছেন পাওয়েল।
ভুবির শিকার ব্রুকস
৫.২ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড♐ হয়ে সাজঘরে ফেরেন ব্রুকস। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২০ রান করে মাঠ ছাড়েন ব্রুকস। ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্য়ান পাওয়েল। ষষ্ঠ ওবারে কোনও রান ওঠেনি। সুতরাং, পাওয়ার প্লেত🌌ে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৩ উইকেটে ৪২।
হোল্ডারকে ফেরালেন জাদেজা
২.৬ ওভা♛রে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জেসন হোল্ডার। ৪ ব😼ল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পুরান।
মায়ের্সকে ফেরালেন অর্শদীপ
দ্বিতীয় ওভারে অর্শদীপের প্রথম বলে ছক্কা মারেন মায়ের্স। দ্বিতীয় বলে চার মারেন তিনি। তৃতীয় বলে ভুবনেশ্বর কুমারের হাতে ধরা পড়ে যান মায়ের্স। ২টি চার🌳 ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান ওপেনার। ওয়েস্ট ইন্ডিজ ২২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার।
আক্রমণাত্মক শুরু ওয়েস্ট ইন্ডিজের
ক্যারিবিয়ানদের হয়ে ওপেন করতে নামেন ব্রুকস ও মায়ের্স। বোলিং শুরু করেন ভুবনেশ্বর। প্রথম ওভারে ১১ র🧸ান ওঠে। ১টি করে চার মারেন দুই ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৯১
ভারত নꦡির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯০ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৯১ রান। দীনেশ কার্তিক ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। অশ্বিন নট-আউট থাকেন ১০ বলে ১৩ রান করে। তিনি ১টি ছক্কা হাঁকান।
হোল্ডারের ওভারে ২১ রান
১৯তম ওভারে হোল্ডারের বলে ১টি ছক্কা মারেন অশ্বিন। কার্তিক ১টি চার ও ১টি ছক্কা হাঁকান। ওভারে মোট ২১ রান ওঠে। ১৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৬ উইকেটে 𓃲১৭৫ রান। কার্তিক ১৪ বলে ২৭ রান করেছনে। অশ্বিন ৯ বলে ১২ রান সংগ্রহ করেছেন। হোল্ডার ৪ ওভারে ৫০ রান খরচ করে ১টি উইকেট নেন।
১৫০ টপকাল ভারত
১৮ ওভারে টিম ইন্ডিয়ার সং🍰গ্রহ ৬ উইকেটে ১৫৪ রান। ১০ বলে ১৪ রান করেছেন দীনেশ কার্তিক। ৬ বলে ৫﷽ রান করেছেন অশ্বিন।
জাদজা আউট
১৫.৬ ওভারে আলজারি জোসেফ তুলে নেন রবীন্দ্র জাদেজার উইকেট। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৬ রান করেন জাদে꧙জা। ভারত ১৩৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অশ্বিন। কার্তিক ৬ রানে ♒ব্যাট করছেন।
রোহিত শর্মা আউট
বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ১৪.৫ ওভারে জেসন হোল্ডার ফিরিয়ে দিলেন ক্যাপ্টেন 𒆙রোহিত শর্মাকে। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে হেতমায়েরের হাতে ধরা পড়েন হিটম্যান। ভারত ১২৭ রানমে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ১৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৩১ রান। জাদেজা ১১ বলে ১৫ রান করেছেন।
হার্দিক আউট
রোহিত হাফ-সেঞ্চুরি করার ঠি꧙ক পরেই আউট হয়ে মাঠ ছাড়েন হার্দির পান্ডিয়া। ১১.৫ ওভারে আলজারি জোসেফের বলে ম্যাককয়ের হাতে ধরা পড☂়ে যান হার্দিক। ৩ বলে ১ রান করেন পান্ডিয়া। ভারত ১০২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি রোহিতের
৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫🦋 বলে ব্যক⭕্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। সেই সঙ্গে দলকেও ১০০ রানের গণ্ডি পরা করান হিটম্যান।
পন্ত আউট
৯.৬ ওভারে কীমো পলের বলে আকিল হোসেনের হাতে ধরা দেন ঋষভ পন্ত। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করেন তিনি। ভারত ৮৮ রানে ৩ উইতেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৪০ রান করে অপর✃াজিত রয়েছেন রোহিত।
ভারতকে টানছেন রোহিত
৯ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে🥂 ৭৩ রান। রোহিত ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলেﷺ ৩৩ রান করেছেন। ৯ বলে ৬ রান করেছেন ঋষভ পন্ত।
৫০ ছুঁল ভারত
৭ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫০ রান। রোহিত ♔শর্মা ১৯ বলে ১৮ রান করেছেন। ৩ বলে ২ রান করജেছেন ঋষভ পন্ত।
শ্রেয়স আইয়ার আউট
৫.৫ ওভারে ওবেদ ম্যাককয়ের বলে আকিল হোসেনের হাতে ধরা দেন শ্রꦬেয়স আইয়ার। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি শ্রেয়স। ভারত ৪৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। রোহিত ১৬ রানে ব্যাট করছেন।
সূর্যকুমার আউট
৪.৪ ওভারে আকিল হোসেনের বলে জেসন হোল্ডারের হাতে ধরা পডꦡ়েন সূর্যকুমার যাদব। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৪ রান করেন তিনি। ভারত ৪৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।
ঝড় তুললেন সূর্যকুমার
৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৩ ಞরান। ১৫ বলে ২৪ রান করেছেন সূর্যকুমার যাদব। ৯ বলে ১৪ রান করেছেন রোহিত শর্মা।
আগ্রাসী শুরু ভারতের
২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২০✅ রান। দ্বিতীয় ওভারে হোল্ডারের বলে ১টি ছক্কা মারেন রোহিত। ১টি চার মারেন যাদব। রোহিত ৯ ও যাদব ১০ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরু, ওপেনে পন্ত
সূর্যকুমার যাদবকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন ওবেদ ম্যাককয়। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত। চতুর্থ বলে চার মারেন সূর্যক♐ুমার। প্রথ🐟ম ওভারে ৫ রান ওঠে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
শামারহ ব্রুকস, শিমরন হেতমায়ের, ওডিন স্মিথ, কাইল মায়ের্স, কীমো পল, নিকোলাস পুরান (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার⛎, ওবেদ ম্যাককয়, আকিল হোসেন ও আলজারি জোসেফ।&nb൲sp;
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), দী💎ন🦩েশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও অর্শদীপ সিং।
টস জিতল ওয়েস্ট ইন্ডিজ
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতল ওয়েস্ট ইন📖্ডিজ। ক্যারিবিয়ান দলনায়ক নিকোলাস পুরান টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, ব্রায়ান লারা স্টেডিয়ামে টিম ইন্ডিয়া টস হেরে শু♔রুতে ব্যাট করবে।
ছিটকে গেলেন লোকেশ রাহুল
চোটের জন্য বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন লোকেশ রাহুল। চোট সারিয়ে প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টিম 🌱ইন্ডিয়ার টি-২০ স্কোয়াডে ফিরলেও করোনা আক্রান্ত হওয়ায় ক্যারিবিয়ান সফরে উড়ে যাওয়া🐭 হয়নি রাহুলের। অবশেষে শুক্রবার বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, লোকেশ রাহুলকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে বোর্ডের মেডিক্যাল টিম। তাই টি-২০ সিরিজে তিনি মাঠে নামতে পারবেন না। তাঁর পরিবর্তে জাতীয় নির্বাচকরা সঞ্জু স্যামসনকে টি-২০ স্কোয়াডে জায়গা করে দিয়েছেন। স্যামসন ওয়ান ডে সিরিজের তিন ম্যাচেই মাঠে নামেন।
ভারতের টি-২০ স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্ত, হার্দিಞক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্ষাল প্যাটেল, অর্শদীপ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।