ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃ♏তীয় তথা♉ সিরিজ নির্ধারক ওডিআই-এ বিরাট কোহলি যে খেলবেন না, বোঝাই গিয়েছিল। তবে রোহিত শর্মাকে নিয়ে জল্পনা ছিল। কিন্তু তিনিও খেলছেন না। দলকে ফের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। মেগা ম্যাচে আরও একবার তরুণ ক্রিকেটারদের নিয়েই পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সিরিজের দ্বিতীয় ম্যাচেও কোহলি আর রোহিত খেলেননি। সেই ম্যাচেও হার্দিকই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং ম্যাচটি ভারত হেরেছিল। এই ম্🐭য়াচটি তাই সিরিজ নির্ধারক🗹 হয়ে উঠেছে। মঙ্গলবার তৃতীয় ওডিআই-এ আরও একবার টস হারলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ভারতকে ব্য়াট করতে হবে।
আরও পড়ুন: আমারও কুসংস্কার রয়েছে- খেল☂তে নেমে তাই কী করেন রিঙ্কু? জানালেন KKR তারকা
টসের পর হার্দিকের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, ‘ভারত এক দশকেরও বেশি সময় ধরে ওয়েস্ট ই꧙ন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ হারেনি। এই ট্রেন্ড অধিনায়ক হিসেবে নিশ্চয়ই ভাঙতে চাইবেন না?’ জবাবে অবাক করার মতো কথা বলেন হার্দিক। তিনি ম্যাচ শুরুর আগেই যেন হেরে বসে থাকলেন। বললেন, ‘হারলে বিষয়টা একেবারে অনন্য হবে।’ ম্যাচের আগে দলের অধিনায়কের এমন উত্তর সম্ভবত কারও কাছেই প্রত্যাশিত নয়।
এদিকে চ্যালেঞ্জিং ম্যাচে দুই সিনিয়র- রোহিত এবং কোহলিকে বসিয়ে রাখা❀ নিঃসন্দেহ ভারতীয় টিম ম্যানেজমেন্টের সাহসী সিদ্ধান্ত। যদিও টিম ইন্ডিয়া এই ম্যাচের প্রথম একাদশে একজোড়া রদবদল করে। বাদ পড়েন উমরান মালিক এবং অক্ষর প্যাটেল। দলে ঢুকেছেন রুতুরাজ গায়কোয়াড় ও জয়দেব উনাদকাট।
দ্বিতীয় ম্যাচে প্রথমে বোলিং করেই সাফল্য পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 𒉰তাই এই ম্যাচেও তারা সেই ধারা ধরে রাখল। ভারতও প্রথম ম্যাচে রান তাড়া করেই জিতেছিল। সতেজ উইকেটের সুবিধা যাতে বোলাররা পান, সেই কারণেই প্রথম🐷ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে উইন্ডিজ দলে কোনও পরিবর্তন করেনি। যাইহোক ভারত কি পারবে, তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জিতে, ওডিআই সিরিজ জয়ের ধারা ধরে রাখতে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।