চড়-থাপ্পড় নয়, তবে কিল-ঘুষি-চাঁটি কোনও কিছুই বাদ গেল না। মাথা থ🎶েকে পিঠ পর্যন্ত যুজবেন্দ্র চাহালের উপর মুহুর্মুহু আছড়ে পড়ল সতীর্থর হাত। রীতিমতো ঘাড় ধরে পেটানো হল টিম ইন্ডিয়ার তারকা স্পিনারকে। পাশে বসে নির্বিকার রইলেন বিরাট কোহলি। বিন্দুমাত্র হেলদোল নেই জয়দেব উনাদকাটের মধ্যেও। বরং বলিউডের অ্যাকশন মুভি দেখার মতো প্রসন্নচিত্তে চাহালের পিটুনি খাওয়া উপভোগ করলেন জয়দেব।
ব্রিজটাউনের দ্বিতীয় ওয়ান ডে ღম্যাচে মারকাটারি ক্রিকেট দেখা না গেলেও ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চে দেখা গেল তুমুল মারামারি❀। যদিও মারামারি নয়, শুধু মার বলাই ভালো। কেননা যুজি চাহাল এক্ষেত্রে মুখ বুজে সহ্য করলেন সব অত্যাচার।
প্রাথমিকভাবে মনে𝔉 হতে পারে ভারতের ড্রেসিংরুমের পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে, সতীর্থরা নিজেদের মধ্যে মারไামারি শুরু করেছেন। তবে তেমনটা নয় মোটেও। চাহাল যেখানে উপস্থিত থাকেন, সেখানে এমন মারদাঙ্গার পরিবেশ তৈরি হওয়া কার্যত অসম্ভব। বরং হাসি-ঠাট্টার হট্টগোল শুনতে পাওয়া অতি স্বাভাবিক বিষয়। ব্রিজটাউনে ঠিক তেমনই মজাদার পরিবেশ দেখা যায় ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চে।
সিরিজের দ্বিꦫতীয় ম্যাচে মাঠে নামেননি রোহিত ও কোহলি। প্রথম একাদশে সুযোগ হয়নি চাহাܫল-উনাদকাটের। তাঁরা পাশাপাশি বসে খেলা দেখছিলেন। যুজির মস্করায় অতিষ্ট হয়ে ক্যাপ্টেন রোহিত মজার ছলেই দু-চার ঘা বসিয়ে দেন চাহালের পিঠে। স্বাভাবিকভাবেই এমন মজাদার লড়াই কোহলিদের কাছে উপভোগ্য মনে হয়। স্পষ্ট বোঝা যায় যে, ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ বেশ ফুরফুরে।
ম্যাচের পরে অবশ্য ভারতীয় ꦬক্রিকেটারদের মুখ ভার হওয়া স্বাভাবিক। কেননা লো-স্কোরিং দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয় টিম ইন্ডিয়াকে। ফলে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-১ সমতা ফেরায় ক্যারিবিয়ান দল।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ওপেনিং জু🐎টিতে ৯০ রান তুলে ফেলে। হাফ-সেঞ্চুরি করেন ইশান কিষান। তবে তার পরেই টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামে। মাত্র ১৮১ রানে অল-আউট হয়ে যায় ভারত। ইশান ৫৫, গিল ৩৪ ও সূর্যকুমার ২৪ রান করেন।
পালটা ব্♊যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ܫে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮২ রান তুলে নেয়। ৬৩ রানের লড়াকু ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ক্যারিবিয়ান দলনায়ক শাই হোপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।