ভারত হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছে, কিন্তু তাদের বোলাররা যে ভাবে পারඣফর্ম করেছে তাতে খুশি অধিনায়ক রোহিত শর্মা। ১৩৯ রানের টার্গেট ডিফেন্ড করেও খেলাকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন বোলাররা। হেরেও তাই খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
কিন্তু ব্যাটিং নিয়ে একটা চিন🐷্তা থেকেই যাচ্ছে। প্রথম ম্যাচে যে আহামরি ব্যাটিং হয়েছে, তা নয়। রোহিত শর্মা এবং দীনেশ কার্তিকের সৌজন্য তরী পার করেছিব ভার🃏ত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো ব্যাটররা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন: টপলির পর এ বার অখ্যা✤ত লেফট আর্ম বোলার ম্যাকয়ের সামনেই কাবু ভারত, হল বিশ্ব রেক꧅র্ড
এ দিকে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ ওভারে আবেশ খানকে বল করতে পাঠানো নিয়েও উঠেছে প্রশ্ন📖। শেষ ওভারে ১০ রান দ✱রকার ছিল। অনভিজ্ঞ আবেশকে বল তুলে দেওয়া হলে, প্রথম বলটি তিনি নো করেন। পরের ২টি বলে যথাক্রমে ৬ আর ৪ হাঁকিয়ে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। আবেশ সামান্য কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
আরও ꦫপড়ু💎ন: পরীক্ষা করার জন্য আবেশকে শেষ ওভার, হারের পর ব্যাখ্যা রোহিতের
তবে রোহিতের যুক্তি, ‘এটি সবই সুযোগ দেওয়ার বিষয়। আমরা ভুবনেশ্বরকে জানি, ও কী করতে পারে, জানি। কিন্⭕তু আপনি যদি আবেশ বা আর্শদীপকে সুযোগ না দেন, তাহলে ভারতের হয়ে ডেথ ওভারে বল করার মানে কী, সেটা ওরা কখনও-ই বুঝ♍ে উঠতে পাবে না। আইপিএলে ওরা সেটা করেছে। শুধু একটি ম্যাচের জন্য আতঙ্কিত হওয়ার দরকার নেই। ওদের সমর্থন এবং সুযোগ প্রয়োজন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।