আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল।ꦺ টেস্ট ফর্ম্যাটে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ভরসা জোগচ্ছেন ২১ বছরের তরুণ। ওপেনিং জুটিতে তাঁর আর রোহিতের যুগলবন্দি যেন নতুন ফুল ফোটাচ্ছ🌃ে।
ডমিনিকাতে প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা মিলে ২২৯ রানের ওপেনিং জুটি গড়েন। চলতি দ্বিতীয় টেস্টেও তাঁরা ♔সেই ধারা অব্যাহত রাখে। তাঁরা বৃহস্পতিবার ১৩৯ রানের পার্টনারশিপ করে ভারতকে আরও একটি শক্তিশালী ভিত গড়তে সাহায্য গড়েছেন।
যশস্বী ৫৭ করে আউট হন। আর রোহিত করে🔜ন ৮০ রান। অল্পের জন্য রোহিত তাঁর শতরান মিস করেন। তবে রোহিত এবং যশস্বীর তৈরি করা ভিতের উপর দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারত চ🐬ার উইকেটে ২৮৮ রান করে। ওপেনিং জুটিতে তাঁদের এই সাফল্যের পিছনে আসল রহস্য শেষ পর্যন্ত উদ্ঘাটন করেছেন যশস্বী।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ দেখতে আমদাবাদের হাসপাতালে ভর্তি হওয়ার হি⛦ড়িক
জয়সওয়াল বলেছেন, ‘অবশ্যই রোহিত ভাইয়ার সঙ্গে ব্যাট করা সত্যিই চমৎকার বিষয়। আমরা সব সময়ে পরিস্থিতি নিয়ে ভাবি 🦄এবং কী ভাবে আমরা এগিয়ে যেতে পারি, সেটা নিয়ে পরিকল্পনা করি। ওর সঙ্গে ব্যাট করতে বেশ ভালো লাগে।’ ভারত প্রথম টেস্ট এক ইনিংস এবং ১৪১ রানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে।
বৃহস্পতিবার ৫৭ রান করে আউট হওয়ায় হতাশ ত𒐪রুণ ওপেনার। যশস্বী বলেছেন, ‘আমি হতাশ। ভেবেছিলাম শতরান করতে পারব। কিন্তু সেটা হল না। তবে এটা ক্রিকেটে হয়। শিখছি এখনও। আমি সব সময়ে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে পরের বার উন্নতি করার চেষ্টা করি।’
আরও পড়ুন☂: ফের ১০০ পার করল ভারতের ওপেনিং জুটি, রোহিত-যশস্বী হাত ধরে হল ইতিহা🌄স
প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটারদের কাছ থেকে তিনি কী ধরনের পরামর্শ নেন, জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, ‘প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে। এবং সকলে নিজের মতো করে সেগুলি শেখানোর চেষ্টা করেন। আমি সব কিছু শুনতে পছন্দ 🔥করি। এবং যেটা আমার খেলার উন্নতিতে সাহায্য করবে, আমি সেটা করার চেষ্টা করব।’ তিনি যোগ করেছেন, ‘তথ্য পাওয়া, অভিজ্ঞতা পাওয়া, তাদের কাছ থেকে ছোট, ছোট জিনিস শেখাটাও অবিশ্বাস্য।’
সব ফরম্যাটে রান করার ক্ষুধা কি তার কারণ জানতে চাইলে 21 বছর বয়সী এই যুবক বলেন, ‘আমার সব সময়ে♐ই ইচ্ছে যে, আমি যদি ব্যাট করতে যাই, চেষ্টা করব, দলের জন্য আমার সেরাটা দিতে এবং আমি কী ভাবে সেরা অবদান রাখতে পারি, সেটা নিয়েও ভাবনাচিন্তা করে থাকি। প্রতিটি ম্যাচে ভালো পারফর্ম করার মানসিকতা নিয়ে মাঠে নামি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।