কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মা ভারতীয় দলকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন ২০১৭ সাল থেকে। তবে পাকাপাকিভাবে টিম ইন্ডিয়ার টি-২০ ক্যাপ্টেন হয়েছেন গত বিশ্বকাপের পরে। সুতরাং, নেতৃত্বের স্থায়ীꦜ অধ্যায় শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। তাতেই বিরাট কোহলির থেকে সর্বকালীন একটি ক্যাপ্টেন্সি রেকর্ড ছিনিয়ে নিলেন হিটম্যান।
কলকতায় ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইট💯ওয়াশ করার পর রোহিত টি-২০ ক্যাপ্টেন হিসেবে বেশ কয়েকটা রেকর্ড গড়ে ফেলেন।
১. ভারত অধিনায়ক হিসেবে একটানা সব থেকে বেশি ৯টি 💮আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন রোহিত। তিনি পিছনে ফেলে দেন বিরাট কোহলির একটানা ৮টি টি-২০ জয়ের ন🐎জিরকে।
২. সার্বিকভাবে ক্যাপ্টেন꧂ হিসেবে একটানা আন্তর্জাতিক টি-২০ জয়ের নিরিখে পাকিস্তানের সরফরাজ আহমেদের রেকর্ড ছুঁয়ে ফেলেন রোহিত। দু'জনেই টানা ৯টি করে টি-২০ ম্যাচ জয়ে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে। সামনে রয়েছেন শুরু আফগানিস্তানের আসগর আফগান। তিনি ক্যাপ্টেন হিসেবে টানা ১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছেন।
৩. রোহিতের নেতৃত্বে এই নিয়ে মোট ৪꧙টি (শ্রীলঙ্কা ২০১৭, ওয়েস্ট ইন্ডিজ ২০২৮, নিউজিল্যান্ড ২০২১ ও ওয়েস্ট ইন্ডিজ ২০২২) আন্তর্জাজিক টি-২০ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। রোহিতই একমাত্র ভারত অধিনায়ক, যাঁর নেতৃত্বে ৩টি বা তারও বেশি টি-২০ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে দল।
৪. সরফরাজ আহমেদ (৫) ও আসগর আ🦩ফগানের (৪) পর ৪টি আন্তর্জাতিক টি-২০ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা তৃতীয় ক্যাপ্টেনে পরিণত হলেন রোহিত।
৫. রোহিতের নেতৃত্বে ভারত ২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ২১টি-তে জয় তুলে নেয়। ক্যাপ্টেন্সি কেরিয়ারের প্রথম ২৫টি টি-২০ ম্যাচের নিরিখে ভারতীয়দের🌊 মধ্যে সব থেকে সফল অধিনায়ক হলেন রোহিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।