অভিষেক টেস্ট খেলতে নেমেছেন। সেই পরিস্থিতিতে কিছুটা ঘাবড়ে থাকার কথা। কিন্তু যশস্বী জয়সওয়াল এবং ইশান কিষান যেন অন্য ধাতুতে গড়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একেবারে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন তাঁরা। প্রথম ইনিংসে উইকেটকিপিংয়ের সময় (যখন ক্যারিবিয়ানরা ব্যাটিং করছিলেন) টানা বকবক করতে শোনা যায় ইশানকে। সেরকম স্লেজিং না করলেও টানা কথা বলে যাচ্ছিলেন ভারতের তরুণ উইকেটকিপার। বোঝাই যাচ্ছিল যে ক্যারিবিয়ান ব্যাটারদের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন। যশস্বী অবশ্য কোনও মনস্তাত্ত্বিক চাপের ধার ধারেননি। বরং একবার দৌড়ানোর সময় তাঁর সামনে ওয়েস্ট ইন্ডিজের বোলার চলে আসায় সরাসরি হিন্দিতে ‘গালিগালাজ’ করতে শোনা 🅠যায়। যে ভিডিয়ো (ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: IND vs WI 1st Test Live: রবীন্দ্র জাদেজাকে স🌜ঙ্গে নিয়ে ভারতকে টানছেন বিরাট কোহলি
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্𒈔ধে প্রথম টেস্টে মাঠে নামার আগে যশস্বী এবং ইশানের হাতে ভারতীয় দল𒈔ের টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয়। আর প্রথমদিনেই স্টাম্প-মাইকে ইশানের লাগাতার বকবক ধরা পড়ে। ঋষভ পন্তের মতো পর্যায়ে না গেলেও ইশান থেমে থাকেননি। যখনই কোনও ক্যারিবিয়ান খেলোয়াড়ের ব্যাটের পাশ দিয়ে যখন বল বেরিয়ে যাচ্ছিল, তখন বিভিন্নরকম আওয়াজ করতে শোনা যায় ইশানকে। কাছেপিঠের মধ্যে ব্যাটাররা যখন রান নেওয়ার চেষ্টা করতে থাকেন, সেইসময় ব্যাটারদের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য কিছুটা চেঁচাতে শোনা যায়। আবার হিন্দিতে বলতে শোনা যায়, ‘সিঙ্গল নিল না, সিঙ্গল নিল না।’ সেইসঙ্গে সতীর্থদেরও বিভিন্ন নির্দেশ দিতে থাকেন ইশান।
প্রথম দিনে ইশানের মধ্যে সেই যে আগ্রাসী মনোভাব ধরা পড়ে, তা দ্বিতীয় দিনে সঞ্চারিত হয় যশস্বীর মধ্যে। বিরাট কোহলির সঙ্গে ব্যাটিংয়ের সময় ১০৩ তম ওভারের পঞ্চম বলে দ্𝓡রুত রান নিতে দৌড়ান ভারতের বাঁ-হাতি ওপেনার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সেইসময় তাঁর রান-আপের সামনে চলে আসেন ক্যারিব🍃িয়ান কেমার রোচ। যশস্বী সরে যাওয়ায় দু'জনের মধ্যে ধাক্কা হয়নি। রানটা পূরণ করেই ওই ভিডিয়োয় (ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) যশস্বীকে কিছু বলতে শোনা যায়।
ওই ভাইরাল ভিডিয়োয় যে অডিয়ো (ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) আছে, সেই অনুযায়ী, বোলারের রেগে গিয়ে তাঁকে হিন্দিতে গালিগালাজ করেন। বিরাটকে বলতে শোনা যায়, ‘কী?’ যশস্বী বলেন, ‘(আমার) সামনে’ দাঁড়িয়ে গিয়েছিল।' 🐭বিরাটকে বলতে শোনা যায়, ‘কে এ?’ তখন যশস্বীকে ‘হ্যাঁ’ বলতে শোনা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।