জি🐬ম্বাবোয়ের দেওয়া ১৯০ রান তাড়া করতে নেমে নয়া রেকর্ড গড়♔ে ফেললেন শিখর ধাওয়ান-শুভমন গিল। তাঁরা জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম উইকেটে ১৯২ রান করে জয় এনে দেন ভারতকে। প্রথম ওডিআই-এ ১০ উইকেটে জয় পায় ভারত। সেই সঙ্গে ২৪ বছর আগের সচিন তেন্ডুলকর এবং কেএল রাহুলের করা রেকর্ড ভেঙে দিল ধাওয়ান-গিল জুটি।
এর আগে জিম্বাবোয়েতে ১৯৯৮ সালে সচিন এবং রাহুল জুটিতে ১৮০ রান করেছিলেন। এটাই ছিল গত ২৪ বছরে জিম্বাবোয়েতে করা ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সেই রেকর্ডই এ দিন ভেঙে দিলেন ধাওয়ান-গিল। তাঁরা সচিন-রাহুলকে ছাপিয়ে ১৯২ রানের পার্টনারশিপ করে নতুন রেকর্ড গড়লেন। এখন জিম্বাবোয়ের বিরুদ্ধে ধাওয়ান-গিল জুটির করা ১৯২ রানই সর্বোচ্চ পার্টনারশিপ। মাঝে ২০১৩ সালে শিখর ধাওয়ান এবং দীনেশ 😼কার্তিক জুটি জিম্বাবোয়েতে ১৬৭ রান কর🎃েছিল। তবে এ দিন সব কিছু টপকে গেলেন ধাওয়ান-গিল।
আরও পড়ুন: প্রথম জয়ের স্বাদ পেলেন অধিনায়ক রাহুল, ১০ উইকেটে গুঁড়িয়ে গেল জিম্বা🙈বোয়ে
টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠায় ভারত। তবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। ৩১ বলে ৪ উইকেট হারিয়ে বসে থাকে জিম্বাবোয়ে। ১০০𓆉 রানের আগে পড়ে যায় আরও ২ উইকেট। তবে পাঁচে ব্যাট করতে নেমে অধিনায়ক রেগিস ဣচাকাবভা দলের হাল ধরার কিছুটা চেষ্টা করেছিলেন। ৫১ বলে ৩৫ করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন তিনি। যার পর আরও চাপে পড়ে জিম্বাবোয়ে।
আরও পড়ুন: টেলএন্ডারদের আউট করতে না🐭 পারার রোগ ফের প্রকট, রেকর্ড করল জিম্বাবোয়ে
১১০ রানের মধ্যে ৮ উইকেট পড়ে গিয়েছিল জিম্বাবোয়ের। কিন্তু সেখান থেকে নবম উইকেটে ৭০ রান যোগ করেন ব্র্যাড ইভান্স এবং রিচার্ড এনগারাভা। এনগারাভা ৪২ বলে ৩৪ রান করে আউট হয়ে গেলেও, ইভান্স ২৯ বলে ৩৩ করে অপরাজিত থাকেন। আর এই দুই ক্রিকেটারের সৌজন্যেই ১৮৯ রানে পৌঁছয় জিম্বাবোয়ের ইনিংস। তা না হলে আরও খারাপ দশা হত জিম্বাবোয়ꦚের। কারণ বাকিরা কেউ ১৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, প্রসিধ কৃষ্ণ এবং অক্ষর প্যাটে๊ল। এক উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ভারতের সামনে জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য রাখে জিম্বাবোয়ে।
সেই রান তাড়া করতে নেমে শুভমন গিল এবং শিখর ধাওয়ান মিলে কোনও উইকেট না হারিয়ে🥀 জয় এনে দেন ভারতকে। শিখর ধাওয়ান ১১৩ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। শুভমন গিল ৭২ বলে অপরাজিত ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন। যার নিট ফল ৩০.৫ ওভারে ১৯২ রান করে ফেলে টিম ইন্ডিয়া। স💟েই সঙ্গে ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।