দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা মনে রাখার মতো হল না ভারতীয়-এ দলেরജ। চার দিনের প🔴্রথম বেসরকারি টেস্টের প্রথম দিনে একতরফা দাপট দেখায় দক্ষিণ আফ্রিকা।
ব্লুমফেন্টনে টস জিতে প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। তবে ক্যাপ্টেন প্রিয়ঙ্ক পাঞ্চালের এমন সিদ্ধান্ত প্রথম দিন🐈ে কার্যকরী প্রমাণিত হয়নি। শুরুতে ব্যাট করেত নেমে দক্ষিণ আ🌼ফ্রিকার-এ দল বড় রানের পথে এগিয়ে চলেছে।
প্রথম দিনের ৯০ ওভার ব্যাট করে দকꦯ্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ইতিমধ্যেই ৩৪৩ রান তুলে ফেলেছে। শতরান করেছেন ক্যাপ্টেন পিটার মালান। সেঞ্চুরি করেছেন চার নম্বরে ব্যাট করতে নামা টনি ডি'জর্জি।
যদিও দিনের শুরুটা ইতিবাচকভাবেই করে ভারত। ম্যাচের প্রথম ওভারেই ওপেনার সারেলকে ফিরিয়ে দেন নভদীপ সাইনি। চতুর্থ ওভারে তিন নম্বরে ব্যাট করতে নামা রেনার্ডকে আউট করেন আর্জান নাগওয়াসওয়ালা। দুই ব্যাটসম্যানই খাতা খুলতে পার𓄧েননি। দক্ষিণ আফ্রিকা ১৪ রানে ২ উইকেট হারিয়ে বসে।
টনিকে সঙ্গে নিয়ে মালান প্রাথমিক বিপর্যয় র🔴োধ করে দলকে বড় রানের পথে এগিয়ে দেন। তৃতীয় উইকেটের জুটিতে দু'জনে যোগ করেন ২১৭ রান। শেষে টনিকে বোল্ড করে জুটি ভাঙেন উমরান মালিক। টনি ১৮টি বাউন🎀্ডারির সাহায্যে ১৮৬ বলে ১১৭ রান করে ক্রিজ ছাড়েন।
পরে জেসন স্মিথকে সঙ্গে নি💙য়ে মালান চতুর্থ উইকেটের জুটিতে যো𒆙গ করেন আরও ১১২ রান। আপাতত প্রথম দিনের শেষে পিটার মালান অপরাজিত রয়েছেন ১৫৭ রান করে। ২৫৮ বলের ইনিংসে তিনি ১৮টি চার মেরেছেন। স্মিথ ব্যাট করছেন ব্যক্তিগত ৫১ রানে। তিনি ৮৮ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।