এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুরন্ত জয় ভারতের। চিনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় হকি𒊎 দল। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হল ভারত। সেমিফাইনাল ম্যাচে দঃ কোরিয়াকে হেলায় হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিলেন হরমনপ্রীত সিং, বিবেকরা। বোঝাই গেছিল তখন, চিনের মাটিতে খেলা হলেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জ মেডেলিস্ট ভারতীয় দল, এশিয়ানদের মধ্যে যে এই মূহূর্তে সেরা হকি দল, সেটা আরও একবার প্রমাণ করে দিল তাঁরা। চিনকে ১-০ গোলে হারিয়ে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শিরোপা জিতল হরমনপ্রীত সিংয়ের ভারতীয় দল।
আরও পড়ুন-৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় ﷺদল…
প্রথম তিনটি কোয়ার্টারে 🥃ডেডলক ভাঙতে না পারলেও ভারতীয় দলের কাঙ্খিত গোল আসে চতুর্থ কোয়ার্টারে। ম্যাচের ৫১ মিনিটে ভারতের হয়ে গোল করেন যুগরাজ সিং। এমন সময় ভারত গোল পেয়েছিল যে চিনের পক্ষে ফিরে আসা কঠিন ছিল। ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং ডানপ্রান্ত থেকে দুরন্ত গতিতে দৌড়ে এসে চিনের রক্ষণকে চেড়া পাস বাড়ান যুগরাজকে লক্ষ্য করে, সেই পাস থেকেই গোল করে ভারতকে জয়সূচক গোলটি এনে দেন যুগরাজ।
এর আগে তৃতীয় কোয়ার্টারে পরপর দুবার চিনের পেনাল্টি কর্নার ডিফেন্ড করেন ভারতের গোলরক্ষক কিষান বাহাদুর পাঠক। হাইটাইমের মধ্যেই ভারত চারটি পেনাল্টি কর্নার পেয়েছিল, পজেশনও ছিল ৮৪ শতাংশ ভারতের দখলে। ফলে পরিসংখ্যান দেখেই বোঝা যায় ভারত টানা আক্রমণ করেছে আর চিন অধিকাংশ সময়ই ডি꧑ফেন্ড করেছে। ২৭ মিনিটে হরমনপ্রীতের শট বারে লেগে প্রতিহত হয়, নাহলে আগেই এগিয়ে যেতে পারত ভারত। ম্যাচের প্রথম কোয়ার্টারেও অভিষেকের শট দুবার আটকে গেল চিনের গোলরক্ষক।
চতু্র্থ কোয়ার্টারে গোল হজম করায় শেষদিকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় চিন। বাধ্য হয়ে তাঁরা নিজেদের গোলরক্ষককে ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে তুলে নিয়ে একজন অতিরিক্ত ফিল্ড প্লেয়ার নামায়। যদিও তাতে চিনের খ✱ুব একটা লাভের লাভ কিছু হয়নি। কারণ ভারতের ডিফেন্স এবং মাঝমাঠ ছিল অটুট। ভারতীয় ডিফেন্ডারদের বজ্রআটুনি টপকে গোলের সামনে চতুর্থ কোয়ার্টার🔯ে সেভাবে আর পৌঁছাতেই পারেনি চিন।
এই নিয়ে রেকর্ড পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়𝓀ন হল ভারতীয় দল। এর আগে ২০১১, ২০১৬, ২০১৮ এবং ২০২১ সালেও ভারতীয় দল এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নেয় চিন। লিগ স্টেজের ম্যাচে জাপান, উত্তর কোয়িরা, পাকিস্তানের মতো দলকে হারিয়ে টোকিয়ো এবং প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দল বুঝিয়ে দিয়েছিল এই প্রতিযোগিতায় এবার তাঁরাই ফেভারিট। মাঠে নেমেও সেটাই প্রমাণ করলেন জরমনপ্রীত সিং, অভিষেকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।