তিন দিন পরই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করবে ভারতীয় ক্রিকেট🌠 দলের। চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ভারতীয় দল এরপর ১০টি টেস্ট ম্যাচ খেলবে, তার মধ্যে ৬টি🦩 ম্যাচে জিততে পারলেই তাঁরা টানা তৃতীয়বারের জন্য বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। সাম্প্রতিক সময় দেখা গেছে, ভারতীয় দলের ব্যাটিং বোলিং পারফরমেন্সের পাশাপাশি ফিল্ডিংও বহু অংশেই উন্নত হয়েছে। এবারও ফের সেদিকেই নজর দিল গৌতম গম্ভীরের ডেপুটি।
আরও পড়ুন-'আশা করছি আমি প্রমাণ করে দিয়েছি', ODI সিরিজ শুꦆরুর আগেই নতুন অধিনায়ককে বার্তা লিয়ামেꦜর…
বলতে গেলে ২০২৪ টি২০ বিশ্বকাপ ভারতীয় দল জিতেছিল সূর্যকুমার যাদবের নেওয়া ডেভিড মিলারের অসাধারণ ক্যাচের সৌজন্যে। সেই সময় যদি মিলারের ওই ক্যাচ 𝐆সূর্য ধরতে না পারতেন তাহলে হয়ত আইসিসি ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হত। এই আবহেই বাংলাদেশ সিরিজের আগে জোরকদমে ফিল্ডিং অনুশীলন করল ভারতীয় ক্রিকেট দল। আগের কোচিং স্টাফদের সকলকে বদলে দেওয়া হলেও টি দিলীপকে রাখা হয়েছে গৌতম গম্ভী🎉রের সঙ্গে। তিনিই দলকে কঠোর ফিল্ডিং অনুশীলন করালেন সোমবার। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিয়ো প্রকাশ্যে আনা হল।
ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ অনুশীলন নিয়ে বলেন, ‘ আমরা আজকে মূলত দুটি ভাগে অনুশীলন করেছি। ফিল্ডিং অনুশীলনকে দুই ভাগে ভাগ করার কারণ হচ্ছে চেন্নাইয়ের আবহাওয়ার কথা মাথায় রাখা। এখানকার হিউমিডিটির কথা মাথায় রেখে এমন অনুশীলন করেছি যাতে ক্রিকেটারদের মধ্যে থেকে ইন্টেনসিটি ঠিক কতটা রয়েছে সেটা দেখে নেওয়া যায়। সেই অনুযায়ী দুটি দ🃏লে ভাগ করে ক্যাচ প্র্যাকটিস করিয়েছি। সেখানে যে দল সবথেকে কম ভুল করেছে, তারা জিতেছে। এদিনের এই অনুশীলনের ক্ষেত্রে বিরাট কোহলির গ্রুপ ফিল্ডিং প্র্যাকটিসে এই বিভাগে জিতেছে’।
এর✅পর দ্বিতীয় পর্যায়ের অনুশꦗীলন নিয়ে দিলীপ জানান, ' আমরা দ্বিতীয় ভাগের ফিল্ডিং ট্রেনিং করি, যেখানে বোলার আর অলরাউন্ডারদের নিয়ে বিশেষ অনুশীলন করা হয়। যেখানে আউটফিল্ড আর ইনফিল্ড ক্যাচের অনুশীলনের পাশাপাশি আক্রমণাত্মক ফিল্ডিংও করানো হয়। আর ব্যাটিং গ্রুপকে নিয়ে স্ট্যান্ডার্ড স্লিপ ক্যাচিংয়ের পাশাপাশি ফাইন লেগ, সিলি পয়েন্ট ক্যাচিংও করানো হয়। যেখানে ক্রিকেটারদের রিফ্লেক্স বাড়ানোর চেষ্টা করা হয়। এখানকার গরমের কথা মাথায় রেখে বলতে পারি অনুশীলন সেশন খুব ভালো ছিল। আর যেটা সব থেকে ভালো দিক সেটা হল, এত গরমের মধ্যেও সব সেশনেই ক্রিকেটারদের ইচ্ছাশক্তি এবং ফোকাস ছিল নজরকাড়া'।