শুভব্রত মুখার্জি: আসন্ন এশিয়ান গেমসের দল ঘোষণা করল ভারত। চিনের হাংঝাউতে অনুষ্ঠিত হতে চলেছে এই গেমসের আসর। আর সেই গেমসেই ৬৩৪ সদস্যের বিশাল এক দল নিয়ে খেলতে নামছে ভারত। তবে ৬৩৪ জনকে বেছে নেওয়া হলেও বাদ পড়েছেন প্রায় দুই শতাধিক ক্রীড়াবিদ। ২১৬ জনের সুপারিশ বাতিল করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে। ফলে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পাননি এই ক্রীড়াবিদরা। যার মধ্যে রয়েছেন কমনওয়েলথ গে𒀰মসের সোনাজয়ী বাঙালি ভারোত্তোলক অচিন্🌠ত্য শিউলিও।
শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে এশিয়ান গেমসে খেলতে চলা ভারতীয় দলের চূড়ান্ত তালিকা জানিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সবথেকে বড় দল যাচ্ছে অ্যাথলেটিক্সে। যে দলে থাকবেন নীরজ চোপড়া, মুরালী শ্রীশ💃ঙ্করের মতো অ্যাথলিটরা। দ্বিতীয় বৃহত্তম দল রয়েছে ফুটবলে। অনেক নাটক, দীর্ঘ টালবাহানার পরে এআইএফএফের অনুরোধে ভারতীয় ফুটবল দলকে শেষ পর্যন্ত গেমসে পাঠানোর ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
এশিয়ান গেমস খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা ছিল ফুটবল দলের কারণ এশিয়াতে ক্রমতালিকায় প্রথম দশে ছিল না তারা। আর নিয়মানুযায়ী তাদের এই ছাড়পত্র পাওয়ার কথা নয়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুরোধে এবং সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের কথা মাথায় রেখে বিশেষ ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ♛্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে। আসন্ন এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৪৪ জন ফুটবলার যাবেন চিনে।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তথা আইওএর তরফে আসন্ন এশিয়ান গেমসের জন্য ৮৫০ জন ক্রীড়াবিদের নাম সুপারিশ করা হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। প্রতিযোগিতার যোগ্যতা অর্জনের যোগ্যতামান সহ বাকি বিষয়গুলি খতিয়ে দেখার পর ৬৩৪ জন ক্রীড়াবিদকে ছাড়পত্র দিয়েছে ক্রীড়ামন্ত্রক। ভারোত্তোলন, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল এবং রাগবির পুরুষ দলকে ছাড়পত্র দেওয়া হয়নি। ভারোত্তোলন এবং কুরুসে যাচ্ছেন দু’জন করে। চিনে যাচ্ছেন মাত্র একজন ভারতীয় জিমন্যাস্ট। চিনের হাংঝাউতে এশিয়ান গেমস শুরু হবে ২৩ সেপ্টেম্বর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। গতবারের গেমসে ভারতের ৫৭২ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিলেন। ১৬ট📖ি সোনা-সহ ৭০টি পদক জিতেছিল ভারত। মোট ৩৮টি খেলায় অংশ নেবেন ভারতীয় ক্রীড়িবিদরা।
অ্যাথলেটিক্সের দলে রয়েছেন ৬৫ জন। যার মধ্যে পুরুষ ৩৪ জন এবং মহিলা খেলোয়াড় ৩১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ফুটবল। তৃতীয় স্থানে রয়েছে হকি। পুরুষ এবং মহিলাদের দল মিলিয়ে মোট ৩৬ জন খেলোয়াড়কে ছাড়পত্র দেওয়া হয়েছে। এরপর রয়েছে সেলিং। যেখানে মোট ৩৩ জন ভারতীয় সেলার খেলবেন এশিয়ান গেমসে। এছাড়াও তিরন্দাজিতে ১৬, অ্যাকোয়াটিক্সতে ২২, ব্যাডমিন্টন ১৯, বক্সিং ১৩, সাইক্লিং ১০, জুডো ৪, শুটিং ৩০, টেবল টেনিস ১০, ভারোত্তলন ২ (এই ইভেন্ℱটে পুরুষ অ্যাথলিট নেই), ব্রিজ ১৮, দাবা ১০, গল্ফ, সফ্ট টেনিস ১০, স্কোয়াশ ৮, জু-জিৎসু ৬, কুরাস ২, টেনিস ৯, ইস্পোর্টস ১৫, উশু ১০,কায়াকিং ও ক্যানোয়িং ১৭, সিপ্যাক-টাকরো ১৬, রোলার স্কেটিং ১৪, জিমন্যাস্টিক্স ১, ফেন্সিং ৯, কুস্তি ১৮, ইকুস্টেরিয়ান ১১, স্পোর্টস ক্লাইম্বিং ৭, ক্রিকেট ৩০, হ্যান্ডবল ১৬, কবাডি ২৪, রাগবি ১২, বাস্কেটবল ২০, ভলিবল ২৪ জন থাকছেন।সবমিলিয়ে ৩২০ জন পুরুষ এবং ৩১৪ জন ভারতীয় মহিলা প্রতিযোগী থাকছেন এশিয়ান গেমসে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।