ౠ শুভব্রত মুখার্জি:- বর্তমানে প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জনের লড়াই লড়ছে ভারতীয় মহিলা হকি দল। রাঁচিতে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে সবিতা পুনিয়ারা। তারা প্রথম ম্যাচে খাতায় কলমে দুর্বল আমেরিকার কাছে হেরে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে যদিও তারা ভালো কামব্যাক করেছে। ৩-১ ফলে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ফলে এখনও অলিম্পিক গেমসে যাওয়ার আশা বেঁচে রয়েছে ভারতীয় দলের। আট দলীয় টুর্নামেন্টে ভারত প্রথম তিনে শেষ করলেই তারা পৌঁছে যাবে প্যারিসে। এমন আবহেই হিন্দুস্তান টাইমসের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় মহিলা হকি দলের কোচ জানেকে স্কপম্যান। বিভিন্ন বিষয় নিয়ে তিনি অকপটে কথা বলেছেন। পাশাপাশি তরুণ প্রতিভাকে আরও বেশি করে তুলে আনার প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন তিনি।
🍎স্কপম্যানকে পরপর দুই ম্যাচে দুই রকম পারফরম্যান্সের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে জানেকে স্কপম্যান জানিয়েছেন, ‘হ্যা আমরাও এটা জানি।আমরাও পারফরম্যান্সে ধারাবাহিকতা আনার চেষ্টা করছি। আমি মনে করি এই বিষয়ে কিছুটা উন্নতিও আমরা করেছি। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে আমরা ভালো খেলেছি। কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা আমি নিতে পারিনি। অনেক খেলোয়াড় সে দিন আমি যে পারফরম্যান্সটা চেয়েছিলাম তা করে উঠতে পারেনি। এই ধরনের পরিস্থিতিতে পড়লে আমরা কী করব সেই বিষয়েও আমাদের একটা ভালো শিক্ষা হয়েছে। এখন কিন্তু মানুষরা আমাদের আন্ডারডগ ভাবে না। আমরা যেমন ভালোভাবে জিততেও শিখেছি, তেমন কঠিন পরিস্থিতিতে মোকাবিলাও করতে শিখেছি। প্রতি ম্যাচ থেকেই আমরা কিছু না কিছু শিখি। এই আমেরিকা ম্যাচও তার ব্যতিক্রম নয়। এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে আমাদের সোনা জয়টা ছিল দুর্দান্ত একটা বিষয়। তবে একই সময়ে এটাও বলতে হবে ম্যাচে কঠিন পরিস্থিতিতে না পড়লে, ম্যাচে হারের সম্মুখীন না হলে অনেক শিক্ষাও অধরা থেকে যায়।’
♌জানেকে স্কপম্যানকে প্রশ্ন করা হয়েছিল জুনিয়র পর্যায় থেকে কি তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসছেন? যার জবাবে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আমি যদি একেবারে সত্যি কথাটা বলি তাহলে আমি বলব না এখনও যত খেলোয়াড়ের উঠে আসার কথা সেটা হচ্ছে না। সাম্প্রতিক সময়ে চোক আঘাতের সমস্যার সময়ে এই বিষয়টা আমরা আরও ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। জুনিয়র সেট আপে এখন যা হচ্ছে সে কথা মাথাতে রেখে আমি এ কথা বলতে পারি যে আমাদের কাছে অনেক বেশি প্রতিভা রয়েছে। যাদেরকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। তাদেরকে ঘষে মেজে আরও বেশি উন্নতি ঘটানোর চেষ্টা করছি। আমি সবথেকে বেশি যে জিনিসটার উপর জোর দিয়েছি তা হল ড্র্যাগফ্লিক। পেনাল্টি কর্ণার থেকে আমাদের আরও বেশি গোল করতে হবে। তাহলে ম্যাচের রাশ আমরা আমাদের আয়ত্তে নিতে পারব। ডিফেন্সিভ স্কিল বাড়ানোর দিকেও আমরা নজর দিচ্ছি। অভিজ্ঞ খেলোয়াড়রা আস্তে আস্তে অবসর নেবেন। সেই জায়গায় শূন্যস্থান তৈরি হবে আর সেই শূন্যস্থান ভরাট করতে হবে নবীন তারকাদের। তাই নবীন তারকাদের তুলে আনাটা গুরুত্বপূর্ণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।