শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে ডব্লুটিসি ফাইনালে খেলতে ইংল্যান্ডে গিয়েছিল রোহিত শর্মার ভারতীয🐼় দল। সেখানে ডব্লুটিসি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বাজে ভাবে হারতে হয়েছে ভারতকে। ২০৯ রানের ব্যবধানে হেরে ভারতীয় দল দ্বিতীয় ডব্লুটিসি ফাইনালের শিরোপা জিততে পারেনি। ২০২১-২৩ ডব্লুটিসির চক্র শেষ হতে না হতেই, শুরু হয়ে যাচ্ছে ২০২৩-২৫ তৃতীয় ডব্লুটিসির চক্র। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই ভারতের সেই পথ চলা শুরু হবে। আর এই চক্রে ভারত ২০২৫ সালে ফের যাবে ইংল্যান্ডে রুটদের মুখোমুখি হতে। যেখানে পাঁচটি ভেন্যুর মধ্যে তিনটি ভেন্যু প্রায় নিশ্চিত বললেই চলে। যা জানা গিয়েছে, তাতে লর্ডস, হেডিংলে এবং ওভালে খেলা হবে তিনটি টেস্ট ম্যাচ।
প্রসঙ্গত, অ্যাসেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে থাকে ইংল্যান্ড। এ ছাড়া ভারত হল আর একটি মাত্র দেশ, যাদের বিরুদ্ধে ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে থাকে। বুধবারই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফে পাঁচটির মধ্যে তিনটি ভেন্যু হিসেবে লর্ডস, ওভাল এবং হেডিংলের নাম ঘোষণা করা হয়েছে। ইসিবির তরফে তাদের পুরুষ এবং মহিলা উভয় দলের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২০৩১ আগামী সাত বছ𓂃রের চক্রে এই সূচি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: কোচ𝔍 হিস⛦েবে পন্টিংকেই রাখছে DC? পার্থ জিন্দালের কথায় মিলল ইঙ্গিত, সৌরভ কী থাকছেন?
আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী ২০২৫ সালের জুনে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। লর্ডস, ওভাল এবং হেডিংলে- এই তিনটি ছাড়াও পতৌদি ট্রফির ম্যাচ খেলা হবে এজবাস্টন এবং ওল্ড ট্রাফোর্ডে। ২০২৯ সালেও ভারতের ইংল্যান্ড সফরের সবকটি ভেন্যু প্রায় একই থাকছে। শুধুমাত্র হেডিংলের বদলে একটি ম্যাচ খেলা হবে সাউদাম্পটনে। উল্লেখ্য ২০২১ সাল𓆉ের ডব্লুটিসি ফাইনালে এই সাউদাম্পটনেই নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছিল ভারতকে। ইসিবির সিইও রিচার্ড গুল্ড জানিয়েছেন, ‘আমরা দীর্ঘকালীন সূচি ঘোষণা করছি। ভেন্যুগুলো আগে থেকেই জানতে পেরেছে, কবে কোন ম্যাচের আয়োজন করতে হবে। সেই অনুযায়ী স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নে অর্থ ঢালতে পারবে।’ উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে ভারত সফর করবে ইংল্যান্ড। এখানেও খেলা হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২০১৪ সাল থেকেই দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। ২০২০ সালে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অতিরিক্ত ম্যাচ খেলার কারণে এই টেস্ট ফর্ম্যাটে একটি ম্যাচ কমানো হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।