প্রথমে ব্🍌যাট হাতে অধিনায়ক যশ ধুলের অনবদ্য ইনিংস। তার পরে ভিকি ওস্তওয়ালের ৫ উইকেট এবং রাজ বাওয়ার ৪ উইকেটের সৌজন্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারাল ভারত। ভারতের ২৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৬ বল বাকি থাকতেই ১৮৭ রানে অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। আর এই ম্যাচ জিতে🌠 বিরাট কোহলিদের হারের মধুর প্রতিশোধ নিলেন যশ ধুলরা।
এ দিন টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ভারতের ছোটরা। ১১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মেন ইন ব্লু। তবে শেক রশিদ এবং অধিনায়ক যশ ধুল কিছুটা হলেও দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ৩১ রান করে শেক রশিদ আউট হয়ে যাওয়ার পর ভারতের চাপ আরও বাড়ে। তবে হাল ধরে থাকেন ভারত অধিনায়ক। ১০০ বলে ৮২ রানের অনবদ্য এ🎃কটি ইনিংস খেলেন তিনি। ১১টি চার রয়েছে যশ ধুলের ইনিংসে।
পাশাপাশি নিশান্ত সিন্ধুর ২৭, কৌশল তাম্বের ৩৫ রান ভারতীয় স্কোরবোর্ডকে কিছুটা হলেও ভরসা জোগায়। বাকিরা সে ভাবে রান করতে পারেননি। 🌺১৯ বল বাকি থাকতেই ভারত ২৩২ রানে অল আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার ম্যাথু বোস্ট ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন 💎অ্যাফিউই নিয়ান্দা এবং ব্রেভিস।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমে𝓀ই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দলের রান যখন শূন্য, তখন প্রথম উইকেট হারিয়ে বসে থাকে তারা। তবে ভালেতিনে কিতিমে এবং ব্রেভি๊স দলের হাল ধরেন। কিতিমে অবশ্য ২৫ রান করে আউট হয়ে যান। ব্রেভিস ৯৯ বলে ৬৫ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জর্জ ভ্যান হার্ডেন ৩৬ রান যোগ করেছেন। বাকিরা কেউই সে ভাবে লড়াই করতে পারেননি। যার নিট ফল ম্যাচ হেরে দিতে হল দক্ষিণ আফ্রিকাকে। আসলে ভিকি ওস্তওয়াল এবং রাজ বাওয়ার আগুনের বোলিংয়ের সামনে খড়কুটোর মতোই ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ।
এ দিন বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের হারিয়ে কোহলিদের টেস্ট সিরিজ হারের বদলা নিলে ভারতের যুব দল। পাশাপাশি অনূর্ধ্ব👍-১৯ বিশ্🐭বকাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে জেতায় আত্মবিশ্বাস আরও বাড়ল ভারতের ছোটদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।