শুক্রবার এজবাস্টনে ব্যাট হাতে কার্যত ♛সকলের সামনে এক শো দেখিয়েছেন ঋষভ পন্ত। পন্তের আক্রমণে মাঠের চারিদিকে উড়েছে লাল বল। আর তার ঘণ্টাখানেꦆকের আশেপাশে সাদা বল হাতে উইকেট উড়ালেন আরেক ভারতীয় তরুণ উমারন মালিক।
চলতি টেস্ট ম্যাচ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই শুরু হয়ে যাবে ভারত-ইংল্যান্ডের টি-টꦓোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য ভারত টেস্ট খেলাকালীনই এজবাস্টন থেকে ৫৭ কিমি দূরেই ডার্বিশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমে পড়ে আরেক ভারতীয় দল। দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন সেই দলের হয়েই খেলতে দেখা যায় উমরান মালিককে। আর বল হাতে একেবারে চেনা ছন্দে গতির আগুন ঝরিয়েছেন উমরান। বল হাতে দুই উইকেটও নেন তিনি।
আরও পড়ুন:- India vs Derbyshire T20-ꩵ ভালো ফর্ম ধরে রাখলেন হুডা, সহজ জয় পেল ভারত
পাওয়ার প্লের শেষ ওভারে উমরানের হাতে বল দেন কার্তিক আর বল পেয়ে প্রথꦚম ওভারেই সাফল্য এনে দেন তিনি। লিউয়িস ডু প্লয়ের হাতে দুই বাউন্ডারি খাওয়ার পরেই তাঁকে বোল্ড করেন উমরান। মাঝেসাঝে নিজের লাইন লেংথে তেমন নিয়ন্ত্রণ না থাকার জন্য সমালোচিত হওয়া উমরান এদিন বেশি রানও দেননি। নিজের দ্বিতীয় স্পেলের জন্য ইনিংসের শেষের দিকে উমরানকে ফের একবার বলে আনলে আবারও সাফল্য পান উমরান। স্পেলের শেষ বলে ব্রুক গেস্টের মিডল স্টাম্প ভেঙে দেন কাশ্মীরের ফাস্ট বোলার।
আরও পড়ুন:- IND vs DERBY T20 Live Streaming: কখন ও🧸 কোথায় দেখবেন ভারতের প্রস্তুতি ম্যাচে🌳র?
তাঁকে নিয়ে ক🌄েন এত উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটমহল, উমরানের ওই বলই তা প্রমাণ করে দেয়। ম্যাচে উমরানের পাশাপাশি আরেক তরুণ অর্শদীপও বল হাতে দুই উইকেট নেন। ডার্বিশায়ারকে ভারত সাত উইকেটের বিনিময়ে ১৫০ রানের বেশি তুলতে দেয়নি। জবাবে দীপক হুডার ৫৯ ও সঞ্জু স্যামসনের ৩৮ রানের পর সূর্ষকুমার যাদব ৩৬ রান করে ২০ বল ব🌜াকি থাকতেই সাত উইকেটে ভারতের জয় সুনিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।