নটিংহ্যামের প্র꧂থম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নেয় ভারত। লিডসে তৃতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। এই অবস্থায় চতুর্থ টেস্টে যারা জিতবে, সিরিজ হারের আশঙ্কা কাটিয়ে ফেলবে নিশ্চিত।
আপাতত দেখে নেওয়া যাক ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্য🥃ানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট কবে শুরু হবে: ২ সেপ্টেম্বর, ২০২১ (বৃহস্পতিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ: দ্য ওভাল (লন্ডন)।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে ৩০ মিনি♏টে শুরু ম্যাচ। টস অনুষ্ঠি🍸ত হবে দুপুর ৩টের সময়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: সোনি সিক্স, সোনি সিক্স এইচডি, সোনি টেন-৩, সোনি টেন-৩ এইচডি, সোনি ট൩েন-৪, সোনি টেন-৪ এইচডি চ্যানেলে দেখা যাবে ম্যাচের স🐈রাসরি সম্প্রচার।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। JioTV-তেও দেখতে পাবেন ম্যাচ। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।