আবার চেনা ছন্দে কুলদীপ যাদব। বিধ্বস্ত যে চেহারা☂ শেষ কিছু বছরে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল আমজনতা, তার থেকে বেরিয়ে এসেছেন তিনি। হাসছেন, অন্যদের সঙ্গে মজা করছেন, বোঝাই যাচ্ছে উপভোগ করছেন খেলাকে। সেই ইতিবাচক ছন্দের প্রভাব পড়েছে তার বোলিংয়েও। ম্যাচের শেষে তাঁর কথাতেও𒐪 পাওয়া গেল সেই ইতিবাচক শরীরী ভাষার ঝলক।
এদিন মাত্র ১৮ রানে🐬 চার উইকেট নিয়ে কার্যত দক্ষিণ আফ্রিকার ইনিংসকে শেষ করে দিয়েছিলেন কুলদীপ। তাসের ঘরের মতো মাত্র ৯৯ রানেই অল আউট হয়ে যায় তারা। তিন ম্যাচের সিরিজে তিনি ছটি উইকেট নিয়েছেন ১৭.৬৬ প্রতি উইকেট পিছু রান গলিয়ে। এই সিরিজে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারী।
ম্যাচের শেষে তিনি বলেন যে গত আইপিএলে ভালো খেলেই তাঁর আত্মবিশ্বাস বেড়েছিল। এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে সিরিজ ও ইন্ডিয়া এ-র হয়েও ভালো বোলিং করেন। কুলদীপের কথায় আত্মবিশ্বাস তাঁর তুঙ্গে ছিল যদিও সর্বদা উইকেট হয়তো আসেনি। তিনি যে টি২০ বিশ্বকাপে সুযোগ না পেয়ে মনমরা নন, সেটাও বলে🃏ন তিনি। তাঁর কথায় সেরা দলই নির্বাচিত হয়েছ⭕ে। চোট সারিয়ে ফেরার পর ছন্দে ফেরার ওপর যে তিনি কাজ করছেন সেই কথা বলেন কুলদীপ। নিজের প্রসেসের ওপর জোর দিয়ে প্রতি ম্যাচে উন্নতি করাই তাঁর এখন লক্ষ্য।
তবে আপাতত ২০২৩ ওডিআই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না এই বাঁ-হাতি স্পিনার। তার কথায় বিশ্বকাপ অনেক পরে। এখনই ভেবে কাজ নেই। আপাতত যেই সিরিজগুলি আসতে চলেছে সেগুলির ওপরেই মনোযোগ করতে চান তিনি। নিজের অভিজ্ঞতাকে হাতিয়ার করেই যে তিনি ꦿঅন্যদের থেকে ভালো করতে চান, এদিন সেই ইঙ্গিতও দেন কুলদীপ যাদব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।