জেতা হল না টি-টোয়েন্টি সিরিজ। ব্যাটসম্যানদের জঘন্য পারফরম্যান্স কারণে পরপর দু'ম্যাচ হারল ভারত। যে কারণে ১-০ সিরিজে এগিয়ে থাকার পরেও ১-🦹২ হারতে হল ভার💖তকে।
সিরিজ শ্রীলঙ্কার
এই ম্যাচে জেতাটা সময়ের অপেক্ষা ছিল। ৮১ রানের পুঁজি নিয়ে কোনও ম্যাচ জেতার ভাবনাটাই বোধহয় অবাস্তব। যে পিচে ভারতীয় ব্যাটসম্যানরা নাকানিচোবানি খেয়েছে, সেই পিচেই কিন্তু শ্রীলঙ্কা ধীরেসুস্থে ৮২ রান তুলে ফেলেছে। তাও ৩৩ বল বাকি থাকতেই। ৩ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুুলে𒉰 নিয়েছে শ্রীলঙ্কা। এ দিন তিনটি উইকেটই নিয়েছেন রাহুল চাহার। তবে ভারতীয় ব্যাটসম্যানরা কোনও সুযোগই দেননি বোলারদের লড়াই করার জন্য। ব্যাটিং অর্ডারের ব্যর্থতার কারণেই পরপর দু'ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করল ভারত।
১৪ ওভার: ৭৭/৩
শ্রীলঙ্কার সিরিজ জয়ের অপেক্ষা। ৩৬ বলে ৫ র꧂ান দরকার।
সামারাবিক্রম আউট
রাহুল চাহার একাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তুলেছেন। শ্রীলঙ্কার চিন নম্বর উইকেটটিও নিলেন চাহার। ১৩ বলে ৬ রান করে আউট হলেন সামারাবিক্রম। শ্রীলঙ্কার ১২ ওভার🌠ে ৫৬ রান তিন উইকেটꦫে।
১০ ওভার: ৪২/২
আর ৪০ রান প্রয়োজন। হাতে রꦇয়েছে ৮ উইকেট। ১০ ওভার বাকি। শ্রীলঙ্কার জয় তাই সময়ের অপেক্ষা।
ভারত অল্পের জন্য সর্বনিম্ন স্কোর হল
ভানুকা আউট
২৭ বলে ১৮ রান করে আউট হলে𝐆ন মিনোদ ভানুকা। শ্রীলঙ্কার দু'টি উইকেটই নিল রাহুল চাহার। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫ রান শ্রীলঙ্কার।
অভিষ্কা আউট
১৮ বলে ২২ রান করে আউট হলেন অভিষ্কা ফ⛎ার্নান্দো। শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙে রাহুল চাহার। ৬ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেট হারিဣয়ে ২৩।
৫ ওভার: ২২ রান/০
১৫ ওভারে শ্রীলঙ্কাকে করতে হবে আর ৬০ রান। সিরিজে জয় পাওয়া তবে কি শ্রীলঙ্কার কাছඣে এখন সময়ের অপেক্ষা?
৪ ওভার: ২০/০
🍎৪ ওভারেই ২০ জন করে ফেলেছে শ্রীলঙ্কা। ১৬♋ ওভারে করতে হবে ৬২ রান।
৩ ওভার: ১২/০
শ্রীলঙ্কার চাই আর মাত্র ৭০ রান। ১৭ ওভার হাতে রয়েছে। ভুবনে🌟শ্বর কুমার এই ওভারে ৭ রান দিয়েছে।
২ ওভার: ৫/০
বরুণ চক্রবর্তীর ওভারে মাত্র ২ রান করেছে শ্রীলঙ্কা। যদিও খুব তাড়া নেই দ্রুত রান তোলার। কারণ ১৮ ওভারে শ্রীল𝕴ঙ্কাকে করতে হবে আর মাত্র ৭৭ রান। জিততে হলে ভারতকে উইকেট ফেলতে হবে শুরুতেই।
১ ওভার: ৩/০
প্রথম ওভারে ভুবনেশ্বর কুমার ꧙৩ রান দিয়েছে। এর মধ্যে ২ রানই অতিরিক্ত। তবে শুরু থেকে উইকেট না ফেলতে পারলে ভারত কোনও ভাবেই জিতবে না।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শুরু
শ্রীলঙ্কার সামনে মাত্র ৮২ রানের লক্ষ্য রেখেছে ভারত। যেটা খুবই সহজেই করে ফেলা যায়। 𝓡পিচ যতই খারাপ হোক, ১১ জন মিলে ২০ ওভারে ৮১ রান করাটা একেবারেই কঠিন নয়। অভিষ্কা ফার্নান্দো এবং মিনোদ ভানুকা ওপেন করেছেন।
শ্রীলঙ্কার লক্ষ্য ৮২ রান
প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ভারত মাত্র ৮১ রান করেছে। ভারতীয় ব্যাটিং অর্ডারে এদিন যেন একেবারে যেন ধস নেমেছিল। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর 𝓡কুলদীপ যাদবের। তিনি ২৩ রান করেছেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেনি। শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন এবং বরুণ চক্রবর্তী শূন্য করে আউট হয়েছেন। ভারতীয় ব্য়াটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা কার্যত ছেড়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। এদিন বল হাতে আগুন ঝড়িয়েছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা। হাসারাঙ্গার আজ জন্মদিন। আর জন্মদিনের দিনই ভারতকে একেবারে গুড়িয়ে দিলেন হাসারাঙ্গা।
১৯ ওভার: ৭৫/৮
১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারতไে𒅌র সংগ্রহ মাত্র ৭৫ রান। ১০০ রান পূরণ করা ভারতের পক্ষে কার্যত অসম্ভব। সেক্ষেত্রে ৬ বলে করতে হবে ২৫ রান। ভারত যা খেলছে, তাতে কোনও ভাবেই সম্ভব নয়। ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব এবং চেতন শাকারিয়া।
বরুণ চক্রবর্তী আউট
♐বিধ্বংসী হাসারাঙ্গা। শূন্য রান🦂ে আউট হলেন বরুণ। ১৭ ওভারে ভারতের সংগ্রহ মাত্র ৬৩ রান।
রাহুল চাহার আউট
শনাকার বলে রাহুল চাহার আউট হলেন। ক্যাচ ধরেন মিনোদ ভানুকা। ১৬ ওভার ৭ উইকেট হারিয়ে ভার🐭তের রান মাত্র ৬২। একশো রান ভারত করতে পারবে তো?
ভুবনেশ্বর কুমার আউট
ভারতীয় ব্যাটিং অর্ডারের শোচনীয় হাল। ১৫ ওভারে মাত্র 🃏৫৫ রান করেছে টিম ইন্ডিয়া। উইকেট পড়েছে ৬।🐎 হাসারাঙ্গা দুরন্ত ফর্মে রয়েছে। ভুবনেশ্বর কুমারকেও আউট করলেন তিনি। ক্রিজে রয়েছেন রাহুল চাহার এবং কুলদীপ যাদব।
১২ ওভার: ৪৩/৫
তৃতীয় টি-টোয়🐈েন্টিতে ভারতের হাল খুবই খারাপ। ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে তඣারা। ১২ ওভারে রান মাত্র ৪৩। ক্রিজে রয়েছেন ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদব।
১০ ওভার: ৩৯/৫
একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে বস🔜ে রয়েছে তারা। ভারত করেছে মাত্র ৩৯ রান।
নীতিশ রানা আউট
ফের আউট। ১৫ বলে ৬ রান 🎃করে আউট হন🔯 নীতিশ রানা। ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬ রান ভারতের।
দুরন্ত ছন্দে ‘বার্থডে ভয়’ হাসারাঙ্গা
ইতিমধ্যে দুই উইকেট নিয়ে ফেলেছেন হাসারাঙ্গা।
৬ ওভার: ২৯/৪
ছয়ে নেমেছেন ভুবনেশ্বর ꧑কুমার। ভুবির সঙ্গে ক্🐠রিজে রয়েছেন নীতিশ রানা।
রুতুরাজ আউট
হাসারাঙဣ্গার বলে আউট হলেন রুতুরাজ গায়কোয়াড়। ১০ বলে ১৪ রান করে আউট হন রুতুরাজ। ৫ ওভারে দু'উইকেট পড়ল। এই ওভারে মাত্র ২ রান হয়েছে।
সঞ্জু স্যামসন আউট
পঞ্চম ওভারে ফের উইকেট পড়ল ভারতের।♋ শূন্য করেই সাজঘরে ফিরলেন সঞ্জু স্যামসন।
পাড্ডিকাল আউট
১৫ বলে মাত্ওর ৯ রান করেই রান আউট হন দেবদূত পাড্ডিকাল। ৪ ওভারে ২৩ রান করে ২ উইকেট ভারতের।
৩ ওভার: ১৪/১
এই ওভারে মাত্র ২ রান হয়েছে। এই পিচে যে কম রান উঠবে, সেটা বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন।♛ তবে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে চাপে ꦑপড়ে গিয়েছে ভারত। যে কারণে বোধহয় রানের গতিটা একেবারেই থমকে গিয়েছে।
রুতুরাজের বাউন্ডারি
২ ওভার: ১২/১
শিখর ধাওয়ান আಌউট হওয়ার পর নেমেছেন দেবদূত পাড্ডিকাল। রুতুরাজ ৭ রান করে অপরাজিত রয়েছেন। পাড্ডিকালের সংগ্রহ ৫ রান।
ধাওয়ান আউট
প্রথম ওভারেই বড় ধাক্কা। শূন্𝄹😼য রানে ফিরলেন শিখর ধাওয়ান। ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান ভারতের।
ভারতের ইনিংস শুরু
রুতুরাজ গায়কোয়াড় এবং শিখর ধাওয়ান ওপেন করলেন।
শ্রীলঙ্কার প্রথম একাদশ
শ্রীলঙ্কার প্রথম একাদশ: অভিষ্কা ফার্নান্দে✱া, মিনোদ ভানুকা (উইকেটকিপার), সাদেরা সামারাবিক্রম, ধনঞ্জয় ডি' সিলভা, পাথুম নিশঙ্ক, রমেশ মেন্ডিস, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়।
নভদীপের চোট
বাঁ কাঁধের চোট রয়েছে নভদীপ সাইনির। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিন🔯ি চোট পান। তাঁর জায়𓂃গায় তাই খেলছেন সন্দীপ ওয়ারিওর। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হল সন্দীপের।
ভারতীয় বোলারদের প্রস্তুতি
ভারতের প্রথম একাদশ
ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, দেবদূত পাড্ডি꧋কাল, সঞ্জু স্যামসন 💛(উইকেটকিপার), নীতিশ রানা, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), কুলদীপ যাদব, রাহুল চাহার, সন্দীপ ওয়ারিওর, চেতন সাকারিয়া এবং বরুণ চক্রবর্তী।দলে একটাই পরিবর্তন করা হয়েছে। নভদীপ সাইনির জায়গায় সন্দীপ ওয়ারিওরকে খেলানো হচ্ছে।
টস জিতল ভারত
শিখর ধাও🐻য়ান এ দিন টসে জিতলেন এবং ব্যাট নিলেন। তবে বোলিং নিয়ে খুশি দাসুন শনাকা।
পিচ কেমন হবে?
এ দিনের পিচ একেবারে নতুন। এই পিচ শুকনো। এবং অনেকটা বুধবারের পিচের মতোই। এই পিছে ১৫০-১৬০🐼 রান ভাল স্কোর। সোনি লাইভে দাবি করেছেন মুরলি কার্তিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।