ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেয় ভারত। সেন্ট কিটসে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। পরে সেন্ট কিটসেই তৃতীয় ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ফের লিড নেয় টিম ইন্ডি⛄য়া। এবার ফ্লোরিডায় চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ৫ ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া।
ম্যাচের সেরা আবেশ
৪ ওভারে মাত্র ১৭ রানেরꦏ বিনিময়ে ২টি উইকেট নেওয়া আবেশ খান ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
সিরিজ জিতল ভারত
☂চতুর্থ ম্যাচে জয়ের সুবাদে ভারত এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে। সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার লড়াইয়ে পর꧙িণত হয়।
৫৯ রানে জয়ী ভারত
১৯.১ ওভারে অর্শদীপ সিংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ওবেদ ম্যাককয়🥀। ভারতের ৫ উইেকেটে ১৯১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয়ে যায় ১৩২ রানে। ৫৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত। ৮ বলে ২ রান করেন ওবেদ। ১০ বলে ৬ রান করে নট-আউট থাকেন জোসেফ। অর্শদীপ ৩.১ ওভারে মাত্র ১২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।
অর্শদীপের শিকার ড্রেকস
১৭.২ ওভারে অর্শদীপ সিংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ড্রেকস। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করেন তিনি।ౠ ওয়েস্ট ইন্ডিজ ১২৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওবেদ ম্যাককয়।
বোলিং কোটা শেষ করলেন আবেশ
আবেশ খান ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ২টি🦩 উইকেট তুলে নেন। ১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স⭕্কোর ৮ উইকেটে ১১৮ রান।
হেতমায়েরকে ফেরালেন রবি
১৪.৬ ওভারে হেতমায়েরকে বোল্ড করে সাজঘরেরে পথ দেখান রবি বিষ্ণোই। ঠিক তার আগের ২টি বলেই ১টি চার ও ১টি ছক্কা মারেন শিমরন। হেতমায়ের শেষমেশ ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ ব🍸লে ১৯ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজ ১১৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলজারি জোসেফ। ব෴িষ্ণোই ৪ ওভারে ২৭ রানে ২টি উইকেট নেন।
আকিলের উইকেট তুলে নিলেন বিষ্ণোই
১৪.১🗹 ওভারে রবি বিষ্ণোইয়ের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন আকিল হোসেন। ১০ বলে ৩ রান ⭕করে মাঠ ছাড়েন আকিল। ওয়েস্ট ইন্ডিজ ১০৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডমিনিক ড্রেকস।
হোল্ডারকে ফেরালেন অর্শদীপ
১১.২ ওভারে অর্শদীপের বলে সঞ্জুর হাতে ধরা পড়ে যান জেসন হোল্ডার। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯❀ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন জেসন। ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকিল হোসেন।
১০০-য় পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ
১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উই🅺কেটে ১০০ রান। ৮ বলে ১৩ রান করেছেন জেসন হোল্ডার। ৬ বলে ৬ রান করেছেন হেতমায়ের।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১০৪ রান
জয়ের জন্য শেষ ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১০৪ রান। তারা🅺 প্রথম ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৮৮ রান সংগ্রহ করেছে। ৬ রান করেছেন হেতমায়ের। ১ রান করেছেন হোল্ডার।
পাওয়েলকে ফেরালেন অক্ষর
নবম ওভারে অক্ষর প্যাটেলের বলে ২টি ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। তবে সেই ওভারেই পঞ্চম বলে হুডার হাতে ধরা পড়ে যান তিনি। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন ক🦄্যারিবিয়ান তারকা। ওয়েস্ট ইন্ডিজ ৮২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার। অক্ষর ৩ ওভারে ৪০ রান খরচ করে ২টি উইকেট নেন।
মায়ের্সকে ফেরালেন অক্ষর
৬.৬ ওভারে অক্ষর প্যাটেলের বলে দীপক হুডার হাতে ধরা পড়েন কাইল মায়ের্স। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৪ রান করেন তিনি। ওয়♓েস্ট ইন্ডিজ ৬৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের।
৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
পাওয়ার প্লের ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটের বিনিময়ে ৬১ রান সংগ্রহ করেছে𝔍। ১৩ বলে ১৩ রান করেছেন মায়ের্স। ৬ রানে ব্যাট করছে📖ন পাওয়েল।
রান-আউট পুরান
পঞ্চম ওভারে অক্ষর প্যাটেলের বলে ৩টি ছক্কা ও ১টি চা🤡র মারেন পুরান। ওভারের শেষ বলে রান-আউট হয়ে মাঠ ছাড়েন💞 ক্যারিবিয়ান অধিনায়ক। ওভারে ২২ রান ওঠে। পুরান ৮ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজ ৪৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল।
থমাসকে ফেরালেন আবেশ
৩.১ ওভারে আবেশ খানের বলে দীপক হুডার হাতে ধরা পড়েন ডেভন থমাস। ৪ বলে ১ রান করেন থমাস। ওয়েস্ট ইন্ডিজ ২২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ২৭ রান। আবেশ ২ ওভারে ৯ রানের বি𝕴নিময়ে ২টি উইকেট নিয়েছেন।
কিংকে ফেরালেন আবেশ
১.৪ ওভারে আবেশ খানের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্র্যান্ডন কিং। ৩টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৩ রান করেন কিং। ওয়েস্ট ইন্ডিজ ১৮ রা🔥নে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভন থমাস।
ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করা শুরু
ও🔴য়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নামেন মায়ের্স ও কিং। বোলিং শুরু করেন ভুবনেশ্বর। প্রথম ওভারেই ২টি চার মারেন কিং। ১টি চার মারেন মায়ের্স। প্রথম ওভারে ১৪ রান ওঠে।
ওয়েস্ট ইন্ডিজের সামনে চ্যালেঞ্জিং টার্গেট
ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ র♔ান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৯২ রান। সঞ্জু স্যামসন ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩০ রান করে নট-আউট থাকেন। অক্ষর প্যাটেল ১টি চার🗹 ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
দীনেশ কার্তিক আউট
🍌১৮.১ ওভারে ওবেদ ম্যাককয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক। ৯ বলে ৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৬৪ রানে ৫ উই💯কেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। মাঠে নেমেই জোড়া ছক্কা হাঁকান অক্ষর। ভারত ১৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান তুলেছে। ৪ বলে ১৩ রান করেছেন অক্ষর। স্যামসন করেছেন ২১ বলে ২৮ রান।
১৫০ টপকাল ভারত
১৬ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সং🍨গ্রহ করেছে। ১৩ বলে ১৯ রান করেছেন সঞ্জু স্যামসন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২ রান করেছেন কার্তিক।
হাফ-সেঞ্চুরি হাতছাড়া পন্তের
১৪.৬ ওভারে ওবেদ ম্যাককয়ের বলে ড্রেকসের হাতে ধরা পড়ে যান ঋষভ পন্ত। নিশ্চিত হ൲াফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন পন্ত। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৪৪ রান করেন ⛄তিনি। ভারত ১৪৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। স্যামসন ১৬ রানে ব্যাট করছেন।
দীপক হুডা আউট
১১.২ ওভারে আলজারি জোসেফের বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড🔯়েন দীপক হুডা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২১ রান করেন তিনি। ভারত ১০৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ১২ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান।
১০০ টপকাল ভারত
১১তম ওভারে ভারত দলগত ১০০ রানের গণ্💧ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১০৭ রান। ১৭ বলে ২১ রান করেছেন দীপক হুডা। ১৯ বলে ২৫ রান করেছেন ঋষভ পন্ত।
অর্ধেক ইনিংস শেষ
১০ ও♛ভারের খেলা শেষ। ভারত ২ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে। ১৫ বলে ১৯ রান করেছেন দীপক হুডা। মেরেছেন ২টি চার। ১৫ বলে ১৬ রান করেছেন ঋষভ পন্ত। মে🦩রেছেন ২টি চার।
রান তোলার গতি কমল ভারতের
৮ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৭৭ রান। পন্ত ৮ বলে ৭ রান করেছেন। হুডা ১০ বলে ৯ রান করেছেন। দু'জনেই ১টি করে ꦕচার মেরেছেন﷽।
সূর্যকুমার যাদব আউট
৫.২ ওভারে আলজারি জোসেফকে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। তবে তার পরের বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার। ১টি চার ෴ও ২টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৪ রান করেন যাদব। ভারত ৬১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। পা✱ওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ২ উইকেটে ৬৫ রান সংগ্রহ করেছে।
রোহিত শর্মা আউট
৪.৩ ওভারে আকিল হোসেনকে ছক্কা মারেন রোহি। পরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হিটম্যান। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৩ রান ꦕকরে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ৫৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। ৫ ওভারে ভারতের স্কোর ১ℱ উইকেটে ৫৪ রান।
আগ্রাসী শুরু ভারতের
দ্বিতীয় ওভারে ড্রেকসের বলে ১টি চার মারেন রোহিত। তৃতীয় ওভারে ম্যাককয়ের বলে ২টি ছক্কা মারেন রোহিত। ১টি চার ও ১টি ছয় মারেন সূর্যকুমার। তৃতীয় ওভা🎀রে ২৫ রান ওঠে। ৩ ওভার শেষে টিম🅷 ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৩৯ রান। রোহিত ১১ বলে ২৫ রান করেছেন। সূর্যকুমার ৭ বলে ১৩ রান করেছেন।
ম্যাচ শুরু
সূর্যকুমার যাদবকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন আকিল হোসেন। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত। তৃতীয় বলে ১ রান নেন সূর্যকুমার। চতুর্থ বলে ২ রান নেওয়ার পরে পঞ্✱চম বলে চার মারেন হিটম্যান। প্রথম ওভারে ভারত ৮ রান সংগ্রহ করে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
ব্র্যান্ডন, শিমরন হেতমায়ের, ডমিনিক ড্রেকস, কাইল মায়ের্স, ডেভন থমাস, নিকোলাস পু🅰রান (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়, আকিল হোসেন ও আলজারি জোসেফ।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), ♕সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক, দীপক হুডা, আবেশ খা🤪ন, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং।
ভারতের প্রথম একাদশে তিনটি বদল
ভারত চতুর্থ ম্যাচে প্লেয়িং ইলেভেনে একসঙ্গে তিন♉টি রদবদল করে। রিজার্ভ বেঞ্চে যেতে হয় রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক প𝐆ান্ডিয়া ও শ্রেয়স আইয়ারকে। দলে ঢোকেন রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেব ও সঞ্জু স্যামসন।
টস জিতল ওয়েস্ট ইন্ডিজ
সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে টস জিতল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ক্যারিবিয়ান দলনায়ক শুরুতে ব্যাট করার 𓂃আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, ফ্লোরিডায় টস হেরে শুরুতে ব্যাটিং টিম ইন্ডিয়ার।
ম্যাচের সময় নিয়ে আপডেট দিল বিসিসিআই
মন্দ আবহাওয়ার জন্য নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। বি📖সিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, ভারতীয় সময় অনুযায়ী রান ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে টস। ম্যাচ শুরু হবে ৮টা ৪৫ মিনিটে। সুতরাং, নির্ধারিত সময় থেকে ৪৫ মিনিট দেরিতে শুরু হবে খেলা।
কমনওয়েলথ গেমসের ক্রিকেট থেকে পদক নিশ্চিত ভারতের
চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ক্রিকেট থেকে পদক নিশ্চিত করেছে ভারত। হরমনপ্রীত কউররা ফাইনালে উঠে অন্ততপক্ষে রুপোর পদক নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়ুন:- IND vs ENG Crickಞet: ফাইনালে উঠে ক্রিকেটে ঐতিহাসিক পদক জয় নিশ্চি🍌ত করল ভারত
পিছিয়ে গেল টস
মন্দ আবহাওয়ার জন্য নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নিꦿ। ম্যাচ শুরু হওয়ার কথা ভারতীয় সময় অনুᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚযায়ী রাত ৮টায়। সেই মতো টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৭টা ৩০ মিনিটে।
ফ্লোরিডায় আগেও ক্রিকেট খেলেছে ভারত
মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলা ভারতীয় দলের এই প্রথম নয়। বরং এর আগেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'টি আলাদা সিরিজে ফ্লোরিডায় খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। ২০১৬ সালে সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে ২টি টি-২০ ম্যাচে মাঠে নামে ভারত। ১টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নেয়। অপর 🤪ম্যাচটি ভেস্তে যায় মাঝপথেই। পরে ২০১৯ সালে ফ্লোরিডায় একজোড়া টি-২০ ম্যাচ খেলে ভারত। ২টি ম্যাচেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সুতরাং, এই নিয়ে মোট ৩ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেরিকার মাটিতে টি-২০ খেলছে ভারতীয় দল।
সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে
৫ ম্যাচের টি-২০ সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্য🅺বধানে। সুতরাং, ফ্লোরিডায় চতুর্থ ম্যাচে জয় তুলে নিতে পারলেই এক ম্যাচ বাকি থাকতে টি-২০ সিরিজ♕ পকেটে পুরবেন রোহিত শর্মারা।
তৃতীয় টি-২০ ম্যাচের ফলাফল
তৃতীয় টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তোলে। ৭৩ রান করেন কাইল মায়ের্স। পালটা ব্যাট করতে ꦿনেমে ভারত ১৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭৬ রান করেন সূর্যকুমার 🎃যাদব। ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল
দ্বিতীয় টি-২০ ম্যাচেও 🐬টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তবে ওবেদ ম্যাককয়ের আগুনে বোলিংয়ের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ভারত ১৯.৪ ওভারে ১৩৮ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময় ১৪১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ওবেদ।
প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট🔜ের বিনিময়ে ১৯০ রান তোলে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৬৪ ও দীনেশ কার্তিক অপরাজিত ৪১ রান করেন। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১২২ রানে আটকে যায়। ৬৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত। ম্যাচের সেরা হন কার্তিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।