৩ ম্যাচের ২টিতে জয় তুলে নিয়ে এ-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কমনওয়েলথ গেমস ক্রিকেটের সেমি🐼ফাইনালে ওঠে ভারত। শেষ চারে হরমনপ্রীত কউরদের সামনে ছিল আয়োজক ইংল্যান্ডের কড়া চ্যালেঞ্জ। শেষমেশ সেমিফাইনালের হার্ডল টপকে পদক (অন্ততপক্ষে রুপো) নিশ্চ💮িত করে ভারত।
ঐতিহাসিক পদক জয় নিশ্চিত ভারতের
ভারতের ৫ উইকেটে ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৬ উইকেটে ১৬০ রানে আটকে যায়। ৪ রানে ম্য়াচ জিতে ফাইনালে ওꩵঠে ভারত। সেই সঙ্গে চলতি বার্মিংহ্যাম কমনওেলথ গেমসের ক্রিকেট থেকে অন্ততপক্ষে রুপোর পদক নিশ্চিত করেন হরমনপ্রীত কউররা। ফাইনালে জিতে গোল্ড মেডেল গলায় ঝোলান⛎োর হাতছানি রয়েছে ভারতের মহিলা ক্রিকেটারদের সামনে। উল্লেখ্য, কোনও মাল্টি স্পোর্টস ইভেন্টে এই প্রথম ক্রিকেট থেকে পদক জিততে চলেছে ভারত।
৪ রানে জয়ী ভারত
শেষ ওভারে স্নেহ রানার প্রথম বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি বাউচার। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে হরমনপ্রীতের হাতে ধরা পড়েন ব্রান্ট। তিনি ২ বল খেলে খাতা খুলতে পারেননি। ব্যাট করতে নামেন একলেস্টোন। চতুর্থ বলে তাঁর ক্যাচ ছাড়েন হার্লিন দেওয়ল। সেই বলে ১ রান ওঠꦏে। পঞ্চম বলে ১ রান নেন বাউচার। শেষ বলে ছক্কা মারেন একলেস্টোন। ওভারে ৯ রান ওঠে। ৪ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে ভারত।
রান-আউট সিভার
১৮.৫ ওভারে রান-আ𝔉উট হয়ে মাঠ ছাড়েন ন্যাট সিভার। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৪১ রান করেন তিনি। ইংল্যান্ড ১৫১ রানে ৫ উইকেট হারায়। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকা൩র ১৪ রান।
রান-আউট জোনm
১৭.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন অ্যামি জোনস। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ বꦛলে ৩১ রান করেন অ্যামি। ইংল্যান্ড ১৩৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাইয়া বাউচার। ১৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৩৮।
শেফালির ওভারে ওঠে ১৫ রান
১৬তম ওভারে শেফালি ꦬবর্মা ১৫ রান খরচ করেন। ২টি চার মারেন জোনস। ইংল্যন্ডের স্কোর ৩ ꧃উইকেটে ১৩২ রান।
৫ ওভারে ইংল্যান্ডের দরকার ৪৮ রান
জয়ের জন্য শেষ ৫ ওভারে ইংল্যান্ডের দরকার ৪৮ রানꦚ। ১৫ ওভার শেষে ইংল্যান🧜্ডের স্কোর ৩ উইকেটে ১১৭ রান। ৩২ বলে ২৯ রান করেছেন ন্যাট সিভার। ১৪ বলে ১৫ রান করেছেন অ্যামি জোনস।
১০০ টপকাল ইংল্যান্ড
১৩ ওভা♛রে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। ২৭ বলে ২৪ রান করেছেন ন্য🐭াট সিভার। ৭ বলে ৭ রান করেছেন অ্যামি জোনস।
ওয়াটকে ফেরালেন রানা
৮.৬ ওভারে স্নেহ রানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ড্যানি ওয়াট। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন ওয়াট। ইংল্যান্ড ৮১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামি জোꦏনস।
রান-আউট ক্যাপসি
৬.২ ওভারে🐟 রান-আউট হয়ে সাজঘরে ফেরেন ক্যাপসি। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৩ রান করেন তিনি। ইংল্যান্ড ৬২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাট সিভার।
৫০ টপকাল ইংল্যান্ড
পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫৮ রান। ২১ বলে ২৮ রান করেছেন ড্যানি ওয়াট। ৬ ♏বলে ৮ রান করেছেন অ্যালিস ক্যাপসি।
ডাঙ্কলিকে ফেরালেন দীপ্তি
২.৫ ওভারে সোফিয়া ডাঙ্কলিকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন দীপ্তি শর্মা। ৪টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৯ রান করে মাঠ ছাড়𓃲েন ডাঙ্কলি। ইংল্যান্ড২৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেনꦓ অ্যালিস ক্যাপসি।
ইংল্যান্ডের রান তাড়া করা শুরু
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন ডাঙ্কলি ও ওয়াট। বোলি🌜ং শুরু করেন রেনুকা। শুরুতেই নো বলে চার মারেন ডাঙ্কল💟ি। রেনুকা পুনরায় প্রথম বল করলে ফের চার মারেন ডাঙ্কলি। ওভারের পঞ্চম বলে চার মারেন ওয়াট। ইংল্যান্ড প্রথম ওভারে ১৫ রান তোলে।
ইংল্যান্ডের দরকার ১৬৫ রান
শেষ ওভারের পঞ্চম বলে রান-আউট হন পূজা বস্ত্রকার। ভারত ১৬০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্নেহ রানা। শেষ বলে বাউন্ডারি মারেন জেমিমা෴। ভারত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৬৫। জেমিমা ৭টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন।
দীপ্তি আউট
১৯.৪ ওভারে ব্রান্টের বলে তাঁর হাতেই ধরা পড়েন দীপ্তি শর্মা। ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২২ রান করেন তিনি। ভারত ১৫৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নাম♍েন পূজা বস🤡্ত্রকার।
১৫০ টপকাল ভারত
১৯তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ভারতের স্কোর ৩ উইকে✃টে ১৫৫ রান। দীপ্তি ১৮ ও জেমিমা ৩৯ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন জেমিমা
১৮তম ওভারে ন্যাট সিভারের বলে ৩টি চার মারেন জেমিমা। ওভারে মোট ১৪ রান ওঠে। ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৬ রান। জেমিমা ২৬ বলে ৩🅘৩ রান করেছেন। ১৩ বলে ১৫ রান করেছেন দীপ্তি। উল্লেখ্য, ১৬.৬ ওভারে ব্রান্টের বলে দীপ্তির সহজ ক্যাচ ছা𒀰ড়েন কেম্প।
সোফির ওভারে উঠল ১২ রান
১৬তম ওভারে সোফি একলেস্টোনের বলে ২টি বাউন্ডারি মারেন দীপ্তি শর্মা। ওভারে মোট ১২ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৭ রান। দীপ্তি ১২ ও জেমিমা ১৮ রানে 💫ব্যাট করছেন।
হরমনপ্রীত আউট
১৩.১ ওভারে কেম্পকে ছক্কা মারেন হরমনপ্রীত। পরের বলেই বাউচারের হাতে ধরা পড়েন তিনি। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২০ রান করেন ভারতের ক্যাপ্টেন। ভারত ১০৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। ১৪🌳 ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৩ রান।
১০০-য় পৌঁছল ভারত
১৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০০ রান। হরমনপ্রীত ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৪ র💧ান করেছেন। জেমিমা ১১ বলে ১০ রান করেছেন। তিনি ১টি চার মের🐠েছেন।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে ভারত൩ের সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান। জেমিমা রডরিগেজ ৪ বলে ২ রান করেছেন। ৭ বলে ১ রান করেছেন হরমনপ্রীত।
মন্ধনা আউট
৮.৩ ওভারে সিভারের বলে স্কুপ শট খেলতে গিয়ে ওংয়ের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩🅠২ বলে ৬১ রান করেন মন্ধনা। ভারত ৭৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন✅ হরমনপ্রীত কউর।
শেফালি আউট
৭.৫ ওভারে কেম্পের বলে ব্রান্টের হাতে ধরা পড়েন শেফালি বর্মা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৫ রান করেন তিনি। ভারত ৭৬ রানে ১ উইকেট হারায়। ব্য▨াট করতে নামেন জেমিমা। মন্ধনা ৬১ রানে ব্যাট করছেন।
২৩ বলে হাফ-সেঞ্চুরি মন্ধনার
৫.১ ওভারে একলেস্টোনের বলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মন্ধনা। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান মন্ধনা। ভার🧸ত পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান তুলেছে। মন্ধনা ৫১ ও শেফালি ১৩ রানে ব্যাট 🐼করছেন।আরও পড়ুন:- Fastest 50: ভারতের হয়ে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন মন্ধনা
৫০ টপকাল ভারত
৫♕ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টুরে গেল ভারত। পঞ্চম ওভারে সিভারের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন স্মৃতি। ওভারে মোট ১১ রান ওঠে। ভারতের স্কোর বিনা উইকেটে ৫১ রান। মন্ধনা ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৪৬ রান করেছেন।
ঝড় তুললেন মন্ধনা
চতুর্থ ওভারে ওংয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন মন্ধনা। ওভারে মোট ১২ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের🔴 স্কোর বিনা উইকেটে ৪০ রান। ৬টি চার ও ১🔯টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৫ রান করেছেন মন্ধনা।
তৃতীয় ওভারেও ওঠে ১১ রান
তৃতীয় ওভারে ব্রান্টের বলে ২টি চার মারেন মন্ধনা। ওভারে মোট ১১ ꦫরান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স𝕴ংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২৪ রান করেছেন মন্ধনা।
দ্বিতীয় ওভারে ওঠে ১১ রান
অ্য🍃ালিস ক্যাপসির দ্বিতীয় ওভারে ২টি চার মারেন মন্ধন😼া। ওভারে ১১ রান ওঠে। ২ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭ রান। মন্ধনা ১৪ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন♏ স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ক্যাথেরিন ব্রান্ট। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন মন্ধনা। দ্বিতীয় বলে ১ রান নেন শেফালি। চতুর্থ বলে চার মারেন মন্ধনা। প্রথম ওভারে ৬ 𒊎রান ওঠে।
ইংল্যান্ডের প্রথম একাদশ
ড্যানি ওয়াট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, ন্যাট🐲 সিভার (ক্যাপ্টেন), অ্যামি জোনস (উইকেটকিপার), মাইয়া বাউচার, ক্যা𓆉থেরিন ব্রান্ট, সোফি একলেস্টোন, ফ্রেয়া কেম্প, ইসি ওং, সারা গ্লেন।
ভারতের প্রথম একাদশ
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, তানি𒁃য়া ভাটিয়া (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, রাধা যাদবꦜ, স্নেহ রানা, মেঘনা সিং ও রেনুকা ঠাকুর।
টস জিতল ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে টস জিতলেন হরমনপ্রীত কউর। টস জিতে ভারতের ক্যাপ্টেন শুরুতে ব্যাট ক🌳রার সিদ্ধান্ত নেন। সুতরাং, এজবাস্টনে রান তাড়া করবে আয়োজক ইংল্যান্ড।
গ্রুপে ভারতের ফলাফল
গ্রুপ লিগের প্রথম ম্যাচে ভারত ৩ উইকেটে হেরে যায় অস্ট্র🐟েলিয়ার কাছღে। দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করেন হরমনপ্রীত কউররা। তৃতীয় ম্যাচে ভারতীয় দল ১০০ রানে জয় তুলে নেয় বার্বাডোজের বিরুদ্ধে
জিতলেই পদক নিশ্চিত
এর আগে একবার মাত্র কমনওেলথ গেমসের আসরে ক্রিক♏েট অনুষ্ঠিত হয়েছিল। সেবার ভারত কোনও পদক জিততে পারেনি। এবার হরমনপ্রীত কউররা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারালেই অন্ততপক্ষে রুপোর পদক নিশ্চিত করবে। ফাইনালে উঠলে লড়াই চালানো যাবে গোল্ড মেডেলের জন্যও। তবে সেমিফাইনালে হারলে ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়তে হবে ভারতের মহিলা ক্রিকেট দলকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।