India vs West Indies 2nd Test Day 4 Live Score: দ্বিতীয় ইনিংসে ঝড়ের গতিতে রান তুলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া। টি-২০ ক্রিকেটের ঢংয়ে হাফ-সেঞ্চুরি করেন রোহিত শর্মা ও ইশান কিষান।
ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত বড় রান সংগ্রহ করে বটে, তবে ব্যাট হাতে পালটা লড়াই ফ🍨িরিয়ে দেওয়ার চেষ্টা চালায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের চতুর্থ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় উভয় দলের কাছে। ওয়েস্ট ইন্ডিজকে তাড়াতাড়ি অল-আউট করতে না পারলে চাপ বাড়ত রোহিতদের উপরে। সেক্ষেত্রে শেষ ইনিংসে ক্যারিবিয়ানদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দিয়ে তাদের অল-আউট করার পর্যাপ্ত সময় পাওয়া যেত কিনা সন্দেহ। তবে চতুর্থ দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে দাঁড়ি টেনে দেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ঝড়ের গতিতে রান তুলে ব্যাট ছেড়ে দেয় ভারত। রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ান দল।
24 Jul 2023, 03:33 AM IST
চতুর্থ দিনের খেলা শেষ
জয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ চতু��র্থ দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ৭৬ রান সংগ্রহ করেছে। সুতরাং, জয়ের জন্য শেষ দিনে তাদের দরকার আরও ২৮৯ রꩲান। ম্যাচ জিততে ভারতের দরকার আরও ৮টি উইকেট। তেজনারায়ন চন্দ্রপল ৯৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার মেরেছেন। ৩৯ বলে ২০ রান করে নট-আউট থাকেন ব্ল্যাকউড। তিনি ৩টি চার মেরেছেন। শেষ ইনিংসে ভারতের হয়ে ২টি উইকেটই নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
24 Jul 2023, 03:20 AM IST
অশ্বিনকে জোড়া বাউন্ডারি ব্ল্যাকউডের
২৮তম ওভারে অশ্বিনের বলে জোড়া বাউন্ডারি মারেন ব্ল্যাকউড। শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৬৪ রান। চন্দ্ꦓরপল ১৮ রানে ব্যাট করছেন। ১৪ রানে ব্যাট করছেন জার্মাইন ব্ল্যাকউড।
24 Jul 2023, 02:54 AM IST
৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
২২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৫১ রান।🅘 ১৬ রানে ব্যাট করছেন চন্দ্রপল।
24 Jul 2023, 02:44 AM IST
ম্য়াকেঞ্জিকে ফেরালেন অশ্বিন
১৯.৬ ওভারে অশ্বিনের বলে এলবি✅ডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ম্যাকেঞ্জি। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ শেষ ইনিংসে ৪৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্ল্য🅰াকউড।
24 Jul 2023, 02:36 AM IST
ব্রাথওয়েটকে ফেরালেন অশ্বিন
১৭.৬ ওভারে অশ্বিনের বলে জয়দেব উনাদকাটের🅠 হাতে ধরা পড়েন ক্রেগ ব্রাথওয়েট। ৫২ বলে ২৮ রান করেন তিনি। মারেন ৫টি চার। ওয়েস্ট ইন্ডিজ শেষ ইনিংসে দলগত ৩৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্য়াকেঞ্জি।
24 Jul 2023, 02:21 AM IST
রিভিউ নিয়ে বাঁচলেন ব্রাথওয়েট
১৩.১ ওভারে অশ্বিনের বলে ব্রাথওয়েটকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। বল স্টাম্পেই লাগছিল না।༺ ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২৯ রান। ২৩ রানে ব্যাট করছেন ব্রাথওয়েট।
24 Jul 2023, 02:02 AM IST
টাইট বোলিং মুকেশের
১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২৪ রান। ২১ রানে ব্যাট করছেন ব্রাথওয়েট। তিনি ৪টি চার মেরেছেন। চন্দ্রপল ২ রানে ব্যাট করছেন। মুকেশ কুমার ৫ ওভার বল করে ৪টি মেডেন-সহ মাত্র ৫ রান খরচ ক🍨রেছেন।
24 Jul 2023, 01:34 AM IST
রিভিউ খোয়াল ভারত
৩.৪ ওভারে মুকেশ কুমারের বলে ব্রাথওয়েটের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। রিভিউ ﷽নিয়েও সাফল্য পায়নি টিম ইন্ꦿডিয়া। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ১৪ রান।
24 Jul 2023, 01:18 AM IST
শেষ ইনিংসে রান তাড়া শুরু ওয়েস্ট ইন্ডিজের
যথারীতি তেজনারায়ণ চন্দ্রপলকে সঙ্গে নিয়ে শেষ ইনিংসে🐟 ওপেন করতে নামেন ক্রেগ ব্রাথওয়েট। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন ব্রাথওয়েট। পঞ্চম বলে ১ রান নেন চন্দ্রপল। প্রথম ওভারে ২ রান ওঠে।
24 Jul 2023, 12:53 AM IST
হাফ-সেঞ্চুরি ইশানের, ব্যাট ছাড়ল ভারত
২৪তম ওভারে কেমার রোচের বলে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষান। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩🍌৩ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান ইশান। ভারত ২৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলে দ্বিতীয় ইনিংসে ব্যাট ছেড়ে দেয়। ইশান ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। শুভমন গিল ১টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২৯ রান করে নট-আউট থাকেন। প্রথম ইনিংসের ১৮৩ রানের লিড মিলিয়ে ভারত এগিয়ে থাকে ৩৬৪ রানে। সুতরাং, জয়ের জন্য শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেন গ্যাব্রিয়েল ও ওয়ারিকান।
24 Jul 2023, 12:43 AM IST
১৫০ টপকাল ভারত
২২তম ওভারে দ্বিতীয় ইনিং൩সে দলগত ১৫০ রানের গণ্ডি টপকাল ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৫৭ রান। ভারতের হাতে লিড রয়েছে ৩৪০ রানের। ইশান কিষান ৩১ রানে ব্যাট করছেন। ২৬ রান করেছেন শুভমন গিল।
24 Jul 2023, 12:37 AM IST
২০ ওভারের খেলা শেষ
দ্বিতী﷽য় ইনিংসে ২০ ওভার ব্যাট করে ভারত ২ উইকেটᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের বিনিময়ে ১৪৫ রান সংগ্রহ করেছে। শুভমন গিল ৩০ বলে ২৩ রান করেছন। ইশান ১৭ বলে ২২ রান করেছেন।
24 Jul 2023, 12:18 AM IST
তৃতীয় সেশনের খেলা শুরু
গিলের বাউন্ডারিত🐷ে তৃতীয় সেশনের খেলা শুরু। ১৫.৫ ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের বলে চার মারেন গিল। ১৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর🦂 ২ উইকেটে ১২৪ রান। গিল ১৫ রানে ব্য়াট করছেন।
24 Jul 2023, 12:03 AM IST
চায়ের বিরতি নেওয়া হয় আগেই
বৃষ্টির জন্য ম্যাচ থমকে থাকায় চায়ের বিরতি নেওয়া হয় নির্ধারিত সময়ের আগেই। বৃষ্টি থেমেছে। আম্পায়াররা𒀰 মাঠ পরিদর্শনে নেমেছেন। নতুন করে বৃষ্টি না নামলে 📖ম্যাচ পুনরায় শুরু হওয়ার কথা স্থানীয় সময় অনুযায়ী ২টো ৪৫ মিনিটে।
23 Jul 2023, 11:05 PM IST
বৃষ্টি থেমেছে, চূড়ান্ত ব্যস্ত মাঠকর্মীরা
বৃষ্টি থামলেও জল♐ জমে রয়েছে কভারের উপরে। মাঠকর্মীরা চূড়ান্ত ব্যস্ত জমা জল সরিয়ে মাঠ খেলার উপযোগী করে তোলার চেষ্টায়। বোঝাই যাচ্ছে যে, খেলা পুনরায় শুরু হতে সময় লাগবে।
23 Jul 2023, 10:36 PM IST
৩০০ ছাড়াল ভারতের লিড, ফের বৃষ্টি
১৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ১১৮ রান। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে রয়েছে ৩০১ রানে। শুভ🥂মন গিল ১০ ও ইশান কিষান ৮ রানে ব্যাট করছেন। ১৫ ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টিতে ফের থমকায় ম্যাচের গতি।
23 Jul 2023, 10:28 PM IST
যশস্বী জসওয়াল আউট
লাঞ্চের বিরতির পরে প্রথম ওভারেই আউট হয়ে সাজঘরে ফিরলেন যশস্বী জসওয়াল। ১২.৪ ওভারে ওয়ারিকানের বলে বড় শট নিতে গি⛎য়ে বল গগনে তুলে বসেন যশস্বী। ক্যাচ ধরেন উইকেটকিপার জোশুয়া। ৩০ বলে ৩৮ রান করেন যশস্বী। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ভারত দ্বিতীয় ইনি🃏ংসে ১০২ রানে ২ উইকেট হারায়। বিরাট কোহলির নন, চার নম্বরে ব্যাট করতে নামেন ইশান কিষান।
23 Jul 2023, 09:49 PM IST
বৃষ্টি জারি
লাঞ্চের বিরতির মাঝেও বৃষ্টি জারি কুইন্স পার্ক ওভালে। সুতরাং, লাঞ্চের বিরতির পরেই তড়িঘড়ি খꦰেলা শুরু হওয়ার সম্ভাবনা কম।
23 Jul 2023, 09:09 PM IST
রোহিত শর্মা আউট, চতুর্থ দিনের লাঞ্চের বিরতি
১১.৫ ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের বলে আলজারি জোসেফের হাতে🌱 ধরা পড়েন রোহিত শর্মা। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। ভারত দ্বিতীয় ইনিংসে ৯৮ রানে 𒅌১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শুভমন গিল। ১২ ওভারের খেলা শেষ হওয়া মাত্রই বৃষ্টি নামে কুইন্স পার্ক ওভালে। ফলে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ভারতের স্কোর ১ উইকেটে ৯৮ রান। টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ২৮১ রানের। যশস্বী ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৭ রান করে ব্যাট করছেন। বৃষ্টিতে ম্যাচ থমকে যাওয়া মাত্রই চতুর্থ দিনের লাঞ্চের বিরতি ঘোষণা করা হয়।
23 Jul 2023, 08:54 PM IST
ঝোড়ো হাফ-সেঞ্চুরি রোহিতের
৪টি চার ও ৩টি ছক্♋কার সাহায্যে মাত্র ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ১০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইꦕকেটে ৯০ রান। রোহিত ৫৬ ও যশস্বী ৩১ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ২৭৩ রানের।
23 Jul 2023, 08:45 PM IST
আড়াইশো ছাড়াল ভারতের লিড
অষ্টম ওভারে আলজারি জোসেফের বলে ১টি ছক্কা মারেন রোহিত। ১টি চার মারেন যশস্বী। ৮ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উই꧂কেটে ৭২ রান। ভারতের হাতে লিড রয়েছে ২৫৫ রানের। রꦦোহিত ৩০ বলে ৪১ রান করেছেন। ১৯ বলে ২৮ রান করেছেন যশস্বী।
23 Jul 2023, 08:34 PM IST
ফের জীবনদান পেলেন রোহিত, ৫০ টপকাল ভারত
৫ܫ.৬ ওভারে আলজারি জোসেফের বলে রোহিত শর্মার ক্যাচ ছাড়েন ম্যাকেঞ্জি। রোহিত তখন ২৯ রানে ব্যাট করছিলেন। ৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৫৩ রান। রোহিত ৩০ ও যশস্বী ২০ রꦓানে ব্যাট করছেন।
23 Jul 2023, 08:30 PM IST
জীবনদান পেলেন রোহিত
৪.৫ ওভারে জেসন হোল্ডারের বলে রোহিত শর্মার সহজ ক্যাচ ছাড়েন শ্যানন গ্যাব্রিয়েল। রোহিত তখন ২৫ রানে ব্যাট করছিলেন। ওভারের শেষ বলে চার মারেন যশস্বী। ৫ ওভার শেষে দ্বিতীয় ইনি🌞ংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৮ রান।
23 Jul 2023, 08:26 PM IST
ফের ছক্কা রোহিতের
চতুর্থ ওভারে আলজারি জোসেফের ꦇদ্বিতীয় বলে চার মারেন রোহꦛিত। শেষ বলে ছক্কা হাঁকান হিটম্যান। ৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৪১ রান। রোহিত ১৬ বলে ২৫ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ২টি ছক্কা। ৯ বলে ১৪ রান করেছেন যশস্বী। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা।
23 Jul 2023, 08:21 PM IST
ছক্কা হাঁকালেন রোহিত
তৃতীয় ওভারে কেমার রোচের তৃতীয় বলে ছক্কা হাঁকান রোহিত শর্মা। ಌ৩💯 ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৩১ রান। রোহিত ১৫ ও যশস্বী ১৪ রানে ব্যাট করছেন।
23 Jul 2023, 08:14 PM IST
২০০ ছাড়াল ভারতের লিড
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আলজারি জোসেফ। প্রথম বলেই 🍒চার মারেন রোহিত শর্মা। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ২১ রান। ভারতের হাতে লিড রয়েছে ২০৪ রানের।
23 Jul 2023, 08:08 PM IST
ভারতের দ্বিতীয় ইনিংস শুরু
যথারীতি যশস্বী জসওয়ালকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন 𝔉রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন কেমার রোচ। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন যশস্বী। চতুর্থ বলে ১ রান নেন রোহিত। পঞ্চম বলে ছক্কা হাঁকান যশস্বী। শেষ বলে চার মারেন তিনি। প্রথম ওভারেই ১২ রান ওঠে। যশস্বী ৪ বলে ১১🐭 রান করেছেন।
23 Jul 2023, 07:55 PM IST
সিরাজের ৫ উইকেট, অল-আউট ওয়েস্ট ইন্ডিজ
১১৫.৪ ওভারে সিরাজের বলে এলবিডব্লি🃏উ হয়ে মাঠ ছাড়েন শ্যানন গ্যাব্রিয়েল। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫৫ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ১৮৩ রানের বড়সড় লিড নেয় ভারত। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন ওয়ারিকান। সিরাজ ৬০ রানে ৫ উইকেট নেন। ৪৮ রানে ২টি উইকেট নেন মুকেশ। এছাড়া জাদেজা ২টি ও অশ্বিন ১টি উইকেট দখল করেন।
23 Jul 2023, 07:50 PM IST
কেমার রোচকে ফেরালেন সিরাজ
১১৫.৩ ওভারে সিরাজের বলে ইশ𝔉ান কিষানের দস্তানায় ধরা পড়েন কেমার রোচ। ১৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫৫ র༒ানে ৯ উইকেট হারায়। ইনিংসে সিরাজের এটি চতুর্থ শিকার।
23 Jul 2023, 07:48 PM IST
২৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১১৪তম ওভারে প্রথম ইনিংসে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের 🥂স্কোর ৮ উইকেটে ২৫২ রান। ৭ রানে ব্যাট করছেন জোমেল ওয়ারিকান।
23 Jul 2023, 07:29 PM IST
জোসেফকে ফেরালেন সিরাজ
১১১.৪ ওভারে সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আলজারি জোসেফ। প্রাথমিকভাবে জোসেফকে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সাফল্য পা💦য় টিম ইন্ডিয়া। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৪ রান করেন জোসেফ। ওয়েস্ট ইন্ডিজ ২৪৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোমেল ওয়ারিকান। ১১২ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮ উইকেটে ২৪৫ রান।
23 Jul 2023, 07:24 PM IST
হোল্ডারকে ফেরালেন সিরাজ
চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে জেসন হোল্ডারকে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। ১০৯.৫🍷 ওভারে সিরাজের বলে ইশান কিষানের দস্তানায় ধরা পড়েন হোল্ডার। ৪৪ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ২টি চার। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৩৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেমার রোচ। ইনিংসে সিরাজের এটি দ্বিতীয় শিকার।
23 Jul 2023, 07:21 PM IST
দিনের প্রথম ওভারেই আথানাজেকে ফেরালেন মুকেশ
চতুর্থ দিনের প্রথম ওভারেই আলিক আথানাজের উইকেট তুলে🧸 নেন মুকেশ কুমার। ১০৮.৪ ওভারে মুকেশ কুমারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আলিক আথানাজে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন আথানাজে। ওয়েস্ট ইন্ডিজ ২২৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলজারি জোসেফ। মুকেশ ১৫ ওভার বল করে ৫টি মেডেন-সহ ৩৫ রানের বিনিময়ে 𒐪২টি উইকেট তুলে নেন।
23 Jul 2023, 06:39 PM IST
ম্যাচের গতিতে বাধ সাধতে পারে বৃষ্টি
ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে বৃষ্টির ভ্রুকূটি রয়েছে। যদিও তৃতীয় দি🍨নের বেশ কিছুটা সময় নষ্ট হয় বৃষ্টির জন্য। সুতরাং, ম্যাচের গতিতে ফের বাধ সাধতে পারে প্রকৃতি। শেষ ২ দিনে পুরো সময় হাতে নাও পাওয়া যেতে পারে, একথা মাথায় রেখেই লড়াই চালাতে হবে রোহিতদের।
23 Jul 2023, 06:09 PM IST
তৃতীয় দিনের স্কোর
বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২২🃏৯ রান সংগ্রহ করে। তারা সাকুল্যে ১০৮ ওভার ব্যাট করে। এখনও ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ান দল। ব্রাথওয়েট ৭৫, ম্যাকেঞ্জি ৩২, ব্ল্যাকউড ২০ ও জোশুয়া ১০ রানে আউট হন। আথানাজে ৩৭ ও হোল্ডার ১১ রানে নট-আউট থাকেন। ভারতের হয়ে ২টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট দখল করেন﷽ অশ্বিন, মুকেশ ও সিরাজ।
23 Jul 2023, 06:09 PM IST
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৩৮ রানে। ভারত সাকুল্যে ১২৮ ওভার ব্যাট করে। বিরাট কোহলি ১২১, রবীন্দ্র জাদেজা ৬১ ও রবিচন্দ্রন অশ্বিন ৫৬ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ ⛦উইকেটের বিনিময়ে ৮৬ রান তোলে। তারা ৪১ ওভার ব্যাট করে। ৩৩ রান করে আউট হন তেজনারায়ণ চন্দ্রপল। ক্রেগ ব্রাথওয়েট ৩৭ ও কার্ক ম্যাকেঞ্জি ১৪ রানে নট-আউট থাকেন।
23 Jul 2023, 06:09 PM IST
প্রথম দিনের স্কোর
ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৮৪ ওভার ব্যা෴ট করে ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রান তোলে। রোহিত শর্মা ৮০, যশস্বী জসওয়াল ৫৭, শুভমন গিল ১০ ও অজিঙ্কা রাহানে ৮ রানে আউট হন। বিরাট কোহলি ৮৭ ও রবীন্দ্র জাদেজা ৩৬ রানে অপরাজিত থাকেন।