শুভব্রত মুখার্জি:- ফের খারাপ খবর ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য। নাডা অর্থাৎ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির নিয়মানুযায়ী অ্যাথলিটদের তাদের হোয়ার অ্যাবাউট অর্থাৎ কখন, কোথায় আছেন সেই বিষয়ে বিস্তারিতভাবে তথ্য দিতে হয়। একটি নির্দিষ্ট ফর্ম্যাটে এই তথ্য জমা করতে হয় নাডার কাছে। আর তা সময় মতো না দিতে পারলে নির্বাসনের কবলে পড়তে হয়। ভাবনা জাট একজন উচ্চ পর্যায়ের ভারতীয় অ্যাথলিট । যাকে এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। নাডার তরফে তাঁকে ১৬ মাসের নির্বাসন দেওয়া হয়েছে। নিজের হোয়ার অ্যাবাউট সম🎶য় মতো তিনি নাডার কাছে জমা দিতে পারেননি। আর সেই কারণেই তাঁকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে।
আরও পড়ুন… আনোয়ার আলির বিষয়ে প্লেয়ার্স স্টেটাস কমিটি▨র সিদ্ধান্ত আগামী সপ্ত🗹াহে, নিষেধাজ্ঞার সম্ভাবনা
২০২২ সালে নাডার যে অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল তৈরি হয়েছিল তারাই এই শাস্তি ঘোষণা করেছে। নাডার তরফে গত অগস্টে সাময়িকভাবে ভাবনাকে নির্বাসন করা হয়েছিল। ফলে সেই সময়ে হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ফিরে আসতে হয় তাঁকে। ২০২৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি এই কারণে নামতে পারেননি। নাডার আইনেꦯর ২.৪ ধারায় ভাবনাকে ১৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩ সালের ১০ অগস্ট থেকে এই ১৬ মাসের নির্বাসন শুরু হচ্ছে। নাডার অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল ১০ জুলাই এই স༒িদ্ধান্তে উপনীত হয়। তবে এই সিদ্ধান্ত আগে নেওয়া হলেও বৃহস্পতিবারেই নাডা এই ঘোষণা করেছে তাদের ওয়েবসাইটে।
২.৪ ধারা অনুযায়ী টেস্ট মিস করলে, ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে না পারলে, হোয়ার অ্যাবাউট সম্বন্ধে সঠিক সময়ে জানাতে না পারলে এই তিনটি বিষয়ের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রেজিস্টার্ড টেস্টিং পুলে যেখানে ১২ মাসের মধ্যে যদি একজন অ্যাথলিট তাঁর এই ম্যানেজমেন্ট ঠিক করে না❀ করে তাঁকে শাস্তি পেতে হবে। ২৮ বছর বয়সি ভাবনা ২০২৩ সালের মে এবং জুন মাসে পরপর দুবার দুটি ডোপিং টেস্টে উপস্থিত হননি। ২০২২ সালের শেষ দিকেও নাডার নিয়ম না মানার কারণে তাঁকে সতর্ক করা হয়েছিল। ভাবনা জাট জানান মোবাইল অ্যাপ্লিকেশনে সমস্যার কারণে তিনি নাডার নিয়ম মানতে পারেননি। পাশাপাশি তিনি তাঁর ফোনটিও হারিয়ে যাওয়ার কারণে নাডার নিয়ম সময় মতো মানতে পারেননি। ফলে তৈরি হয় সমস্যা। ভাবনা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আমি সময়মতো ওটিপি পাচ্ছিলাম না। তারপর আমি আমার ফোনটাও হারিয়ে ফেলি। আর সেই কারণেই আমি আমার হোয়ার অ্যাবাউট সম্বন্ধে সঠিক সময়ে তথ্য দিতে পারিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।