ফরাসি♊ ওপেনের দ্বিতীয় রাউন্ডের কোয়ালিফায়ারে নিজের থেকে ২৩ ধাপ পিছনে থাকা চিলির আলেহান্দ্রো তাবিলোর কাছে পরাস্ত হন সুমিত নাগাল। ৩-৬, ৩-৬ ব্যবধানে স্ট্রেট সেটে হ𓃲েরে গ্র্যান্ডস্ল্যামের কোয়ালিফায়ার থেকে বিদায় নেন ভারতীয় টেনিস তারকা।
নিজের প্রথম রাউন্ডে একই স্কোরলাইনে ইতালির রর্বাতো মারকোরাকে পরাস্ত করে বুধবার সন্ধ্যায় ২৩ বছরের তাবিলোর বিরুদ্ধে কোর্টে নামেন নাগাল। প𝐆্রথম সেট হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটেও শুরুটা ভাল হয়নি তাঁর। প্রথমেই নাগালের সার্ভ ভাঙতে সক্ষম হন দক্ষিণ আমেরিকান তরুণ। তবে লড়াই ক𓂃রে ম্যাচে ফিরে আসেন নাগাল। কিন্তু ৩-১ এগিয়ে গিয়েও অবশেষে পরাজিত হন ভারতীয় টেনিস তারকা।
নাগালের পাশাপাশি ভারতের আরও সিঙ্গেলস তার🎉কা রামকুমার রামানাথনও পরাস্ত হন বিশ্বের প্রাক্তন ৩৩ নম্বর টেনিস তারকা, উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের কাছে। রামানাথন তাঁর প্রতিপক্ষের বিরদ্ধে কার্যত দাঁড়াতেই পারেননি। ১-৬, ২-৬ ব্যবধানে তিনিও স্ট্রেট সেটে হেরেই বিদায় নেন।
এর ফলে ফ্রান্সের ম𒊎াটির কোর্টে শেষ হল ভারতীয় সিঙ্গেলস প্রতিনিধিত্ব। অঙ্কিতা রায়না ও প্রজ্ঞেশ গুনেဣশ্বরণ আগেই নিজেদের ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন। গ্র্যান্ড স্লামে, বিশেষত সিঙ্গলস বিভাগে আরও একবার হতাশাজনক পারফর্ম্যান্সের দেখা মিলল ভারতীয় টেনিস তারকাদের থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।