ভꦗারতীয় ক্রিকেটাররা নন, ভারতীয় হকি খেলোয়াড়রাই সব থেকে ফিট, দাবি করলেন দুবারের অলিম্পিক্স পদকজয়ী হকি খেলোয়াড় হার্দিক সিং। সম্প্রতি এক সাক্ষাৎকে তিনি জানান, যে ইয়ো ইয়ো টেস্ট এবং ইয়ো ইয়ো ইন্টারমিটেন্ট রিকভারি টেস্টের মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেসের মান যাচাই করা হয়, সেই একই নিয়মে হকি প্লেয়ারদেরও ফিটনেস মাপা হয়, আর সেখানে তাঁরা ভারতীয় ক্রဣিকেটারদের থেকে অনেক এগিয়েই থাকেন। তাই দেশের মধ্যে সবথেকে ফিট তাঁরাই, দাবি করেছেন হার্দিক সিং।
আরও পড়ুন-প্রথম চারদিন কমবেশি বৃষ্টির পূর্ব♓াভাꦜস, কানপুরে জেতা শক্ত হতে পারে রোহিতদের
হার্দিক সিং বলছেন, ‘ পি আর শ্রীজেশ গোলরক্ষক, সেখানে ওরই ইয়ো টেস্টে স্কোর আসে ২১, আর ভারতে ক্রিকেটারদের তো গড় সংখ্যা ১৯-২০। সেখানে ওদের বলা হয় ওরা ফিটেস্ট। যদি দেখা যায়, তাহলে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ইয়ো ইয়ো টেস্টের নিরিখে ত🌟ুলনা হতে পারে ভ💃ারতীয় মহিলা হকি খেলোয়াড়দের, ওদেরই তো ইয়ো ইয়ো টেস্টে ফিটনেস স্কোর ১৭-১৮’।
পি আর🎃 শ্রীজেশ ভারতীয় দলের গোলরক্ষক ছিলেন। দুবারের অলিম্পিক্স পদক জয়ের পরই তিনি খেলা থেকে অবসর ঘোষণা করেন। এরপরই হকি ইন্ডিয়ার তরফ থেকে তাঁকে ভারতীয় জুন♛িয়র হকি দলের কোচের পদে বসানো হয়েছিল। ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সের পর এবারেও প্যারিসে ব্রোঞ্জ জেতে ভারতীয় হকি দল। অর্থাৎ ধারাবাহিকভাবে সাফল্য দেখান হার্দিকরা, তারপরই তিনি দাবি করলেন দেশের সব থেকে ফিটেস্ট খেলোয়াড় তাঁরাই।
প্রসঙ্গত গত কয়েক বছর ধরেই ক্রিকেটে বিরাট কোহলির ফিটনেস দেখেই সকলে মনে করে থাকেন তিনিই সব থেকে ফিট ক্রীড়াবিদ দেশের মধ্যে। যদিও ক্রিকেটের বিরাটের মতো ফুটবলের সুনীল ছেত্রীও দেখিয়েছেন ফিটনেস কাকে বলে। এবার হকিতে জোড়া অলিম্পিক্স পদকজয়🐎ী হার্দিক সিংও বুঝিয়ে দিতে চাইলে, বিরাট কোহলি দেশের সব থেকে বড় ক্রীড়াবিদ হতে পারে, কিন্তু উনি সব থেকে ফিট ক্রীড়াবিদ নন। হার্দিকের কথা অনুযায়ী, ' পিআর শ্রীজেশ গোলরক্ষক হয়েই ওর ইয়ো ইয়ো টেস্টে স্কোর থাকে ২১, সেখানে আমাদের গড় স্কোর থাকে ২২-২৩ এর কাছাকাছি। ক্রিকেটে যতটুকু আমি জানি ১৭-১৮ মতো স্কোর হয়। ফলে ক্রিকেটের সঙ্গে তুলনা আসেনা হকি খেলোয়াড়দের ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।