১৯ বছর বয়সী ভারতীয় বংশদ্ভূত টেনিস খেলোয়াড় নিশেষ বাসভরেড্ডি আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ ⭕করতে চলেছেন। বাসবরেড্ডি সম্প্রতি চ্যালেঞ্জার্স প্রতিযোগিতায় বেশ কয়েকটি ম্যাচেই ভালো☂ রেজাল্ট করেছেন। তিনি দুটি ফাইনালে হেরেছেন, একটি সেমিফাইনালেও উঠেছেন। মেলবোর্নের ওয়াইল্ড কার্ড পেচে চলেছেন তিনি
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাꦕট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থ🉐া সরফরাজের!
২০২𝐆৪ ইউএস ওপেনের কোয়ালিফাইয়িং ড্রতে খেলেছিলেন। এখন গ্র্যান্ডস্লাম অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। ১ বছর আগে বাসবরেড্ডি চলে গেছিলেন তুরিনে। সেখানে কার্লোস আলকারাজসহ বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছিলেন। চলতি বছরের মে-তে আইটিএ ক্রতালিকায় ১২ ন🎃ম্বরে শেষ করেন তিনি। এটিপি ক্রমতালিকায় ১৫২ নম্বরে রয়েছেন বাসবরেড্ডি।
বাসবরেড্ডিকে আর্থিকভাবে সাহায্য করে দ্য রাজীব রাম ফাউন্ডেশন। এটিপি টুর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যখন তুমি জানো যে সব সময় সমর্থন পাবে, আর্থিকভাবেও সমর্থন পাবে, এই বিষয়টা খুব বড়। রাজীব আমার কেরিয়ারের উন্নতি♏র জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ও যেহেতু অনেক প্রতিযোগিতায় খেলেছে তাই ওর ꦦথেকে পাওয়া উপদেশ না অভিজ্ঞতা খুব খুব প্রয়োজন ছিল’।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতেಞর পরিবারে নতুন অতিথি! ৩ ⭕থেকে ৪ হলেন…
দ্য লিটল রক চ্যালেঞ্জার্স প্রতিযোগিতায় জুন মাসে, ও সেমিফাইনালে উঠেছিল। এরপর প্রথম ৪০০এ ঢুকে পড়ে। এরপর ব্লুফিল্ড হিল ফাইনালে ওঠে। এরপর হামাদ মেদজেদোভিচের বিপক্ষে তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডের ম্যাটচে ইউꦆএস ওপেনে, হেরে যায়। টিবুরনে ও নিজের প্রথম চ্যালেঞ্জার্স ট্রফি জেতে।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যা♒ট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্র🐓াক্তন তারকার…
এরপর আবার এটিপি ফাইনালের প্রতিযোগিতায় খেলবেন বাসবরেড্ডি। ও বলছেন, ‘আমার মনে হয় এগুলো জুনিয়রদের জন্য খুবই ভালো। কারণ মেন টুরগুলোয় না খেললে লোকচক্ষ💞ে আসা যায় না। কার্লোস আলকারাজ প্রতিযোগিতা জিতেছে। সেখানে সেরা ১০ খেলোয়াড়ও খেলেছে। আমিও ওদের দেখে শেখার চেষ্টা করেছি অনেক কিছু ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।