শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হয়েছে ভারত বনাম বাংলাদেশ মহিলা দলের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সফরে ভারত ২-১ ফলে টি-২০ সিরিজ জেতে।এরপরেই ছিল ওয়ানডে সিরিজ। সেই সিরিজ ১-১ ফলে ড্র হয়। তৃতীয় ম্যাচটি মিরপুরে টাই হয়ে যায়। এই ম্যাচের পরেই যত বিতর্ক তৈরি হয়। আম্পায়ারিং ন🌸িয়ে ক্ষোভ উগড়ে দেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তাঁকে আউট দেওয়ার পরে আউটের সিদ্ধান্ত পছন্দ না হওয়ার ফলে স্ট্যাম্পেই ব্যাট দিয়ে সজোরে আঘাত করে বসেন হরমনপ্রীত কৌর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি বাংলাদেশ ক্রিকেটার এবং আম্পায়ারদের নিয়ে কটূক্তি করতে ছাড়েননি। এবার সেই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন বাংলাদেশের মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাঁর মতে ভারতীয় দল তাঁদের প্রাপ্য সম্মানটুকু দেয়নি। অধিনায়ক হরমনপ্রীত কৌর তাদের উদ্দেশ্যে অযথা কটু কথা বলেছেন।
প্রসঙ্গত ২০২১ সালে বাংলাদেশের সিনিয়র মহিলা দলের অধিনায়ক হন নিগার সুলতানা। বাংলাদেশ দলের এই কিপার ব্যাটারের অধীনে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে প্রত্যাশার থেকেও ভালো পারফরম্যান্স করেছে বাংলাদেশ। টি-২০ সিরিজে তারা হারলেও যথেষ্ট লড়াই করেছে। ওয়ানডে ইতিহাসে ভারতের বিরুদ্ধে তারা প্রথম জয় ছিনিয়ে নেয়। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে একটা সময় জয়ের জায়গায় ছিল ভারতীয় দল। সেখান থেকে ভারতের শেষ ছটি উইকেট তারা চটজলদি ফেলে দিয়ে জয় নিশ্চিত করে। যদিও এই ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন থাকছেই।🔴 কাঙ্ক্ষিত মানের আম্পায়ারিং কখনও পৌঁছতে পারেনি।আর সেই কারণেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন হরমনপ্রীত কৌর। যদিও তাঁর রাগের বহিঃপ্রকাশের ভঙ্গি নিয়ে প্রায় সকলেরই আপত্তি রয়েছে।
বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিগার সুলতানা বলেছেন, ‘আমরা আশা করেছিলাম ভালো খেলার জন্য ওঁরা আমাদেরকে ধন্যবাদ জানাবে। আমাদেরকে আরও ভালো খেলতে উৎসাহ দেবে। যা আমাদের ক্রিকেটারদেরকে অনুপ্রেরণা দেবে আরও ভালো কিছু করার। তবে ওঁরা (ভারতীয় দল) যা করল একেবারেই কিন্তু ভালো বার্তা দেয়নি। দুটি দল ফটো সেশনে দাঁড়িয়ে ছিল। সেখানে দাঁড়িয়ে অযৌক্তিক ওইসব মন্তব্য করার কোন মানেই হয় না। কারণ ক্রিকেটাররা কিন্তু পারে বিষয়টি নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানাতে। আমাদের বিষয়টা খুব খারাপ লেগেছিল। আমাদেরকে ওঁরা (ভারতীয় দল) একটুও সম্মান দেখাচ্ছিল না। তখন আমি মনে করি এখানে এইভাবে অপমানিত হয়ে দাঁড়িয়ে থেকে কোন লাভ নেই। আমি আমার সতীর্থদꦕের সম্মান করি। আর এইসব বাজে আচরণ আমার পক্ষে তাই মেনে নেওয়া সম্ভব ছিল না। ক্রিকেট খেলাটা কিন্তু শৃঙ্খলার খেলা। এখানে যে আচরণ একজন করবে তা কিন্তু নবীন সহ সকলের মনে ছাপ ফেলতে বাধ্য। ম্যাচ চলাকালীন অনেকেই অনেক সময় মেজাজ হারায়। তবে ম্যাচের পরেও সেই রেশ টেনে নিয়ে যাওয়াটা একেবারেই অনুচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।