শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের রেস ওয়াকে হতাশ করলেন ভারতের ক্রীড়াবিদরা। এই বিভ🐻াগে ভারত পদক পাবে এমন আশা অতি বড় ভারতীয় সমর্থকও করেননি। তবে একটা ভালো লড়াই, ভালো পারফরম্যান্স আশা করেছিলেন সকলেই।
তবে সকলকে হতাশ করলেন ভারতের দৌড়বিদ𝓀রা। রেস ওয়াকের পুরুষ বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি দৌড়বিদ অক্ষদীপ সিং, বিকাশ সিং এবং পরমজিৎ সিং বিস্ত। তাঁরা তাঁদের কেরিয়ারের সেরা পারফরম্যান্সের কাছেও পৌঁছাতে পারলেন না। ছেলেদের বিভাগ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে 🎀তাঁদের।
অন্যদিকে মেয়েদের বিভাগে সোনা জিতল💞েন চিনের ইয়াঙ্গ জিয়াউ। তাঁর পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছ🐻েন বিশেষজ্ঞরা। তাঁর নিকটতম স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীর থেকে সবসময়ে তিনি এগিয়ে ছিলেন রেসে। কোনও সময়েই মনে হয়নি তিনি পিছিয়ে পরতে পারেন। এতটাই আধিপত্য রেখে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।
পুরুষ বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে নামা অক্ষ🙈দীপ সিং পুরো রেস শেষ করতে পারেননি। তার আগেই তাঁর পায়ে ক্র্যাম্প ধরাতে তিনি বের🎃িয়ে যান। ২০ কিলোমিটার রেস ওয়াকে মাত্র ৬ কিলোমিটার হয়ে যাওয়ার পরপরেই তিনি বেরিয়ে যান। তবে বাকি দুই প্রতিযোগী বিকাশ সিং এবং পরমজিৎ সিং তাঁদের রেস শেষ করেছেন। বিকাশ শেষ করেছেন ৩০তম স্থানে। আর অন্যদিকে পরমজিৎ শেষ করেছেন ৩৭তম স্থানে।
তবে জাতীয় রেকর্ডের অধিকারী অক্ষদীপ সিং দুর্ভাগ্যজনকভাবে তাঁর রেস শেষ করতে পারেননি। বিকাশ তাঁর🦩 রেস শেষ করতে সময় নেন এক ঘন্টা🐻 ২২ মিনিট ৩৬ সেকেন্ড। সেখানে দাঁড়িয়ে পরমজিৎ সময় নিয়েছেন এক ঘন্টা ২৩ মিনিট ৪৮ সেকেন্ড।
ঘটনাচক্রে পুরুষদের এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইকুয়েডর𒁃ের ব্রায়ান ড্যানিয়েল পিনটাডো। তিনি সোনা জিততে সময় নিয়েছেন ১ ঘন্টা ১৮ মিনিট ৫৫ সেকেন্ড। দ্বিতীয় স্থানে শেষ করেছেন ব্রাজিলের কাইও বোনফিম। তাঁর সময় লেগেছে ১ ঘন্টা ১৯ মিনিট ৯ সেকেন্ড। তৃতীয় স্থানে থাকা স্পেনের আলভরো মার্টিন যিনি এই মুহূর্তের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি নিয়েছেন ১ ঘন্টা ১৯ মিনিট ১১ সেকেন্ড সময়। টোকিও অলিম্পিক গ🍰েমসের সোনা জয়ী মাসিমো স্টানো ১ ঘন্টা ১৯ মিনিট ১২ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছেন চতুর্থ স্থানে।
অন্যদিকে মেয়েদের ২০ কিলোমিটার রেস ওয়াকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা গোস্বামী। তিনিও প্রথম দশে শেষ করতে পারেননি। এই বিভাগে সোনা জিতেছেন চিনের ইয়াঙ্গ জিয়াউ। এক ঘন্টা ২৫ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ করেছেন তাঁর দৌড়। দ্বিতীয় স্থানে শেষ করেছেন স্পেনের মারিয়া পেরেজ। তিনি এক ঘন্✱টা ২৬ মিনিট ১৯ সেকেন্ডে শেষ করেছেন তাঁর দৌড়। এক ঘন্টা ২৬ মিনিট ২৫ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার জেমিমা ম꧟নটাগ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।