বিশ্ব দাবা প্রতিযোগিতায় দুরন্ত কামব্যাক করলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তেমন বড় কোনও ঘটনা ঘটেনি। তিনি মুখোমুখি হয়েছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনের বিরুদ্ধে। চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে মঙ্গলবার কালো ঘুটি নিয়ে খেলছিল🦄েন গুকেশ। প্রথমে ওপেনিং🥃 গেমে ১৪ গেমে সোমবার হেরে গেছিলেন গুকেশ।
মঙ্গলবার দ্বিতীয় সেচে কালো ঘুটি নিয়ে দুরন্ত পারফরমেন্স দেখান গুকে♎শ।,চিনের ডিং লিরেনের কাছে তেমন কিছু করারও ছিল না। ফলে তিন💝ি ম্যাচ ড্রই করেন এবং পয়েন্ট ভাগাভাগি করতে হয় ডি গুকেশের সঙ্গে। ম্যাচের পর চেন্নাই থেকে উঠে আসা গ্র্যান্ডমাস্টার বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নশিপের ম্যাচে কালো ঘুটি নিয়ে ড্র করা সব সময়ই ভালো লাগে, তবে এখন সবে শুরু। আমাদের আরও অনেক দীর্ঘ ম্যাচ রয়েছে ’।
সোমবার দিনটা গুকেশের জন্য একদমই ভালো ছিল না। কো♑নও কিছুই যেন কাজে লাগছিল না তাঁর। তবে মঙ্গলবার দিনটা পুরোপুরি বদলে যায় তাঁর জীবনে। এর থেকে ভ𒀰ালো কিছু হয়ত গুকেশ নিজেও চাইতেন না। কালো ঘুঁটি নিয়ে ২৩তম দান দেওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। লিরেন এই ম্যাচে মোটেই আক্রমণাত্মক খেলেননি।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আন💫ন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
প্রথম গেমে পুরো পয়েন্টের অ্যাডভান্টেজ থাকায় বেশি পয়েন্ট পেতে গিয়েౠ লিড হারাতে চাননি লিরেন, সেই কারণেই তিনি একটু ধীরে খেললেন বলে মনে করা হচ্ছে। রাশিয়ার ইয়ান নেপোমিনিয়াচির বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিরেন গত বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পরপর তিনবার পিছিয়ে পড়েও ফিরে এসেছিল।৩২ বছর বয়সী লিরেন বলছেন,'প্রথম গেমে আমি নতুন কিছু করার চেষ্টা করেছিলাম। অনেক কিছু মনে রাখতে হয়। আ𒆙মি আজকে একদম সাধারণ খেলা খেলিনি, আমি অনেক প্রস্তুতি নিয়েই খেলেছি'।
আরও পড়ু🗹ন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদি❀ন ঘোষণা হতে পারে ভেনু
১৮ বছর বয়সী গুকেশ বিশ্ব দাবা চ্যাম্পিয়নের♔ দৌড়ে কনিষ্ঠতম চ্যালেঞ্জার। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিততে মুখিয়ে থাকছেন গুকেশ। সদ্য দাবা অলিম্পিয়াডে ভারতীয় দল পুরুষ এবং মহিলা উভয় দলই সোনা জিতেছিল। ফলে এবারে ভারতীয় দাবাড়ু গুকে𒊎শের থেকেও দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনেক আশা রয়েছে ভারতের।
Video- বিরাট কোহলি𝓡র ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
গুকেশ বলছেন, ‘সব সময়ই বিশ্বচ্যাম্পিয়𝕴নশিপে খেলার একটা চাপ থাকে। তবে এটা আমি গর্বের বিষয় হিসবেই দেখি আমার দেশকে আর আমার দেশের মানুষের প্রতিনিধিত্🃏ব করতে পেরে। আপাতত আমি একটা একটা করে খেলায় মনযোগ করছি, আশা করব প্রতিযোগিতা আমার পক্ষেই আসবে শেষ পর্যন্ত ’। গুকেশের গুরু বিশ্বনাথন আনন্দ এই শিরোপা জিতেছেন পাঁচবার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।