শুভব্রত মুখার্জি: চলতি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ইতিমধ্যেই ভারতীয় দল একাধিক পদকজয় সম্পন্ন করেছে। তবে চ👍লতি আসরের প্রথম পদকটা ভারত পেয়েছে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚভারোত্তোলক সংকেত সিং সরগারের হাত ধরে। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত। সেই সঙ্কেতের একটি ছবি নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ডব্লুডব্লুইর কিংবদন্তি জন সিনা। বলা ভালো ছবি পোস্ট করে কার্যত বার্তা বা শুভেচ্ছা বার্তাই তিনি জানিয়েছেন সংকেতকে। যা দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত সিনার ভারতীয় সমর্থকরা।
প্রসঙ্গত সিনা সঙ্কেতে😼র ছবি প🌳োস্ট করলেও ক্যাপশনে কিছু লেখেননি। তিনি চলতি গেমসে সঙ্কেতের ইভেন্টের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দ🍎েখা যাচ্ছে ভার অর্থাৎ ওজন নিজের মাথার উপর উত্তোলন করে কমনওয়েলথ গেমসের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন সংকেত। হয়ত ꧟এর মধ্যে দিয়েই জন সিনা তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন সঙ্কেতের কাছে। যা দেশে স্বাভাবিকভাবেই খুলি সিনার ভারতীয় সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় সিনাকে তারা ভূয়সি প্রশংসায় ভরিয়েছেন।
উল্লেখ্য এটাই প্রথম নয় এর আগেও সিনা ভারতীয় ক্রী🅠ড়িবিদদের ছবি পোস্ট করেছিলেন।তিনি একবার বিরাটের ছবি পোস্ট করেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সিনার পোস্টের ইউনিক বিষয় হল তিনি পোস্ট করলেও কোনও পোস্টের ক্যাপশন লেখেন না। সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বিভিন্ন সময়ে পোস্ট করে থাকেন। প্রসঙ্গত সঙ্কেত নিজের ইভেন্টে ২৪৮ কেজি তুলে রুপো জেতেন। যার মধ্যে ১১৩ কেজি তিনি স্ন্যাচ এবং ১৩৫ কেজি তিনি ক্লিন এবং জার্ক বিভাগে তোলেন। মহারাষ্ট্রের এই লিফ্টার আর্মে চোট না পেলে তার সোনা জয় নিশ্চিত ছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।