বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল, প্রমাণ মিলল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি দ্বি-পাক🐈্ষিক সিরিজেই। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে সিরিজের পঞ্চম ম🌞্যাচেও এক তরফা ভাবেই উড়িয়ে দিলেন ভারতের মেয়েরা। বোলারদের দুরন্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত। তাদের দাপটেই গুড়িয়ে গেল প্রোটিয়ারা।
এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে একেবারে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার। যশশ্রী ৩ ওভার বল করে ১৪ রান দিয়ে তিন উইকেট তুলে দেন। এ ছাড়া পার্শ্ববী চোপড়া, সোনম যাদব এবং ফাল♏াক নাজির নাজ দু'টি করে উইকেট নিয়েছেন। ভারতের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে💛 দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
আরও পড়ুন: KKR ক্যাপ্টেনকে ভারত অধিনায়ক হিসেবে দে🌌খতে চান তাঁর গুরু নায়ার
কাইলা রেইনেকে করেন ২০ রান। আর🧸 দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ওলুহলে সিয়ো করেন ১২ রান। এর বাইরে কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেনি। পাঁচ জন ডাক করেই সাজঘরে ফেরেন। ১৩.২ ওভারে ৫০ পার করার পরেই অলআউট হয়ে যায় দ🧸ক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: রোহিত,কোহলিদের পাকাপাকি বাদ দিলে হার্দিককেই তো অধ༒িনায়ক করতে হবে,সাফ✃ কথা গম্ভীরের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।