টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন হরমনপ্রীত কাউর। ভারতীয় ব𝔍োলারদের খারাপ বোলিংয়ের সুযোগ নিয়ে ১ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। দীপ্তি শর্মা শুরুতেই অ্যালিসা হিলিকে (১৫ বলে ২৫ রান) আউট করেছিলেন। এর পর ভারত কিন্তু আর কোনও উইকেট ফেলতে পারেনি অস্ট্রেলিয়ার। তালিয়া এবং বেথ মুনি মিলে ১৫﷽৮ রানের পার্টনারশিপ গড়ে। আর এই দুই তারকার হাত ধরেই অস্ট্রেলিয়া করে ফেলে ১৮৭ রান। ৫৪ বলে অপরাজিত ৮২ করেন বেথ মুনি। ৫১ বলে ৭০ করেন তালিয়া।
রান তাড়া করতে নেমে ভারও শুরুটা খারাপ করেনি। শেফালি এবং স্মৃতি মিলে প্রথম উইকেটে ৭৬ রানের প𒉰ার্টনারশিপ গড়েন। তবে ২৩ বলে ৩৪ করে আউট হন শেফালি। ৪৯ বলে ৭৯ করে আউট হন স্মৃতি। সেখানে ভারত ধাক্কা খেলেও, রিচা ঘোষ ভারতকে জয়ের লক্ষ্যে নিয়ে যান। ১৩ ব⭕লে ২৬ করেন তিনি। তবে শেষ বলে চার মেরে ম্যাচ টাই করে আসল বাজিমাত করেন দেবীকা বৈদ্য। সাতে ব্যাট করতে নেমে ৫ বলে ১১ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
ভারতের মেয়েরা প্রথম বার আন্তর্জাতিক মঞ্চে সুপার ওভার খেলেন। অস্ট্রেলিয়ার এটি চতুর্থ বারষ তবে প্রথম বারেই বাজিমাত করেন হরমনরা। সুপার ওভারে ১ উইক🍸েট হারিয়ে ভারত তোলে ২০ রান। অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে করে ১৬ রান। ম্যাচ পকেটে পুড়ে ফেলে ভারত।
সুপার ওভারে জিতল ভারত
সুপার ওভারে ১ উইকেট হারিয়েꦜ ১৬ রান করে অস্ট্রেলিয়া। আর সেই সঙ্গে ভারত ম্যাচ পকেটে পুড়ে ফেলে। উত্তেজনা, পরতে পরতে নাটক- সব অধ্যায় পার করে ভারত শেষ পর্যন্ত সিরিজে সমতা ফেরায়।
সুপার ওভারে ভারতের সংগ্রহ ২০ রান
সুপার ওভারে রিচা প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ভালো শুরু করেন। কিন্তু তিনি দ্বিতীয় বলে আউট হয়ে যানꦐ। হরমন নেমে ১ রান নিয়ে স্ট্রাইক দেন স্মৃতিকে। স্মৃতি চতুর্থ বলে চার মারেন। পঞ্চম বলে ছক্কা হাঁকান। শেষ বলে স্মৃতি নেন ৩ রান। সুপার ওভারে মোট ২০ রান হয় ভারতের।
সুপার ওভারে রিচা ঘোষ এবং স্মৃতি মান্ধানা নেমেছেন
সুপার ওভারে রিচা ঘোষ এবং স্মৃতি মান্ধানা নেমেছেন খেলতে। তবে প্রথম বলে ৬ মেরে দ্বিতীয় বলে আউট হয়ে যান রিচꦅা।
সুপার ওভারে গড়াল খেলা
ম্যাচ টাই হয়ে যাওয়ার সুপার ওভারে গড়াল খেলা। ভার🎃ত প্রথম বღার আন্তর্জাতিক মঞ্চে সুপার ওভার খেলছে।
ম্যাচ টাই
শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। ভারত প্রথম ৫ বলে রান করে যথাক্রমে ১-৪-১-২-১। অর্থাৎ ৯ রান হয় প্রথম ৫ বলে। শেষ বলে জিততে হলে ভারতকে 🐬করতে হত ৫ রান। শেষ বলে ৪ মারেন দেবীকা। ম্যাﷺচ টাই হয়ে যায়।
আউট হলেন দীপ্তি
হেদারের বলে অ্যালানা কিং-এর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন দীপ্তি। তিনি ৪ বল খেলে মাত্র ২ রান করেছেন। ১৯ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান ভারতের।🐽 শেষ ওভারে চাই ১৪ রান। নিঃসন্দেহে কঠিন কা🀅জ। তবে অসম্ভব নয়। ক্রিজে রয়েছেন রিচা ঘোষ (১০ বলে ২২ রান) এবং দেবীকা বৈদ্য (২ বলে ২ রান)।
সাজঘরে ফিরলেন স্মৃতিও
৪৯ বলে ৭৯ করে আউট হলেন স্মৃতি। ভারতের লড়াই এ বার বেশ কঠিন হয়ে গেল। অ্যানাবেল সাদারল্যান্ডের বলে বোল্ড হন তিনি। তাঁর এই ইনিংসে রয়েছে ৯টি চার এবং চারটি ছয়। স্মৃতির পরিবর্তে এসেছেন দীপ্তি শর্মা। রিচা নেমেছিলেন হরমনের পরিবর্তে। এখন বড় দায়ি🎉ত্ব এই দুই ক্রিকেটারের হাতে। ১৭ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান ভারতের। ৩ বলে ৭ রান রিচার। ১ বলে ১ করেছেন দীপ্তি।
আউট হলেন হরমন
হরমনপ্রীত কাউর🌳 গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট ছু🌟ঁড়ে দিয়ে সাজঘরে ফিরলেন। হেদারের বলে বাজে শট খেলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হরমন। নিঃসন্দেহে বড় ধাক্কা ভারতের। পরিবর্তে ক্রিজে এলেন রিচা ঘোষ। ১৬ ওভারে ৩ উইকেট ১৪২ রান ভারতের। ৪৬ বলে ৭৩ করে লড়াই চালাচ্ছেন স্মৃতি।
১০০ পার ভারতের, স্মৃতি হাফসেঞ্চুরি করে ফেলেছেন
১৩ ওভারে ১০০ পার করে ফেলেছে ভারত। তাদে♎র সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১২ রান। এ দিকে স্মৃতি স্মৃতি মান্ধানা হাফসেঞ্চুরি করে ফেলেছেন। ৩৭ বলܫে ৫২ রান তাঁর। ১৪ বলে ১৪ রান হরমনের।
সাজঘরে ফিরলেন জেমিমা
নেমেই মাত্র ৪ বলে ৪ রান করে হেদারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন জেমিমা। ১০ ওভারে হেদার মাত্র ১ রান দিলেন। সঙ্গে ১ উই🌃কেট তুলে নিলেন। ভারতের কাছে যা বড় ধাক্কা। জেমিমার পরিবর্তে ক্রিজে এসেছেন হরমনপ্রীত। ৩১ বলে ৩৬ করে লড়াই চালাচ্ছেন স্মৃতি। ১০ ওভারে ২ উইকেটে ভারতের সংগ্রহ ৮১ রান।
আউট হলেন শেফালি
২৩ বলে ৩৪ করে সাজঘরে ফিরলেন শেফালি বর্মা। স্মৃতি এবং শেফালি মিলে প্রথম উইকেটে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন। ভারতকে ভরসা জোগায়। তবে অ্যালানা কিং-এর বলে ম্যাকগ্রার হাতে ক্যাচ দিয়ে আউট হন শেফালি। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার জেমিমা। ৯ ওভার শেষে ১ উইকেটে ৮০ রান ভারতের। ২৯ বলে ৩๊৫ করেছেন স্মৃতি। ২ বলে ৪ রান জেমিমার।
পাওয়ার প্লে-তে ৫৫ করল ভারত
৬ ওভারে ভারত কꦍোনও উইকেট না হারিয়ে ৫৫🐠 রান করে ফেলল। শেফালি ১৫ বলে ২৩ করে ফেলেছেন। ২১ বলে ২৬ রান স্মৃতির।
৪ ওভারে ৩১ রান ভারতের
স্ম💫ৃতি ১৫ বলে ১৮ করে ফেলেছেন। ৯ বলে ১২ করে ফে♊লেছেন শেফালি। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ৩১ রান।
স্মৃতির বিধ্বংসী মেজাজ
প্রথম ওভারে মাত্র চার রান হয়েছিল। তবে দ্বিতীয় ওভারে তিনটি চার মারেন স্মৃতি। ১১ বলে ১৬ করে ফেলেছেন তিনি। শেফালি সবে ১ বল খেলে ১🎃 রান করেছেন। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ১৭ রান।
রান তাড়া করা শুরু ভারতের
রানের পাহাড় গড়েছে🧸 অস্ট্রেলিয়া। ভারত কি সমতা ফেরাতে পারবে? স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন।
১৮৭ করল অস্ট্রেলিয়া
ভারতের সামনে রানের পাহাড় গড়ল অস্ট্রেলিয়া। ১৮৮ রানের লক্ষ্য রাখল তারা। তালিয়া এবং বেথ মুনি মিলে ১৫৮ রানের পার্টন🌼ারশিপ গড়ে। আর এই দুই তারকার হাত ধরেই অস্ট্রেলিয়া করে ফেলে ১৮৭ রান। ৫৪ বলে অপরাজিত ৮২ ✨করেন বেথ মুনি। ৫১ বলে ৭০ করেন তালিয়া।
১৫০ পার ভারতের
অস্ট্রেলিয়া ১৫০ পার করে ফেলল ১৭তম ওভারে। ১ উইকেটে অজিদের সংগ্রহ ১৫৪ রান। হাতে এখনও ৩ ওভার রয়েছে। অনেকটাই রানের বোঝা ভারতের ঘাড়ে চাপাবে অস্ট্রেলিয়া। ৪৫ বলে ৬৬ করে ফেলেছেন ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতালিয়া। ৪২ বলে ৫৮ রান বেথ মুনির।
বিধ্বংসী মেজাজে তালিয়া-মুনি
অজিদের আর উইকেটই ফেলে উঠতে পারছে না ভারত। তাদের বোলিং নিয়ে রীতিমতো ছেল🔯েখেলা করছে তালিয়া-বেথ মুনি। ১৬ ওভার শেষে ১ উইকেটে ১৪৪ করে ফেলেছে অস্ট্রেলিয়া। তালিয়া ম্যাকগ্রা ১৫তম ওভারেই হাফসেঞ্চুরি করে ফেলেছিলেন। আর ১৬তম🤪 ওভারে অর্ধশতরান করে ফেললেন বেথ মুনি। দুই তারকার সংগ্রহ এখন ৫৭ করে। বড় রানের লক্ষ্যে অস্ট্রেলিয়াকে নিয়ে যাচ্ছে তালিয়া-মুনি জুটি। ভারতের কপালের বাঁজ কিন্তু চওড়া হচ্ছে।
১০০ পার করে ফেলেছে অজিরা
১৩তম ওভারে ১০০ পার করে ফেলল অস্ট্র♉েলিয়া। ১ উইকেটে তাদের সংগ্রহ ১০৮ রান। বেথ মুনি এই ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান। সেই সঙ্গে তিনি ৩১ বলে ৩৬ করে ফেললেন। তালিয়ার সংগ্রহ ৩২ বলে ৪২ রান।
পাওয়ার প্লে-তে হল ১ উইকেটে ৪৬
অ্যালিসা হিলি শুরুতে ঝড় তুলেছিলেন। তবে তাঁর উইকেট পড়ে যাওয়ায় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। তাও পাওয়ার প্লে-তে ১ উইকেট হার൩িয়ে ৪৬ করে ফেলেছে অস্ট্রেলিয়া। তালিয়ার সংগ্রহ ১২ বলে ১৫ রান। ৯ বলে ৬ করেছেন বেথ মুনি।
প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া
বিধ্বংসী মেজাজে ছিলেন অ্যালিসা হিলি। আর তাঁকে আউট করেই অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিলেন দীপ্তি শর্মা। নিজের প্রথম ওভার করতে এসেই তৃতীয় বলে তিনি ফেরান হিলিকে। ১৫ বলে ২৫ করে দেবিকা বৈদ্যর হাতে ক্যাচ দিয়ে সাজཧঘরে ফেরেন হিলি। ৪ ওভার শেষে ১ উইকেটে ৩৩ রান অস্ট্রেলিয়ার। পরির্তে ক্রিজে আসা নতুন ব্যাটার তালিয়া ৩ বলে ৪ রান করেছেন। বেথ মুনি আবার ৬ বলে ৪ রান করে লড়াই চালাচ্ছܫেন।
অ্যালিসা হিলি বিধ্বংসী মেজাজে
তৃতীয় ওভারে হল ১১ রা🧸ন। ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৭ রান করে অস্ট্রেলিয়া। তার মধ্যে একাই ২৪ রান করেছেন অ্যালিসা হিলি। ১৩ বলে তিনি ২৪ করেছেন। এই ইনিংসে রয়েছে ৫টি চার। বেথ মুনি যেন দর্শক। ৫ বলে ৩ করে তিনি উইকেট আঁকড়ে রয়েছেন।
দ্বিতীয় ওভারে হল ৯ রান
অ্যালিসা হিলি আক্রমণাত্মক মেজাজে রয়েছেন। প্রথম ওভারে তিনি একটি চার মেরেছিলেন। দ্ব💛িতীয় ওভারে মারেন ২টি চার। যার সৌজন্যে ৯ রান ওঠে দ্বিতীয় ওভারে। ৯ বলে ১৫ করে ফেলেছেন হিলি। বেথ মুনি একই জায়গায় রয়েছেন। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৬ রান করে ফেলেౠছে অস্ট্রেলিয়া।
প্রথম ওভারে ৭ রান দিলেন রেনুকা
অস্ট্রেলিয়া প্রথম ওভারে ৭ রান করে। অ্যালিসা হিলি ৩ বলে ৬ রান করেছেন।𒅌 বেথ মুনি ৩ বলে করেছেন ১ রান।
খেলা শুরু
খেলা শুরু হয়ে গিয়েছে। ভারত কি পারবে সমতা ফেরাতে? অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন বেথ মু🐼নি এবং অ্যালিসা হিলি। বল হাতে ওপেন করেছেন রেনুꦍকা সিং।
দুই দলের প্রথম একাদশ
ভারত: হরমনপ্রীত কাউর (অধিনায়ক), শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগেজ, দেবিকা বৈদ্য, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, রাধা যাদব, অঞ্জলি সারভানি, মেঘনা সไিং, রেনুকা ঠাকুর।অস্ট্রেলিয়া: অ্যালিসা হিলি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), বেথ মুনি, তালিয়া ম্যাকগ্রা, অ্যাশল🍒ে গার্ডনার, এলিস পেরি, ফোবি লিচফিল্ড, অ্যানাবেল সাদারল্যান্ড, হেদার গ্রাহাম, অ্যালানা কিং, কিম গার্থ, মেগান শুট।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ফল
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। ম্যাচে প্রথমে ব্যাট করে ভালো স্কোর ♏করেও ৯ উইকেটে হারতে হয় হরমনপ্রীত কাউরদের। ১৭২ রান করে ৯ উইকেটে হারাটা নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। বোলারদের পাশাপাশি ফিল্ডারদের দিকেও আঙুল তুলেছিলেন ভারত অধিনায়ক হরমন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।