বাংলা নিউজ > ময়দান > INDW vs AUSW Warm-Up Match: প্রস্তুতি ম্যাচেই হতশ্রী ব্যাটিং, ভারত হারল ৪৪ রানে
INDW vs AUSW Warm-Up Match: প্রস্তুতি ম্যাচেই হতশ্রী ব্যাটিং, ভারত হারল ৪৪ রানে
4 মিনিটে পড়ুন Updated: 06 Feb 2023, 09:06 PM ISTTania Roy
India vs Australia Women's T20 World Cup Warm-Up Match: ভারতের মেয়েরা ২০২৩ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে। আজ প্রথম ম্যাচে তারা তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। প্রথম ম্যাচ তারা ৪৪ রানে হেরে যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড় ঝটকা খেল ভারত। প্রথম প্রস্তুতি ম্যাচেই 𓃲অস্ট্রেলিয়ার সামনে ভারতীয় ব্যাটিং অর্ডার একেবারে ল্যাজেগোবরে হল। দুই অঙ্কের ঘরে পৌঁছলেন ভারতের মাত্র ৩ জন। দীপ্তি শর্মা (১৯), হারলিন (১২) এবং অঞ্জলি (১১)। বাকিদের অবস্থা তথৈবচ। অস্ট্রেলিয়ার দেওয়া ১৩০ রান তাড়া করতে নেমে মাত্র ৮৫ রানেই গুটিয়✃ে গেল ভারতের ইনিংস।
এ দিন শুরুতে অজি ব্যাটারদেরও হাল খারাপ ছিল। তবে ভারতের মতো নয়। ৭ജ৯ রানে ৮ উইকেট থেকে নবম উইকেটে তারা ৫০ রান যোগ করে। নবম উইকেটে অপরাজিত ৩🔯০ করেন জর্জিয়া, জোনাসেন ২২ করেন অপরাজিত থাকেন। এ ছাড়া ২৮ করেছেন বেথ মুনি। ২২ করেছেন গার্ডনার। বাকিরা অবশ্য কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। তবে ভারতের কেউই ২০ রানের গণ্ডিয়টুকুও টপকাননি।
এ দিন ভারতের শিখা, রাধা এবং পূজা ২টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন রাজেশ্বরী। অস্ট্রেলিয়ার 💎ডার্সি ব্রাউন ৪টি করে উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন গার্ডনার। ১টি করে🍌 উইকেট নিয়েছেন কিন, এলিসা এবং জোনাসেন।
06 Feb 2023, 09:06 PM IST
৮৫ রানেই অলআউট ভারত
দীপ্তি শর্মা ১৯ করে অপরাজিত থাকলেন। কিন্তু দলের বা💫কি ব্যাটাররা তাঁকে সঙ্গত করতে পারেনি। ১০ নম্বর উইকেট পড়ে অঞ্জলির। ডার্সি ব্♓রাউন নিজের বলে ক্যাচ ধরেন। ১৪ বলে ১১ রান করেছিলেন অঞ্জলি। ১৬ ওভারে ৮৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। প্রথম প্রস্তুতি ম্যাচ ৪৪ রানে হারল ভারত।
06 Feb 2023, 08:50 PM IST
৯ উইকেট পড়ে গেল ভারতের
কোন প্রতিরোধই গড়ে তুলতে পারছে না ভ✤ারত। ১০.৪ ওভারে ৬১ রানের ম🧸াথায় পড়ল নবম উইকেট। ৯.৪ ওভারে শিখা পাণ্ডে ৫ বলে ১ করে সাজঘরে ফিরলেন। অ্যাশলে গার্ডনার তাঁকে ফেরান। দলের ৬০ রানে অষ্টম উইকেট হারায় ভারত।
আর রাধা য♎াদব ৬ বলে ১ করে সাজঘরে ফেরেন। জোনাসেনের বলে আউট হন তিনি। ভারতের সামনে হারের🧸 ভ্রুকুটি স্পষ্ট।
06 Feb 2023, 08:33 PM IST
আরও ২ উইকেট হারাল ভারত
আউট হলেন হার্লিন দেওয়াল এবং পূজা বস্ত্রকারও। ৬.২💟 ওভারে দলের ৪৪ রানের মাথায় ১০ বলে ১২ করে রান আউট হলেন হার্লিন। আর ৮.২ ওভারে ৯ বলে ৯ করে আউট হলেন পূজা। ভারতের রান যখন ৫৫, তখন এলিসা পেরির বলে তাহিলা তাঁর ক্যাচ ধরেন। ৭ উইকেট হারিয়ে চাপে ভারত। তাদের সামনে হারের ভ্রু𒊎কুটি।
06 Feb 2023, 08:29 PM IST
পঞ্চম উইকেট হারাল ভারত
যস্তিকা ভাটিয়া ৮ বলে ৭ করে🌜 আউট হলেন। অ্যাশলে গার্ডনার তাঁকে এলবিডব্লি❀উ করেন। ৫.৩ ওভারে ৫ উইকেটে ৪১ রান ভারতের।
06 Feb 2023, 08:15 PM IST
রিচাও আউট
চতুর্থ ওভারের তৃতীয় বলে আউট হলেন রিচা ঘোষ। ৯ বলে ৫ করে আ💃উট হন তিনি। ডার্সি ব্রাউনের বলে বেথ মুনি ক্যাচ ধরেন। ৩.৩ ওভারে ২২ রানে ৪ উইকেট হারাল ভারত।
06 Feb 2023, 08:12 PM IST
শুরুতেই ধাক্কা খেল ভারত
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ভারত। প্রথম ২ ওভারে পড়ল ৩ উইকেট। প্রথম ওভারেই জেমিমা রডরিগেজকে ফেরান কিম গার্থ। কিমই জেমিমার ক্যাচ ধরেন জেমিমা শূন্য করে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ওভারে পড়ে আরও দুই উইকেট। স্মৃতি মন্ধানা ৩ বল খেলে শূন্য করে সাজঘরে ফেরেন। ডার্সি ব্রাউনির বলে হিলার হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। এই ওভারেই আবার শেফালি বর্মা ৪ বলে ২ রান করে গ্রেস হ্যারিসের ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১.৫ ওভারে ১২ ♛রানে ৩ উইকেট হারায় ভারত।
06 Feb 2023, 08:05 PM IST
ভারতের রান তাড়া করা শুরু
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে ভারত। জেমিমা রড🌠রিগেজ এবং শেফালি বর্মা ওপেন করতে নেমেছেন।
06 Feb 2023, 08:04 PM IST
নবম উইকেটে হল ২৬ বলে ৫০ রান
নবম উইকেটে দুরন্ত ছন্দে জর্জিয়া ওয়♒্যারহাম এবং জেস জোনাসেন অস্ট্রেলিয়াকে ১২৯ রানে নিয়ে যান। তাদের দাপটেই অজিরা ন🐎ির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে। ২৬ বলে এই জুটি ৫০ রান যোগ করেন। জর্জিয়া ১৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন। এবং জোনাসেন ১৪ বলে অপরাজিত ২২ করেন। এই জুটির দৌলতে পায়ের তলার জমি শক্ত করে অস্ট্রেলিয়া।
06 Feb 2023, 08:00 PM IST
হেদার গ্রাহাম আউট
৮ নম্বর উইকেট পড়ল অস্ট্রেল💛িয়ার। হেদার গ্রাহামকে ফেরান রাধা যাদব। তাঁর ক্যাচ ধরেন স্বস্তিকা ভাট൩িয়া। ৭৯ রানে ৮ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
06 Feb 2023, 07:54 PM IST
সপ্তম উইকেট হারাল অস্ট্রেলিয়া
১৪তম ওভারের শেষ বলে𓃲 অ্যানাবেল সাদারল্যান্ডকে বোল্ড করেন রাধা যাদব। ৮ বলে ৪ করে সাজঘরে ফেরেন তিনি। ৭ উইকেটে ৭২ রান অজিদের।
06 Feb 2023, 07:45 PM IST
গ্রেস হ্যারিস আউট
ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৬ বলে ৪ রান করে আউট হলেন গ্রেস হ্যারিস। পূজা বস্ত্রকারের বলে রিচা ঘোষ ক্যাচ ধরেন। দলের রা🌱ন ৬ উইকেটে ৬২।
06 Feb 2023, 07:43 PM IST
বেথ মুনি আউট
১১তম ওভারে আউট হন বেথ মুনি। ১০.৫ ওভারে দলের রান যখন ৫৮, তখন পঞ্চম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। সাজঘরে ফেরেন বেথ মুনি। ৩৩ বলে ২৮ করে তিনি রাজেশ্বরি গায়কোয়াড়ের বলে রাধা যাদবের হাত⛄ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
06 Feb 2023, 07:06 PM IST
চতুর্থ উইকেট হারাল অজিরা
৯.৪ ওভারে চতুর্থ উইকেট পড়ল অজিদের। অ্যাশলে গার্ডনার দলের রানের গতি কিছুটা বাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ১৭ বলে ২৩ করে পূজা বস্ত্রকারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ২ট🦩ি চার এবং একটি ছক্কা। তাঁর পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার গ্রেস ꩵহ্যারিস। ১০ ওভারে ৪ উইকেটে ৫৪ রান অস্ট্রেলিয়ার। ৩০ বলে ২৪ করে শুরু থেকে লড়াই চালাচ্ছেন বেথ মুনি।
06 Feb 2023, 06:28 PM IST
পেরি রানআউট
তাহিলার পর🐠িবর্তে নামা এলিসা পেরিকে রানআউট করেন রাধা যাদব। ১ বলে ১ রান করে আউট হন তিনি। ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে অ🎶স্ট্রেলিয়া। ১৩ বলে ৬ রান করে লড়াই চালাচ্ছেন বেথ মুনি।
06 Feb 2023, 06:22 PM IST
মেগার পর তাহিলাকেও ফেরালেন শিখা
৭ বলে ২ রা👍ন করে ফিরলেন তাহিলা ম্যাকগ্রা। শিখা পাণ্ডে নিজের বলে ক্য🥀াচ ধরেন। একেবারে শুরুতেই অজিদের ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতকে অক্সিজেন দিলেন শিখা।
06 Feb 2023, 06:13 PM IST
প্রথম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার
মেগ ল্যানিংকে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট করেন শিখা পাণ্ডে। ৩ বল খেলে শূন্য করে সাজঘরে ফেরেন মেগ। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ রান। বেথ মুনি করেছেন ৬ বলে ৪ এবং মেগের পরিবর্তে নামা তাহি💧লা ম্যাকগꦫ্রা ৩ বল খেললেও রানের খাতা খোলেননি।
06 Feb 2023, 06:08 PM IST
খেলা শুরু
ভারত-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ শুরু। প্রথমে ব্যাট করতে নেমেছে অজিরা। ওপেন করেছেন বেথ মু𒈔নি এবং মেগ ল্যানিং। ভারতের রেনুকি সিং বল হাতে ওপেন করেছেন।
06 Feb 2023, 05:42 PM IST
ভারতের সামনে বড় চ্যালেঞ্জ
সদ্য শেষ হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ মহি🍷লা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরশুম। তার সপ্তাহ দু'য়েকের মধ্যেই শুরু হতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, ছোটদের বিশ্বকাপের ঠিক পরেই শুরু হচ্ছে বড়দের টি-টোয়েন্ট🍬ি বিশ্বকাপ। ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকা মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে ১২ ফেব্রুয়ারি। প্রথম ম্য়াচেই হরমনপ্রীতদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তার আগে সোমবার বিশ্বকাপের প্রথম অনুশীলন ম্যাচে গা ঘামিয়ে নিতে নামছে ভারতের আর অস্ট্রেলিয়া।
06 Feb 2023, 05:36 PM IST
আত্মবিশ্বাস বাড়াতে চাইবে ভারত
১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ২০২৩ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হরমনপ্রীতের নেতৃত্বে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার ফলে ভারত নিজেদের ভুলভ্রান্তিগুলো শুধরে নিতে পারবে। ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ জিতে বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস বাড়াতে চাইবে। প্রথম🍎 অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। প্রসঙ্গত, ২০২০ সালের ফাইনালে অজিদের বিরুদ্ধেই হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতের।