দীর্ঘ সাত বছর পর টেস্টের আঙিনায় ফিরছে ভারতের মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্ট নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজিত ভারতীয় শিবির। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই সহজ হবে না মিতালি রাজদের। তবে লাল বলে খেলার সুযোগ খুব বেশি আসে না বলেই ভারতীয় ম꧋হিলা দল নজর কাড়া পারফর্ম্যান্স করে দেখাতে মরিয়া চার দিনের এই টেস꧒্ট ম্যাচে।
উল্লেখ্য, শেষবার ভারতের মহিলা ক্রিকেট দল টেস্ট ম্যাচে মাঠে নামে ২০১৪ সালে দক্ষিণ আ﷽ফ্ඣরিকার বিরুদ্ধে।
দেখে🔯 নেওয়া যাক ভারত-ইংল্যান্ড মহিলা সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ কবে, কোথায়, কꦺখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে সরাসরি সম্প্রচার।
ভারত-ইংল্যান্ড মহিলা সিরিজের একমাত্র টেস্ট কবে শুরু হবে: ১৬ জুন, ২০২১ (বুধবার)।
কোথায় অনুষ্ঠিত হবে টেস্ট: ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।
কখন শুরু ম্যাচ: ভারতী🎃য় ✤সময় অনুযায়ী দুপুর ৩টে ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে দুপুর ৩টেয়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: সোনি টেন-১ ও সোনি টেন-১ এইচডি চ্যানেলে দেখা য𒈔াবে সরাসরি সম্প্রচার।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: SonyLIV অ্যাপ দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।