প্রথম ২টি ওয়ান ডে ম্যাচ জিতে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ জয় আগেই নিশ্চ🅷িত করেছিল। সুতরাং এটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে, ঝুলন গোস্বামী লর্ডসে ট্রফি ছুঁয়েই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে ভারতের সামনে হাতছানি ছিল ব্রিটিশদের হোয়াইটওয়াশ করার। সেই সুযোগটা কাজে লাগায় ভারত। সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ঝুলনের বিদায় বেলাটা উজ্জ্বল করে রাখেন হরমনপ্রীতরা।
সিরিজের সেরা হরমনপ্রীত
তিন🦩 ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি-সহ ৩৪০ রান সংগ্রহ করেন হরমনপ্রীত কউর। সেই সঙ্গে ২টি উইকেটও নেন তিনি। সঙ্গত কারণেই তাঁক🌳ে ছাড়া সিরিজের সেরা ক্রিকেটার বেছে নেওয়া সম্ভব ছিল না আর কাউকেই।
ম্যাচের সেরা রেনুকা
১০ ওভারে ১টি মেডেন-সহ 🎃২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট༺ নেওয়া রেনুকা সিং ঠাকুর ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত
লর্ডসে ১৬ রানে জয়ের সুবাদে ভারত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করে। উল্লেখ্য, হোভে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত জয় তুলে নেয় ৭ উইকেটের ব্যবধানে। ক্যান্টারবেরিতে হরমনপ্রীতরা সির꧑িজের দ্বিতীয় ম্যাচ জেতে ৮🌟৮ রানের ব্যবধানে।
উত্তেজক ম্যাচ জিতল ভারত
ভারতের ১৬৯ রানেরꦍ জবাবে ব্যাট করতে♋ নেমে ইংল্যান্ড ৪৩.৩ ওভারে ১৫৩ রানে অল-আউট হয়ে যায়। ১৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে ভারত।
নন-স্ট্রাইকার প্রান্তে চার্লি ডিনকে রান-আউট করলেন দীপ্তি
৪৩.৩ ওভারে চার্লি ডিনকে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট করেন দীপ্তি শর্মা। মানকাডিংকে আইসিসি রান-আউটের পর্যায়ে উন্নীত ♍করেছে বটে তবে লর্ডসে এমন ঘটনার সাক্ষী থাকতে হবে ক্রিকেটপ্রেমীদের, তা অনুমান করা কঠিন ছিল। ডিন ৫টি বাউন্ডারির স🧸াহায্যে
৭ ওভারে ইংল্যান্ডের দরকার ১৮ রান
জয়ের জন্য শেষ ৭ ওভারে ইং❀ল্যান্ডের দরকার ১৮ রান। তারা ৪৩ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলেছে। চার্লি ಞডিন ৪৬ রানে ব্যাট করছেন। ফ্রেয়া ডেভিস করেছেন ১০ রান।
৮ ওভারে ইংল্যান্ডের দরকার ২৩ রান
জয়ের জন্য শেষ ৮ ওভারে ইংল্যান্ডের দরকার ২৩ রান। তারা ৪২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। চার্লি ডিন ৪১ রানে ব্যাট করছেཧন। রাজেশ্বরী ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
১০ ওভারে ৩৩ রান দরকার ইংল্যান্ডের
৪০ ওভার শেষে ইংল🍬্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৩৭ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৩৩ রান দরকার ইংল্যান্ডের। ৩৪ রানে ব্যাট করছেন চার্লি ডিন।
বোলিং কোটা শেষ করলেন রেনুকা
১০ ওভারের বোলিং কোটা শেষ করেন রেনুকা সিং ঠাকুর। ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন তিনি। ৩৮ 𒆙ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৩৩ রান। চার্লি ডিন ৩১ রানে ব্যাট করছেন।
ডিনের ক্যাচ ছাড়লেন ঝুলন
৩৬.১ ওভারে দীপ্তি শর্মার বলে স্লিপে চার্লি ডিনের ক্যাচ ছাড়েন🙈 ঝুলন। পরের বলেই চার মারেন ডিন। ওভারের পঞ্চম বলে চার মারেন ডেভিড। ৩৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর৯ উইকেটে ১২৯ রান। ডিন ২৮ রানে ব্যাট করছেন।
কেট ক্রসকে ফেরালেন ঝুলন, গড়লেন অবিশ্বাস্য রেকর্ড
ইনিংসের ৩৬তম ওভারে শেষবার ভারতের হয়ে বল করতে আসেন ঝুলন গোস্বামী। কেরিয়ারের একেবারে শেষ ওভারেও উইকেট তুলে নিলেন তিনি। ওভারের প্রথম বল করা মাত্রই মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১০ হাজারটি বল করার রেকর্ড গড়েন ঝুলন। দ্বিতীয় বলে তিনি ছিটকে দেন কেট ক্রসের স্টাম্প। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১০ রান করে মﷺাঠ ছ𝄹াড়েন ক্রস। ইংল্যান্ড ১১৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফ্রেয়া ডেভিস। ঝুলন ১০ ওভারে ৩টি মেডেন-সহ ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ২৫৫টি উইকেট নিয়ে ওয়ান ডে কেরিয়ার শেষ করেন গোস্বামী।
১৫ ওভারে ইংল্যান্ডের দরকার ৫২
৩৫ 💧ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১১৮ রান। জয়ের জন্য শেষ ১৫ ওভারে ইংল্যান্ডের দরকার ৫২ রান।
১৮ ওভারে ইংল্য়ান্ডের দরকার ৫৭
৩২ ওভার শেষে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শেষ ১৮ ওভারে তাদের দরকার ৫৭ রান। চার্লি ডিন ২১ 𝕴রানে ব্যাট করছেন। ঝুলন ৮ ওভারে𓄧 ৩০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
জোনসকে ফেরালেন রেনুকা
২৯.৪ ওভারে রেনুকা সিং ঠাকুরের বলে হার্লিন দেওয়লের হাতে ধরা পড়েন অ্যামি জোনস। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন ইংল্যান্ডের ক্যাপ্টেন। ইংল্যান্ড ১০৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে ন⛄ামেন কেট ক্রস। ৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১০৪ রান। চার্লি ডিন ১৯ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ২০ ওভারে ৬৬ রান দরকারꦅ ইংল্যান্ডের। হাতে রয়েছে মাত্র ২টি উইকেট।
১০০ ছুঁল ইংল্যান্ড
২৮তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। 🎐তাদের স্কোর ৭ উইকেটে ১০০ রান। অ্যামি জো🍰নস ৪২ বলে ২৬ রান করেছেন। ৩৯ বলে ১৮ রান করেছেন চার্লি ডিন।
প্রতিরোধ গড়ছেন জোনস
২৪ ওভার শেষে ইংল্য়ান্ডের স্কোর ৭ উইকেটে ৯ဣ১ রান। ৩৩ বলে ২৩ রান করেছেন ক্যাপ্টেন অ্যামি জোনস। তিনি ৩টি চার মেরেছেন। ২৪ বলে ১২ রান করেছেন চার্লি ডিন। তিনি ১টি চার মেরেছেন। ২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৯২ রান। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ৭৮ রান দরকার ব্রিটিশদের। হাতে রয়েছে ৩টি উইকেট।
২০ ওভারের খেলা শেষ
২০ ওভার শেষে ইংল্য༒ান্ড ৭ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে। ২১ বলে ১৫ রান করেছেন অ্যামি জোনস। ১২ বলে ৭ রান করেছেন চার্লি ডিন।
কেম্পকে ফেরালেন দীপ্তি
১৭তম ওভারে দীপ্তি শর্মাকে প্রথমবার বল করতে ডাকেন হরমনপ্রীত কউর। তিনি ওভারের শেষ বলে তুলে নেন ফ্রেয়া কেম্পের উইকেট। ১০ বলে ৫ রান করে হার্লিন দেওয়লের হাতে ধরা পড়েন কেম্প। ইংল্যান্ড ৬৫ রানে ৭ উইকেট হারায়। ব🥂্যাট করতে নামেন চার্লি ডিন।
সোফির দুর্দান্ত ক্যাচ ধরলেন ঝুলন
১৪.১ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে স্লিপে সোফি একলেস্টোনের দুর্দান্ত ক্যাচ ধরেন ঝু⛦লন গোস্বামী। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি সোফি। ইংল্যান্ড ৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফ্রেয়া কেম্প। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৫৫ রান। গায়কোয়াড় ২ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
ড্যানি ওয়াটকে ফেরালেন রাজেশ্বরী
১৩তম ওভারে রাজেশ্বরীকে প্রথমবার বল করতে ডাকেন হরমনপ্রীত। তাঁর প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন ড্যানি ওয়াট। চতুর্থ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ড্যানি। ৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন ওয়াট। ইংল্যান্ড ৫৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফি𝓰 একলেস্টোন।
ডাঙ্কলিকে ফেরালেন রেনুকা
১১.৪ ওভারে রেনুকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সোফিয়া ডাঙ্কলি। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৭ রান করেন সোফিয়া। ইংল্যান্ড ৪৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামি জোনস। হরমনপ্রীত প্রথম স্পেলে দুই পেসারকে ৬ ওভার করে বল করানোর যে সিদ্ধান্ত নেন, তাতেই মেলে জোড়া সাফল্য। ൩১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪৫ রান। রেনুকা ৬ ওভারে ২৩ রানে ৩টি উইকেট নিয়েছেন।
ক্যাপসিকে ফেরালেন ঝুলন
১০.৬ ওভারে ঝুলন গোস্বামীর বলে হার্লিন দেওয়লের হাতে ধরা পড়েন অ্যালিস ক্যাপ⛦সি। ৮ বলে ৫ রান করেন তিনি। ইংল্যান্ড ৩৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট ক𓃲রতে নামেন ড্যানি ওয়াট। ঝুলন ৬ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
বিউমন্টকে বোল্ড করলেন রেনুকা
৯.৩ ওভারে রেনুকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ট্যামি বিউমন্ট। ১টি বাউন্ডারির সাহ𝓡ায্যে ২১ বলে ৮ রান করেন তিনি। ইংল্যান্ড ৩৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালিস ক্যাপসি। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৩৫ রান। ঝুলন ৫ ওভারে ১৮ রান খরচ করেছেন। কোনও উই🌠কেট পাননি। রেনুকা ৫ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
এমা ল্য়াম্প আউট
৭.৪ ওভা🐟রে রেনুকা সিং ঠাকুরের বলে এমা ল্যাম্বকে স্টাম্প আউট করেন যস্তিকা ভাটিয়া। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২১ রান করে মাঠ ছাড়েন এমা। ইংল্যান্ড ২৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফিয়া ডাঙ্কলি। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কো🦩র ১ উইকেটে ২৮ রান।
সহজে রান দিচ্ছে না ভারত
৬ ওভার শেষে ই𓂃ংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১ রান। ২৩ বলে ১৭ রান করেছেন এমা ল্যাম্ব। ১৩ বলে ২ রান করেছেন ট্যামি বিউমন্ট। ঝুলন ৩ ওভারে ৮ রান খরচ করেছেন। 𝓡রেনুকা ৩ ওভারে ১২ রান দিয়েছেন।
আগ্রাসী শুরু এমার
৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৭ রান। ১৬ বলে ১৬ রান করেছেন এমা ল্যাম্ব। তিনি ৩টি চা𒉰র মেরেছেন। ৮ বলে ১ রান করেছেন ট্যামি বিউমন্ট। রেনুকা 𝓰২ ওভারে ১০ ও ঝুলন ২ ওভারে ৭ রান খরচ করেছেন।
টাইট বোলিং রেনুকার
দ্বিতীয় ওভারে বল করতে আসেন রেনুকা সিং ঠাকুর। তিনি মাত্র ১ রান খরচ করেন।🗹 ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কো🐓র বিনা উইকেটে ১ রান।
ইংল্যান্ডের রান তাড়া শুরু
এমা ল্যাম্বকে ﷽সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ট্যামি বিউমন্ট। বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে ক🎃োনও রান ওঠেনি। মেডেন নেন ঝুলন।
গার্ড অফ অনার ঝুলনকে
ব্যাট করতে নামার সময় ইংল্যান্ড দল গার♌্ড অফ অনার দেয় ঝুলন গোস্বামীকে। পরে ফিল্ডিং করতে নামার সময় ভারতীয় দল গার্ড অফ অনার দেয় গোস্বামীকে।
অল-আউট ভারত
৪৫.৪ ওভারে একলেস্টোনের বলে꧙ এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাজেশ্বরী গায়কোয়াড়। ১০ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৬৯ রানে অল-আউট হয়। দীপ্তি শর্মা ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ৬৮ রান 𓆉করে নট-আউট থাকেন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৭০ রান।
বোলিং কোটা শেষ করলেন কেট
১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন কেট ক্🎀রস। তিনি ২টি মেডেন-সহ ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১৫৪ রান। দীপ্তি ৫৬ রানে ব্যাট করছেন।
রেনুকা সিং আউট
একদি🐭কে সেট হয়ে যাওয়া দীপ্তি শর্মা অপরাজিত রয়েছেন। ওভারও বাকি রয়েছে বেশ কিছু। তা সত্ত্বেও দীপ্তির সঙ্গ না দিয়ে নিজেই ব্যাট চালানোর চেষ্টা করলেন রেনুকা সিং। সেই চেষ্টায় তিনি ডাঙ্কলির হাতে ধরা পড🧸়েন। ৪১.২ ওভারে কেম্পের শিকার হন রেনুকা। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৫১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাজেশ্বরী গায়কোয়াড়। ৪২ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১৫৩ রান।
১৫০ ছুঁল ভারত
৪১ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৫০ রান। দীপ্তি শর্মা ৮৯ বলে ৫৩ রান করেছেন। এখনও খাতা খোলেননি রেনুকা 🐷সিং। কেট ক্রস ৯ ওভারে ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।
শূন্য রানে আউট ঝুলন
কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে বোল্ড বলেন ঝুলন গোস্বামী। ৩৯.৫ ওভারে ঝুলনের উইকেট তﷺুলে নেন কেম্প। ভারত ১৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রেনুকা সিং ঠাকুর।
পূজা বস্ত্রকার আউট
৩৮.৬ ওভারে চার্লি ডিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পূজা বস্ত্রকার। ৪টি বাউন্ডারির সাহায্যে ꦯ৩৮ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন পূজা। ভারত ১৪৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঝুলন গোস্বামী꧑। দীপ্তি ৫১ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি দীপ্তির
৬টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দীপ্তি শর্মা। প্রবল চাপ মাথায় নিয়ে লড়াকু অর্ধশতরান করেন তিনি। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪১ রান। ♕দীপ্তি ৫০ ও পূজা বস্ত্রকার ১৬ রানে ব্যাট করছেন। পূজা ৩টি বাউন্ডারি মেরেছেন।
৩০ ওভারে ভারতের স্কোর ৬/১১০
৩০ ওভারে ভারতের স্কোর ছয় উইকেটে ১১০ রান। দীপ্তি শর্মা অপরাজিত ৩৪ রানে। সঙ্গে আছে🐽ন পূজাꩵ বস্ত্রকার (এক রান)।
হেমলতা আউট
২৮.৩ ওভারে💛 একলেস্টোনের বলে চার্লি ডিনের হাতে ধরা পড়েন দ🌄ায়ালান হেমলতা। ১৭ বলে ২ রান করে মাঠ ছাড়েন হেমলতা। ভারত ১০৮ রানে ৬ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন পূজা বস্ত্রকার।
১০০ টপকাল ভারত
২৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল ভারত। ২৬ ওভার শেষে ভারতে🙈র স্কোর ৫ উইকেটে ১০১ রান। দীপ্তি শর⛦্মা ২৭ রানে ব্যাট করছেন।
আউট হলেন মন্ধনা
২৩.২ ওভারে কেট ক্রসের শর্টౠ বলে পুল শট খেলার চেষ্টা করেন মন্ধনা। বল তাঁর ব্যাটের ডগায় লেগে স্টাম্পে গিয়ে আঘাত করে। দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় স্মৃতিকে। ৫টি বাউন্ডারির সাহায্যে ৭৯ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন মন্ধনা। ভারত ৮৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেমলতা। ক্রস ৭ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নেন। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৮৮ রান।
হাফ-সেঞ্চুরি মন্ধনার
৫টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্🍌চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৭ রান। মন্ধনা ৫০ ও দীপ্তি শর্মা ২২ রানে ব্যাট করছেন।
২০ ওভারের খেলা শেষ
মন্ধনাকে যোগ্য সঙ্গত করছেন দীপ্তি শর্মা। দু'জনে বিপর্যয় থেকে ভারতকে টেনে তোলার চেষ্টা করছেন। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮২ রান। মন্ধনা ৬৬ বলে ৪৬ রান করেছেন। দীপ্তি ৩৪ বলে ২১ রান করেছ♛েন।
ভারতকে টানছেন মন্ধনা
১৭ ওভার শেষে🍎 ভারতের স্কোর ৪ উইকেটে ৬৬ রান। স্মৃতি মন্ধনা ৫৯ বলে ৪০ রান করেছেন। তিনি ৫টি চার🦋 মেরেছেন। ২৩ বলে ১১ রান করেছেন দীপ্তি শর্মা। তিনি ১টি চার মেরেছেন।
৫০ টপকাল ভারত
১৩তম ওভারে দলগত 💎৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১১তম ওভারে কেম্পকে ১টি চার মারেন মন্ধনা। সেই ওভারে ৭ রান ওঠে। ১২তম ওভারে চার্লি ডিন ৪ রান খরচ করেন। ১৩তম ওভারে কেম্পকে আরও ১টি চার মারেন স্🐼মৃতি। সেই ওভারে ৮ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৫১ রান। মন্ধনা ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৩৩ রান করেছেন। দীপ্তি ব্যাট করছেন ৫ রানে।
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে। ৩৫ বলে ১৮ রান করেছেন স্মৃতি মন্ধনা। তিনি ৩টি চার মেরেছেন। দীপ্তি শর্মা ৫ বলে ১ রান করেছেন। কেট ক্রস ৫ ওভারে ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। ফ্রেয়া ডেভিস ৫ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট 🅘দখল করেন𒈔।
হার্লিন দেওয়ল আউট
৮.৪ ওভারে ফ্রেয়া ডেভিসের বলে এলবিডব্লি🐻উ হন হার্লিন দেওয়ౠল। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ইংল্যান্ড। ৫ বলে ৩ রান করেন হার্লিন। ভারত ২৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা।
হরমনপ্রীত আউট
৭.২ ওভারে কেট ক্রসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত কউর। ৯ বল খেলে ৪ রান করেন ভারতের ক্যাপ্টেন। ভারত দলগত ১৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্লিন দেওয়ল। কেটের এটি ম্যাচে তৃতীᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয় শ𝐆িকার। ৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২২ রান। মন্ধনা ১৬ রানে ব্যাট করছেন।
জীবনদান পেলেন হরমনপ্রীত
৫.৪ ওভারে নিজের বলেই হরমনপ্🧸রীতের কউরের ক্যাচ ছাডꦅ়েন কেট ক্রস। ভারতের ক্যাপ্টেন তখন ৪ রানে ব্যাট করছিলেন। ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৭ রান।
যস্তিকাকে ফেরালেন কেট ক্রস
৩.১ ওভারে যস্তিকা ভাটিജয়াকে বোল্ড করে সাজঘরে ফেরান কেট ক্রস। ২ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়েন ভাটিয়া। ভারত ১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ওভারে ১ রান খরচ করেন কেট। ৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১ রান। কেট ২ ওভারে ১টি মেডেন-সহ ১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
ডেভিসের ওভারে জোড়া বাউন্ডারি মন্ধনার
তৃতীয় ওভারে ফ্রেয়া ডেভিসের বলে জোড়া বাউন্ডার♛ি মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ৮ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কো🔥র ১ উইকেটে ১০ রান। ১০ রানই করেছেন স্মৃতি।
শেফালিকে ফেরালেন ক্রস
১.৫ ওভারে ব্য়াট-প্যাডের ফাঁক দিয়ে শেফালি বর্মাকে বোল্🐲ড করেন কেট ক্রস। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি শেফালি। ভারত ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি ওয়ান ডে সিরিজের ৩টি ম্যাচেই শেফালিকে আউট করেন কেট ক্রস।
কেঁদে ভাসালেন হরমনপ্রীত
শেষ ম্যাচের আগে ঝুলনের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় ভারতীয় দলের তরফে। টি⛎ম হাডলে চোখে জল দেখা যায় হরমনপ্রীতের।
ম্য়াচ শুরু
শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি🉐 মন্ধনা। বোলিং শুরু করেন ফ্রেয়া ডেভিস। প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন মন্ধনা। প্রথম ওভারে ২ রান ওঠে।
মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ঝুলন
বর্ণোজ্জ্বল কেরিয়ারে অসংখ্য মাইলস্টোন গড়েছেন ঝুলন গোস্বামী। কেরিয়ারের শেষ ম্যাচেও একটি দুর্দান্ত মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। লর্ডসে ইংল্যান্ডের ဣবিরুদ্ধে ৫৫টি (৯.১ ওভার) বল করলে একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার বল করার কৃতিত্ব অর্জন করবেন তারকা পেসার।
ইংল্যান্ডের প্রথম একাদশ
এমা ল্যাম্ব, ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, ড্যানি ওয়াট, অ্যামি জোনস (♏ক্যাপ্টেন ও উইকেটকিপার), ফ্রেয়া কেম্প, সোফি একলেস্টোন, চার্লি ডিন, কেট ক্রস ও ফ্রꦦেয়া ডেভিস।
ভারতের প্রথম একাদশ
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, হারলিন দেওয়ল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, ঝুলন গোস্বামী, দায়ালান হেমলতা,ౠ রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।
টস জিতল ইংল্যান্ড
ভারতের বিরুদ্ধে সিরিজের 🌸শেষ ওয়ান ডে ম্য়াচে ট💞স জিতল ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন অ্যামি জোনস ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, লর্ডসে টস হেরে প্রথমে ব্যাট করবে ভারত।
ঝুলনের ওয়ান ডে কেরিয়ার
লর্ডসে শেষবার মাঠে নামার আগে ꩲঝুলন দেশের হয়ে ২০৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। নিয়েছেন রেকর্ড ২৫৩টি উইকেট। ২ বার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। সেরা বোলিং ৩১ রানে ৬ উইকেট। ওয়ান ডে ক্রিকটে ১২২৮ রান রয়েছে ঝুলনের ঝুলিতে। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি।
ঝুলনের টি-২০ কেরিয়ার
দেশের হয়ে ৬৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ঝুলন। নিয়েছেন ৫৬টি উইকেট। ১ বার ইনিংসে ৫🍸 উইকেট দখল করেন। সেরা বোলিং ১১ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ৪০৫ রান করেছেন গোস্বামী।
ঝুলনের টেস্ট কেরিয়ার
ভারতের হয়ে মোট ১২টি টেস্ট খেলেছেন ঝুলন গোস্বামী। নিয়েছেন ৪৪টি উইকেট। ৩ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন। একবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সেরা বোꦍলিং পারফর্ম্যান্স ২৫ রানে ৫ উইকেট। তিনি টেস্টে ২টি অর্ধশতরান-সহ ২৪.২৫ গড়ে ২৯১ রান সংগ্রহ করেছেন।
ভারতের হয়ে শেষ ম্যাচ ঝুলনের
ঝুলন গোস্বা♈মী আগেই জানিয়েছেন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজটিই হতে চলেছে ভারতের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক সিরিজ। তার পরেই দেশের জার্সি চিরতরে তুলে রাখবꦗেন তিনি। সেই মতো লর্ডসের এই ম্যাচটিতেই বর্ণোজ্জ্বল কেরিয়ারে দাঁড়ি টানতে চলেছেন ঝুলন। বাংলার তারকা পেসার দেশের হয়ে শেষ লড়াইয়ে নামছেন সেই লর্ডসে, যেখানে একদা সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি উড়িয়ে বাঙালির আগ্রাসন দেখিয়েছিলেন ক্রিকেটবিশ্বকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।