তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-২ ব্যবধানে হেরে বসেছে ভারত। এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডের মেয়েদের মুখোমুখি ভারতের মহিলা ক্রিকেꦜট দল। ভারতীয় দলের কাছে এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ অন্য কারণে। প্রাক্তন ক্যাপ্টেন তথা সিনিয়র তারকা ঝুলন গোস্বামীর এটিই শেষ আন্তর্জাতিক সিরিজ। সুতরাং, সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়🍎েই যাতে কেরিয়ারে ইতি টানতে পারেন তারকা পেসার, মরিয়া হয়ে সেই চেষ্টাই করবেন হরমনপ্রীত কউররা। আপাতত সেই লক্ষ্যে এক পা এগিয়ে গেল ভারত। প্রথম ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে লিড নিলেন হরমনপ্রীতরা।
ম্যাচের সেরা মন্ধনা
১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৯ বলে ৯১ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কা☂র♈ জেতেন স্মৃতি মন্ধনা।
ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন হরমনপ্রীত
৪৪.২ ওভারে ডেভিডসনের বলে ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন হরমনপ্রীত কউর। ইংল্যান্ডের ৭ উইকেটে ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটের বিনিময়ে ২৩২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্য🤪াচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ৭৪ রান করে নট-আউট থাকেন। ২০ বলে ৬ রান করে নট-আউট থাকেন হার্লিন দেওয়ল।
জিততে ৭ ওভারে ৮ রান দরকার ভারতের
জয়ের জন্য ৭ ওভারে ৮ রান দরকার ಌভারতের। ৪৩ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ২২০ রান। হরমনপ্রীত ৬৩ রানে ব্যাট করছেন। ৫ রান করেছেন হার্লিন দে🅺ওয়ল।
হরমনপ্রীতের হাফ-সেঞ্চুরি
৪টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত কউর। ৪১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। জ🐼য়ের জন্য ৯ ওভা♏রে ২৩ রান দরকার হরমনপ্রীতদের।
২০০ টপকাল ভারত
৩৮তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২০৪ রান। 🦹হরমনপ্রীত ৪৯ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন হার্লিন🧸 দেওয়াল।
শতরান হাতছাড়া মন্ধনার
নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন স্মৃতি মন্ধনা। ৩৬.৩ ওভারে কেট ক্রসের বলে ডেভিডসনের হাতে ধরা পড়েন তিনি। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৯ বলে ৯১ রান করে আউট হন মন্ধনা। ভারত ১৯৮ রানে ৩ উইকেট হারায়। ব্ཧযাট করতে নামেন হার্লিন দেওয়ল। জয়ের জন্য ১৩ ওভারে ৩০ রান দরকার ভারতের। হরমনপ্রীত ৪৬ রানে ব্যাট করছেন।
৯০-এর ঘরে মন্ধনা
৩৫ তম ওভারে ওংকে একটি ছক্কা হাঁকান মন্ধনা। ৩৬তম ওভারে ডিনওকে ১টি চার মারেন হরমনপ্রীত। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৯৫ রান। ৯৭ বলে ৯০ রান করেছেন মন্ধনা। ৪৫ রানে ব্যাট করছেন হরমনপ্রীত।
১৭ ওভারে ভারতের দরকার ৫৩ রান
৩৩ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৭৫ রান। জয়ের জন্য শেষ ১৭ ওভারে হরমনপ্রীতদের দরকার ৫৩ রান। স্মৃতি মন্ধনা ১০টি বাউন্ডা🌟রির সাহায্যে ৯০ বলে ৮১ রান করেছেন। ৩৫ রানে ব্যা🃏ট করছেন হরমনপ্রীত কউর। কেট ক্রসের ওভারে ১০ রান তোলে ভারত। ১টি চার মারেন মন্ধনা।
৩০ ওভারের খেলা শেষ
৩০ ওভার শেষে ভারতের সংগ্র🐎হ ২ উইকেটে ১৫৭ রান। ৯টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৭১ রান করেছেন স্মৃতি মন্ধনা। ২টি বাউꦆন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৭ রান করেছেন হরমনপ্রীত কউর।
অর্ধেক ইনিংস শেষ
২৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২৭ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২৫ ওভারে হরমনপ্রীতদের দরকার ১০১ রান। স্মৃতি মন্ধনা ৫৬ ও হরমনপ্রীত ১৪ রানে ব্যাট 🐬কর📖ছেন।
হাফ-সেঞ্চুরি মন্ধনার
৮টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। ২২ ওভার শেষে ভারতের স্🃏কোর ২ উইকেটে ১১৫ রান। মন্🍒ধনা ৫৩ ও হরমনপ্রীত ৬ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল ভারত
১৯তম ওভারে দলগত ১০০ রানের🏅 গণ্ডি টপকে গেল ভারত। ১৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। স্ম﷽ৃতি মন্ধনা ৫৪ বলে ৪৩ রান করেছেন। তিনি ৭টি চার মেরেছেন।
আউট হলেন যস্তিকা
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হলেন যস্তিকা ভাটিয়া। 𓃲৮টি চা🧸র ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫০ রান করে বোল্ড হন তিনি। ভারত ৯৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর।
হাফ-সেঞ্চুরি যস্তিকার
৮টি চারꦏ ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যস্তিকা ভাটিয়া। ১৭.💞২ ওভারে চার্লি ডিনের বলে চার মেরে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
১৫ ওভারের খেলা শেষ
১৫ ওভার শে💝ষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৪ রান। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্🌜য ৩৯ বলে ৪৩ রান করেছেন যস্তিকা ভাটিয়া। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৩৪ রান করেছেন মন্ধনা।
ডেভিডসনকে চার-ছক্কা ভাটিয়ার
১১তম ওভারে ডেভিডসনের ꦬওভারে ১টি ছক্কা ও ১টি চার মারেন য💎স্তিকা ভাটিয়া। ওভারে ১২ রান ওঠে। ভারতের স্কোর ১ উইকেটে ৭১ রান। মন্ধনা ২৮ রানে ব্যাট করছেন। ৩৬ রানে নট-আউট রয়েছেন যস্তিকা।
৫০ টপকাল ভারত
ইনিংসের নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ডেভিডসনের ওভারে জোড🃏়া বাউন্ডারি মারেন মন্ধনা। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৩ রান। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেছে🌱ন স্মৃতি মন্ধনা। ৪টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেছেন ভাটিয়া।
ভিত গড়ছেন ভাটিয়া-মন্ধনা
৭ ওভার শেষে ভারতের স্কো♈র ১ উইকেটে ৪১ রান। ২৩ বলে ১৮ রান করেছেন স্মৃতি মন্ধনা। তিনি ৪টি চার মেরেছেন। ১৩ বলে ১৬ রান করেছেন যস্তিকা ভাটিয়া। তিনি ৩টি চার মেরেছেন🍎।
আগ্রাসী শুরু ভারতের
পঞ্✅চম ওভারে ইসি ওংয়ের বলে ১টি করে চার মারেন মন্ধনা ও ভাটিয়া। ওভারে ৯ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। স্মৃতি ১৪ ও যস্তিকা ১১ রানে ব্যাট করছেন।
ক্রসের ওভারে জোড়া বাউন্ডারি মন্ধনার
চতুর্থ ওভারে ক্রসের বলে জোড়া বাউন্ডারি মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ১১ রান ওঠে। ৪ ওভার শে🍎ষে ভারতের স্কোর ১ উইকেটে ২০ রান। মন্ধনা ১০ ও যস্তিকা ৭ রা🌃নে ব্যাট করছেন।
প্রথম বাউন্ডারি ভারতের
২.১ ওভারে ইসি ওংকে চার মারেন যস্তিকা ভাটিয়া। ওভারে ৫ রান ওঠে। ৩🎃 ওভার শ𒊎েষে ভারতের স্কোর ১ উইকেটে ৯ রান। ভাটিয়া ৫ রানে ব্যাট করছেন।
শেফালি বর্মা আউট
১.৩ ওভারে কেট ক্রসের বলে চার্লি ডিনের হাতে ধরা পড়েন শেফালি বর্মা। ৬ বলে ১ রান করেন তিনি। ভারত ৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্🔜তিকা ভাটিয়া। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪ ꦬরান।
ভারতের রান তাড়া শুরু
শেফালি বর্মাকে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি 🔯মন্ধনা। বোলিং শুরু করেন ইসিু ওং। দ্বিতীয় বলে ১ রান𒐪 নিয়ে খাতা খোলেন মন্ধনা। পঞ্চম বলে ১ রান নেন শেফালি। প্রথম ওভারে ১ রান ওঠে।
অ্যালিসের হাফ-সেঞ্চুরি, ইল্যান্ডকে সস্তায় বাঁধল ভারত
৪꧃টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালিস ডেভিডসন-রিচার্ডস। তিনি ৬১ বলে ৫০ রান করে নট-আউট থাকেন। ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২৭ রান তোলে। ২টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ২৪ রান করে নট-আউট থাকেন চার্লি ডিন। সুতরাং জয়ের জন্য ভারতের দরকার ২২৮ রান। দীপ্তি শর্মা ১০ ওভ♛ারে ১টি মেডেন-সহ ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। মেঘনা সিং ৮ ওভারে ৪২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। স্নেহ রানা ৬ ওভারে ৪৫ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন। এছাড়া হার্লিন দেওয়ল ৪ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নেন। ২ ওভারে ২০ রান খরচ করেও উইকেট পাননি পূজা বস্ত্রকার।
২০০ টপকাল ইংল্যান্ড
৪৭তম ওভারে দলগত ২০০ রাไনের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। তাদের স্কোর ৭ উইকেটে ২০২ রান। অ্যালিস ডেভিডসন ৪০ রানে ব্যাট করছেন। ১৩ রান করেছেন চার্লি ডিন।
বোলিং কোটা শেষ করলেন রাজেশ্বরী
১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন রাজেস্বরী গায়কোয়াড়়। তিনি ৪০ রানের বিনি♛ময়ে ১টি উইকেট দখল করেন। ৪৬ ওভার শেষে ইংল্যান൩্ডের স্কোর ৭ উইকেটে ১৯৮ রান। ৩৮ রানে ব্য়াট করছেন ডেভিডসন।
৫ ওভারের খেলা বাকি
৪৫ ওভারের খেলা শেষ। ইংল্যান্ডের স্কোর৭ উইকেটে ১৯২ রান। ৪৬ বলে ৩৩ রান করেছেন ডেভিডসন। তিনি ২টি চার মেরেছেন। ৬ বলে ১০ রান করেছেনꦇ চার্লি ডিন। তিনি ১টি চার মেরেছেন।
সোফিকে ফেরালেন দীপ্তি
৪২.৫ ওভারে সোফি একলেস্🦂টোনকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন দীপ্তি শর্মা। ৪টি🍨 বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৩১ রান করেন একলেস্টোন। ইংল্যান্ড ১৭৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চার্লি ডিন।
বোলিং কোটা শেষ করলেন ঝুলন
১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন ঝুলন গোস্বামী। তিনি ২টি মেডেন-সহ মাত্র ২০ রানের বিনিময়ে𓂃 ১টি উইকেট দখল করেন। এখনও কতটা ধারলো তাঁর বোলিং, বুঝিয়ে দিলেন গোস্বামী। ৪১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৬৭ রান। একলেস্টোন ২৩ ও ডেভিডসন ২৬ রানে ব্যাট করছেন।
১৫০ টপকাল ইংল্যান্ড
৩৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। যদিও ৬টি উইকেট খোয়াতে হয়েছে তাদ🅰ের। ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৫১ রান। ডেভিডসন ২৩ রান করেছেন।
ঝুলনকে সামলাতে হিমশিম খাচ্ছে ইংল্যান্ড
ঝুলন ৮ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ৩৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকে𓃲টে ১৪৩ রান। ১৬ রানে ব্যাট করছেন ডেভিডসন।
ড্যানি ওয়াটকে ফেরালেন দীপ্তি
৩৩.২ ওভারে দীপ্তি শর্মার বলে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হন ড্যানি ওয়াট। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৪৩ রান🍒 করে মাঠ ছাড়েন ড্যানি। ইংল্যান্ড ১২৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফি একলেস্টোন। ওভারের শেষ বলে সোফিক ক্যাচ ছাড়েন দীপ্তি।
৩০ ওভারের খেলা শেষ
৩০ ওভার শেষে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে। ড্যানি ওয়াট ৩৭ বলে✤ ২৯ রান করেছেন। ডেভিডসন ৭ বলে ৮ রান করেছেন।
১০০ টপকাল ইংল্যান্ড
২৯তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যা♊ন্ড। তাদের স্কোর ৫ উইকেটে ১০৩ রান। ২৭ রানে ব্যাট করছেন ড্যানি ওয়াট। ২ রান করেছেন অ্যালিস।
জোনসকে ফেরালেন রাজেশ্বরী
২৬.৬ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অ্যামি জোনস। ১০ বলে ৩ রান করেন তিনি। ইংল্যান্ড ৯৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালিস🅘 ডেভিডসন।
ডাঙ্কলিকে ফেরালেন হার্লিন
২৪.৩ ওভারে হার্লিন দেওয়লের বলে দীপ্তি শর্মার হাতে ধরা পড়েন সোফিয়া ডাঙ্কলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন ডাঙ্কলি। ইংল্যান্ড ৮৮ রানে ৪⛄ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামি জোনস। ২৫ ওভার শে♍ষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯১ রান। ১৮ রানে ব্যাট করছেন ড্যানি ওয়াট। ঝুলন ৬ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
২০ ওভারের খেলা শেষ
২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭২ রান। সোফিয়া ডাঙ্কলি ২৪ রান করেছেন। তিনি🧔 ৩টি চার মেরেছে🅰ন। ৬ রানে ব্যাট করছেন ড্যানি ওয়াট। রাজেশ্বরী ৪ ওভারে ১২ রান খরচ করেছেন।
ক্য়াপসির দুর্দান্ত ক্যাচ ধরলেন হরমনপ্রীত
১৭.৩ ওভারে স্নেহ রানার বলে অ্যালিস ক্যাপসির অবিশ্বাস্য ক্যাচ ধরেন হরমনপ্রীত কউর। শরীর ছুঁড়ে এত হাতে বল লুফে নেন ভারতের ক্যাপ্টেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন অ্যালিস। ইংল্যান্ড ৬৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ড্যানি ওয়াট। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ১৮ ওভার শಞেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৬৮ রান। ২২ রানে ব্যাট করছ💟েন ডাঙ্কলি।
৫০ টপকাল ইংল্যান্ড
ইনিংসের ১৪তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। ১৫ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ৫৪ রান। সোফিয়া ডাঙ্কলি ১৭ ও অ্যালিস ক্যাপসি ১৪ রানে ব্যাট করছ🐼েন।
ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইংল্যান্ড
১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪৩ রান। ১১তম ওভারে রাজেশ্বরী গায়কোয়াড় ২ রান খরচ করেন। ১২তম ওভারে ১১ রান খরচ করেন পূজা বস্ত্রকার। ২টি চার মারেন এলিস ক্যাপসি। ১৩তম ওভারে রাজেশ্বরী ৫ রা🐻ন খরচ করেন। ১টি চার 👍মারেন ডাঙ্কলি। ক্যাপসি ১১ ও ডাঙ্কলি ৯ রান করেছেন।
প্রথম ১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে। ৪ রানে ব্যাট করছেন ডাঙ্কলি। মেঘনা ৫ ওভারে༒ ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
বিউমন্টকে ফেরালেন ঝুলন
প্রথম স্পেলে টানা ৫ ওভার বল করতে আসেন ঝুলন গোস্বামী। তিনি ৮.৪ ওভারের মাথায় ট্যামি বিউমন্টকে এলবিডব্লিউ-🍬র ফাঁদে জড়ান। ২১ বলে ৭ রান করে মাঠ ছাড়েন ট্যামি। ইংল্যান্ড ২১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালিস ক্যাপসি। ঝুলন এই ওভারেও কোনও রান দেননি। ৫ ওভার বল করে ঝুলন ২টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
এমাকে ফেরালেন মেঘনা
৭.১ ওভারে মেঘনা সিংয়ের বলে উইকেটকিপার যস্তিকা ভাটিয়ার দস্তানায় ধরা পড়ে যান এমা ল্যাম্ব। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১২ রান করে মাঠ ছাড়েন এমা।𝕴 ইংল্যান্ড ২০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফিয়া ডাঙ্কলি। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২১। মেঘনা ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ঝুলন ৪ ওভারে ৮ রান খরচ করেছেন।
মেডেন ওভার ঝুলনের
পঞ্চম ওভারে বল করতে এসে মেডেন নেন ঝুলন। তিনি ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচ করেছেন। ইংল্যান্ডের স্ক🗹োর বিনা উইকেটে ১৪ রান। ১০ রান করেছেন এমা ল্যাম্ব।
আঁটোসাটো বোলিং ঝুলনের
দ্বিতীয় ওভারে মেঘনা সিং ৪ রান খরচ ܫকরেন। ১টি চার মারেন এমা। তৃতীয় ওভারে পুনরায় বল করতে💝 আসেন ঝুলন। তিনি ওভারে ৩ রান খরচ করেন। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৮ রান। ঝুলন ২ ওভারে ৪ রান খরচ করেছেন।
ম্যাচ শুরু
ট্যামি ব🎐িউমন্টকে সঙ্গে নিয়ে🐷 ওপেন করতে নামেন এমা ল্যাম্ব। বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে মাত্র ১ রান ওঠে।
ইংল্যান্ডের প্রথম একাদশ
এমা ল্যাম্ব, ট্যামি বিউমন্ট, সোফিয়া🔯 ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি🌺, ড্যানি ওয়াট, অ্যামি জোনস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), অ্যালিস ডেভিডসন-রিচার্ডস, সোফি একলেস্টোন, চার্লি ডিন, কেট ক্রস ও ইসি ওং।
ভারতের প্রথম একাদশ
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, হারলিন দেওয়ল, যস্তিকা ভাটিয়া 🌜(উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, ঝুলন গোস্বামী, স্নেহ রানা, রাজেশ্বরী গায়꧅কোয়াড় ও মেঘনা সিং।
টস জিতল ভারত
ইংল্যান🦂্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ডকে।🔥 সুতরাং, হোভ কাউন্টি গ্রাউন্ডে রান তাড়া করবে ভারত।
টি-২০ সিরিজের ফলাফল
ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের 🐭টি-২০ সিরি🥀জে ১-২ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৯ উইকেটে জয় তুলে নেয়। ভারত ৮ উইকেটের ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জেতে। শেষ ম্যাচে ইংল্যান্ড ৭ উইকেটে পরাজিত করেন হরমনপ্রীতদের।
ভারতের ওয়ান ডে স্কোয়াড
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, সাবভিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত🥀🗹্রকার, স্নেহ রানা, রেনুকা সিং ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, হারলিন দেওয়ল, দায়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, ঝুলন গোস্বামী এবং জেমিমা রডরিগেজ।
শেষ সিরিজ ঝুলনের
মিতালি রাজ অবসন নিয়েছেন। কেরিয়ার শেষের পথে ঝুল গোস্বামীরও। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ꦍান ডে সিরিজটিই হতে চলেছে তারকা পেসারের শেষ আন্তর্জাতিক সিরিজ। ২৪ সেপ্টেম্বর লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন ঝুলন। স্বাভাবিকভাবেই গোস্বামীর শেষ সিরিজটা 𝕴জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চান হরমনপ্রীত কউররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।