বাংলা নিউজ > ময়দান > IND-W vs SCO-W, U19 T20 WC: ৬৬ রানে গুড়িয়ে গেল স্কটিশরা, ৮৩ রানে বড় জয় ভারতের
IND-W vs SCO-W, U19 T20 WC: ৬৬ রানে গুড়িয়ে গেল স্কটিশরা, ৮৩ রানে বড় জয় ভারতের
3 মিনিটে পড়ুন Updated: 18 Jan 2023, 08:15 PM ISTTania Roy
অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ ২০২৩-এ একেবারে আগুনে মেজাজে রয়েছেন ভারতের মেয়েরা। তারা তাদের শেষ গ্রুপ লিগের শেষ ম্যাচেও স্কটল্যান্ডকে ৮৩ রানে উড়িয়ে দিয়েছে। শেফালি বর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ লিগের তিনটি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। সেই সঙ্গে অপরাজিত থেকেই তারা পরের রাউন্ডে পৌঁছে গেল।
✃টস জিতে ভারত প্রথমে ব্যাট নেয় ভারত। শেষ ওভারে শ্বেতার ধামাকায় ১৪৯ করে টিম⛎ ইন্ডিয়া। ছয়ে ব্যাট করতে নেমে ১০ বলে অপরাজিত ৩১ রান করে ভারতের পায়ের তলার জমি শক্ত করে শ্বেতা। এ ছাড়া ওপেন করতে নেমে তৃষা ৫১ বলে ৫৭ করেছেন। ৩৫ বলে ৩৩ করেছেন রিচা। স্কটিশ অধিনায়ক ক্যাথরিন ফ্রেজার ২ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা 💞ঝড়ো মেজাজে করেছিল স্কটল্যান্ড। কিন্তু পরে ভারতীয় বোলারদের দাপটে তারা মাত্র ৬৬ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ডার্সি কার্টার। আর এক ওপেনার আইলসা লিস্ౠটার ১৪ করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। মাত্র ৬৬ রানে অল আউট হয়ে যায় স্কটিশরা। ভারতের হয়ে ৪ উইকেট নিয়েছেন মান্নত কাশ্যপ। ৩ উইকেট নিয়েছেন অর্চনা দেবী। ২ উইকেট সোনম যাদবের।
18 Jan 2023, 08:15 PM IST
৬৬ রানে গুড়িয়ে গেল স্কটল্যান্ড
ইনিংসের শুরুটা স্কটল্যান্ড দুরন্ত ছন্দে করলেও, শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৩.১ ওভারে ৬৬ রানে গুড়িয়ে যায় তারা। ভারত ৮৩ রানে ম্যাচটি জেতে। নিঃসন্দেহে এটি ভারতের বড় জয়। এই নিয়ে গ্রুপের তিনটি ম্যাচই জিতল শেফালি ൩বর্মার ভারত।
18 Jan 2023, 07:59 PM IST
নাইমা শেখ আউট
নবম𒀰 উইকেট হরাল ভারত। ১৩ বলে ৭ রান করে অর্চনা দেবীর বলে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন নাইমা শেখ। ১৩ ওভার শেষে ৯ উইকেটে ৬৬ রান স্কটিশদের।
18 Jan 2023, 07:57 PM IST
নিয়াম মুইর আউট
অষ্টম উইকেট হারাল স্কটল্যান্ড। 🐈নিয়াম মুইরকে ফেরালেন সোনম যাদব। তিনি ৩ 👍বলে ১ রান করে স্টাম্প আউট হন। ১২ ওভার শেষে ৮ উইকেটে ৬০ রান স্কটল্যান্ডের।
18 Jan 2023, 07:55 PM IST
সপ্তম উইকেট পড়ল স্কটিশদের
মরিয়াম ফয়সাল রান-আউট করলেন মেন্ধিয়া। ৩ বলে ১ রান করে আউট হলেন মেন্ধিয়া। ১১ ওভারে ๊৭ উইকেটে ৫৯ রান স্কটল্যানꦓ্ডের।
18 Jan 2023, 07:40 PM IST
ষষ্ঠ উইকেট হারাল স্কটল্যান্ড
৯.২ ওভারে ৭ বলেܫ ৫ রান করে এমিলি টাকার এলবিডব্লিউ হ🎉লেন। তাঁকে আউট করলেন মান্নত কাশ্যপ। এই নিয়ে চার উইকেট নিলেন মান্নত। ১০ ওভারে ৬ উইকেটে ৫৫ রান স্কটল্যান্ডের।
18 Jan 2023, 07:37 PM IST
অলিভিয়া বেল আউট
অলিভিয়া বেলকে এ🦹লবিডব্লিউ করলেন অর্চনা দেবী। ৫ বল খেলে শূন্য করে সাজঘরে ফেরেন অলিভিয়া। ৯ ওভারে ৫০ রান করলেও, ৫ উইকেট হারিয়ে মারাত্🅷মক চাপে স্কটল্যান্ড।
18 Jan 2023, 07:33 PM IST
ক্যাথরিন ফ্রেজার আউট
স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথরিন ফ্রেজার ৬ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন। ꦕতাঁক বোল্ড করেন মান্নত কাশ্যপ। ৮ ওভার শেষে ৪ উইকেটে ৪৯ রান ভারতের।
18 Jan 2023, 07:30 PM IST
ডার্সি কার্টার আউট
ডার্সি কার্টারকে ফেরালেন অর্চনা দেবী। ২২ বলে ২৪ রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ডার্সি কার্টার আউট হওয়ায় অক্সিজেনไ পেল ভারত। ৭ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৪৮ রান।
18 Jan 2023, 07:27 PM IST
ষষ্ঠ ওভারে দ্বিতীয় উইকেট পড়লেও, ৪৫ করে ফেলেছে স্কটল্যান্ড
দ্বিতীয় উইকেট তুলে নিলেন মান্নত। ৬.৪ ওভারে এমা ওয়ালসিংহামকে ফেরালেন তিনি। প্রথম বলেই তৃষার হাতে ক্যাচ দিয়ে༒ সাজঘরে ফেরেন তিনি। ৬ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪৫ রান। ২০ বলে ২৩ রান ডার্সি কার্𝓀টার।
18 Jan 2023, 07:19 PM IST
লিস্টারকে ফেরালেন মান্নত
ইনিংসের শুরু থেকেই ঝড় তুলেছে স্কটল্যান্ড। তারা ৪ ওভারে ২৪ করে ফেলেছে। তবে চতু্র্থ ওভারের শেষ বল🍒ে লিস্টারকে ফিরিয়ে কিছুটা স্বস্তি এনে দিয়েছ🔯েন মান্নত কাশ্যপ। ১৪ বলে ১৪ করে শ্বেতার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিস্টার। ৪ ওভার শেষে ১ উইকেটে ২৪ রান স্কটল্যান্ডের।
18 Jan 2023, 06:57 PM IST
রান তাড়া করা শুরু স্কটল্যান্ডের
ভারতকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান শ্বেতা। তাঁর ১০ বলে ঝোড়ো ৩১ রানের সুবাদেই ভারত ১৪৯ করতে পার🌠ে। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গিয়েছেন দুই স্কটিশ ওপেনার আইলসা লিস্টার এবং ডার্সি কার্টার।
18 Jan 2023, 06:48 PM IST
শেষ ওভারে হল ২০ রান, ভারতের সংগ্রহ ১৪৯
শেষ ওভারে ভারত ২০ রান করল। তার 😼মধ্যে শেষ চার বলে শ্বেতা ৪-৪-৬-৪ সংগ্রহ করেন। সেই সঙ্𒉰গে ভারতের স্কোর নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় ১৪৯ রানে। স্কটল্যান্ডের সামনে ১৫০ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া। ১০ বলে ঝোড়ো ৩১ করে অপরাজিত থাকেন শ্বেতা। হৃষিতা ১০ বলে ১১ করেন।
18 Jan 2023, 06:35 PM IST
একই ওভারে রিচা-তৃষাকে ফেরালেন স্কটিশ অধিনায়ক
১৭তম ওভারে রিচা ঘোষ এবং তৃষাকে ফেরালেন ক্যাথরিন ফ্রেজার। ৩৫ বলে ৩৩ করে বেলের হাত ক্যাচ দিয়ে আউট হলেন রিচা। এক বল বাদেই ৫১ বলে ৫৭ করে কার্টারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তৃষা। ১৭ ওভার শেষে ৪ উইকেট পড়ে যায় ভারতের। স🧸্কোর ১০৫ রান। ক্রিজে দুই নতুন ব্যাটার হৃষিতা বসু এবং শ্বেতা সেরাওয়াত।
18 Jan 2023, 06:31 PM IST
১০০ পার ভারতের
১০০ পার করে ফেলল ভারত। ১৬ ওভার শেষে ২ উইকেটে ১০১ রান ভারতের। তৃষাকে যোগ্য সঙ্গত করছেন রিচা। ৩৩ বলে ৩১ করে 🦩ফেলেছেন তিনি। ৪৯ বলে ৫৬ রান তৃষার।
18 Jan 2023, 06:06 PM IST
তৃষার হাফসেঞ্চুরি
দলকে নি📖র্ভরতা দিয়ে হাফসেঞ্চুরি করে ফেললেন তৃষা। ৩৯ বলে তিনি ৫০ করেন। শুরুতে ২ উইকেট হারালেও ভারতের হাল ধরেন তৃষা। ১২ ওভার শেষে ২ উইকেটে ꦍ৭৬ রান ভারতের। ১৯ বলে ১৭ করে ক্রিজে রয়েছেন রিচা।
18 Jan 2023, 06:04 PM IST
৫০ পার ভারতের
৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫১। হাল ধরেছেন তৃষা। তিনি ২৮ বলে ৩৩ করে ফেলেছেন। ১২ বলে ৯ করেছেন রিচা ঘো🐈ষ।
18 Jan 2023, 05:46 PM IST
সোনিয়া আউট
দ্বিতীয় উইকেট পড়ল ভারতের। ১১ বলে ৬ রান করে ওরলা মন্টগোমারির বলে লিস্টারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সোনিয়া। পাওয়ার প্লে-তে ভারতের সংগ্রহ ৩৫ রান। পড়ল ২ উইকেট।♊ ওপেন করতে নেমে তৃষা ২১ বলে ২৭ করে লড়াই চালাচ্ছেন। সোনিয়ার পরিবর্তে ক্রিজে এসেছেন রিচা। তিনি ১ বলে ১ 💯রান করেছেন।
18 Jan 2023, 05:26 PM IST
শেফালি আউট
শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরলেন ভꦗারত অধিনায়ক। নিঃসন্দেহে এটি টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। নাইমা শেখের বলে স্কটিশ অধিনায়ক ক্যাথরিন ফ্রেজারের হাতে ক্যাচ দিয়ে🍎 সাজঘরে ফেরেন শেফালি। ২ ওভার শেষে ১ উইকেটে ৭ রান ভারতের।
18 Jan 2023, 05:22 PM IST
খেলা শুরু
শেফালি এবং তৃষা এ দিন ওপেন করেছেন। শ্বেতা সেরাওয়াত করেননি শেফালির সঙ্গে। তিনি পর𓆉ে নামবেন।
18 Jan 2023, 05:05 PM IST
টস জিতে ব্যাটিং নিল ভারত
আগের দুই ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। স্কটল্যান্ডের বিরুদ্ধে ღজিতে, জয়ের হ্যাটﷺট্রিক করাই লক্ষ্য। টস জিতে ব্যাটিং নিল ভারত।
18 Jan 2023, 04:44 PM IST
বিশ্বকাপে দুই দলের পারফরম্যান্স
ভারতের মেয়েরা পরপর ২টি ম্যাচ জিতেছেন। দক্ষিণ আফ্রিকা এবং পরে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে শেফালি বর্মার নেতৃত্বাধীন দল। আজ ত🐠াদের প্ꦇরতিপক্ষ স্কটল্যান্ড, যারা এখনও জয়ের মুখ দেখেনি। ২টি ম্যাচ খেলে ২টিতেই হেরেছে।
18 Jan 2023, 04:44 PM IST
ভারতীয় শিবিরে ধাক্কা
অনূর্🍎ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ চলাকালীন গুরুতর ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ছিটকে যেতে হল তাঁদের স্টার অলরাউন্ডার হার্লি গালাকে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে যশশ্রীকে। উল্লেখ্য পেসার যশশ্রীকে স্ট্যান্ডবাই হিসেবে দলে রাখা হয়েছিল।