অল্পের জন্য সোনা জিততে পারেননি পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ🐼 নাদিম। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন ভারতের নীরজ চোপড়া এবং রুপো জেতেন পাকিস্তানের আরশাদ নাদিম। টানটান লড়াইয়ের পর ভারতের মুখে চওড়া হাসি দেখা যায়। স্বাভাবিক ভাবেই গোটা দেশ তাকিয়ে তাকিয়ে ছিল নীরজের দিকে। ফের সোনা এনে দেশের নাম উজ্জ্বল করেন কিনা। ঠিক সেটাই করলেন সোনার ছেলে নীরজ। ফের দেশকে আরও একটি সোনার পদক এনে দিলেন তিনি।
তবে এবার তিনি যাকে হারালেন সে হল পাকিস্তানের আরশাদ। স্বাভাবিক ভাবেই এই জয় সারা জীবন মনে থাকবে নীরজের। তবে এই ম্যাচের পরে এমন একটি ঘটনা ঘটে যা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। অ্যাথলিটরা পদক পওয়ার পর নিজ𒀰ের দেশের জাতীয় পতাকার সামনে ছবি ত💎োলেন। এদিনও তাই ঘটে। কিন্তু পাকিস্তানের নাদিমকে জাতীয় পতাকা দেওয়া হয়নি।
ঠিক সেই মুহূর্তেই নীরজ নিজের কাছে ডেকে নেন নাদিমকে। তারপর এক সঙ্গে ছবিও তোলেন। যা ইতিমধ্যেই ভাইরꩵাল হয়েছে। ম্যাচ শেষে নাদিম নীরজকে ধন্যবাদ জানাতেও ভুললেন না। সেই সঙ্গে তিনি নীরজের প্রশংসাও করেছেন। ম্যাচ শেষে সম্প্রচারকারী সংস্থার এক সাক্ষাৎকারে পাকিস্তানের অ্যাথলি💦ট বলেছেন, 'নীরজ ভাইয়ের জন্য আমি খুব খুশি এবং আনন্দিত। ভারত এবং পাকিস্তান এখন বিশ্বের প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। এটা খুব ভালো দিক দুই দেশের জন্য। ইনশাল্লাহ, আমরা অলিম্পিক্সেও ১-২ ভাবেই থাকব।'
পাশাপাশি নাদিম এও বলেছেন, 'নীরজ ভাই খুব ভালো খেলেছে। সোনা জয়ের যোগ্য ব্যক্তಞি ও। ফলে আমি ওর ফের এই সোনা জয়ের ফলে বেশ খুশি হয়েছি। ওর থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। যা হয়তো আমার কেরিয়ারে কাজে লাগবে। খুব ভালো মানুষ নীরজ ভাই। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে।'
এই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনা✤লে বেশ চাপেই ছিলেন নীরজ। ৮৮.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে শীর্ষস্থান ধরে রাখলেও তাঁকে চাপে রেখেছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। শেষ থ্রো পর্যন্ত উদ্বেগ ছিল যে নীরজকে পেরিꦯয়ে যাবেন না তো। যদিও সেটা আর হয়নি। সোনা জিতে দেশের নাম ফের একবার উজ্জ্বল করলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।